আমার টিউন গুলো কী টেকটিউনস গাইডলাইন অনুযায়ী হচ্ছে?

টিউন গাইডলাইন

আসসালামু আলাইকুম, আমি একজন নতুন টিউনার। আমার টিউন গুলো কী টেকটিউনস গাইডলাইন অনুযায়ী হচ্ছে? আমাকে যথাযথ গাইডলাইন দিবেন প্লিজ।


দেখা
282
উত্তর
1
3 বছর 11 মাস আগে

আপনি যদি নিজ থেকে কপি পেস্ট মুক্ত অরিজিনাল ইউনিক টিউন করে থাকেন তাহলে তা টেকটিউনস গাইডলাইন অনুযায়ী হওয়ার কথা। আপনি টেকটিউনস গাইডলাইন সঠিক ভাবে মনোযোগ দিয়ে পড়ে আয়ত্ত করুন ও সেই অনুযায়ী টিউন করুন তাহলেই তা টেকটিউনস গাইডলাইন অনুযায়ী হবে।

তবে আপনার টিউনের টপিকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত না হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি এর বহির্ভূত টপিক নিয়ে টিউন করেছেন। আপনি যদি নন ট্রাস্টের টিউনের হিসেবে অরিজিনাল কপি পেস্ট মুক্ত টিউন করতে চান তাহলে এ ধরনের টপিক নিয়ে টিউন করতে পারেন।

কিন্তু যদি ট্রাস্টের টিউনার হতে চান তাহলে আপনার টিউনের টপিক অবশ্যই ইউনিক, ইউজার এনগেজিং বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত হতে হয়।

আপনার টিউনের টপিক আরো ও ইউনিক, ইউজার এনগেজিং বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত হওয়া বাঞ্ছনীয়। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মানে এই নয় যে শুধু মোবাইল ইন্টারনেট মানেই বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি বেশ বৃস্তিত একটা বিষয়। যা নিয়ে টেকটিউনস গাইডলাইনে বিস্তারিত আলোচনা রয়েছে। আপনি তা ভালোভাবে পড়ে আয়ত্ত করুন। এবং সে অনুযায়ী টিউন করুন।

সেই সাথে আপনার টিউন থাম্বনেইল আরো প্রফেশনাল হওয়া উচিত।