আমার আগের টিউনে করা কোন অংশ কপি করে টিউন করা যাবে কী?

টিউন গাইডলাইন

মনে করুন আমি আমার আগের কোন টিউনে কোন একটি প্রোগ্রামিং ভাষার কাজ সম্পর্কে লিখেছি। আমার নতুন কোন টিউনে আবার সেই একই ল্যাংগুয়েজের কাজ সম্পর্কে লেখার প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে কি আমি আমার আগের টিউনে করা সেই অংশটুকু কপি বা একইভাবে লিখতে পারবো?


দেখা
310
উত্তর
3
3 বছর 11 মাস আগে

টেকটিউনসে টিউন করার ক্ষেত্রে টিউনের কন্টেন্টে টেকটিউনসে পূর্বে প্রকাশিত, নিজের বা অন্য টিউন থেকে হোক বা টেকটিউনস ছাড়া অন্য যে কোন থার্ডপার্টি সোর্স থেকে হোক, কোন ধরনের কপি-পেস্ট করে কন্টেন্ট সংযোজন করা যায় না। প্রতিটি টিউনের কন্টেন্ট স্বতন্ত্র ভাবে নিজে থেকে লিখতে হয়।

টিউন করতে আপনার যদি রেফারেন্স করার প্রয়োজন হয় তবে রেফারেন্স হিসেবে আপনি আপনার পূর্বে টেকটিউনসে প্রকাশিত টিউনের লিংক নতুন টিউনের যে কোন প্রাসঙ্গিক টেক্সটের সাথে হাইপার লিংক করতে পারবেন কিন্তু আপনার আগের প্রকাশিত টিউনের ‘একটি Single বাক্যও’ নতুন টিউনে কপি-পেস্ট করে টিউনের কন্টেন্টে সংযোজন করতে পারবেন না।

টিউনে যদি এমন টপিক নিয়ে লেখতে হয় যা আপনি পূর্বে আপনার অন্য কোন টিউনে আলোচনা করেছেন তবে রেফারেন্স হিসেবে সে টিউন হাইপার লিংক করে দিন অথবা সেই একই টপিক নতুন করে নিজের ভাষার ইউনিক ভাবে লিখুন যেন আপনার আগের টিউনের সাথে হুবহু মিলে না যায়। প্রতিটি টিউনের কন্টেন্ট স্বতন্ত্র ভাবে নিজে থেকে লিখতে হয়।

বুঝতে পেরেছি।