টিউন থাম্বনেইল পরিবর্তন হয়ে যাচ্ছে কেন?

টিউন থাম্বনেইল

আমি আমার টিউনে যেই টিউন থাম্বনেইল দেই। তা অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। কীভাবে?


দেখা
246
উত্তর
2
3 বছর 11 মাস আগে

আপনি সম্ভবত আপনার টিউনে লো-কোয়ালিটি ও কপিরাইট যুক্ত ইমেইজ টিউন থাম্বনেইল হিসেবে সেট করছেন। যার ফলে সিস্টেম থেকে তা রিপ্লস হচ্ছে। টেকটিউনসে টিউন করতে অবশ্যই হাইকোয়ালিটি, টিউনের সঙ্গে প্রাসঙ্গিক ও Copyright Free এবং Royalty-Free ইমেইজ ব্যবহার করতে হয়।

গুগল ইমেইজে সার্চ দিয়ে যে কোন ইমেইজ টিউনে যোগ করলে হয় না। সে ইমেজের লাইসেন্স সম্বন্ধে জেনে তা যে কোন ব্লগে ব্যবহারের অনুমতি আছে কিনা তা দেখে তা টিউন থাম্বনেইল হিসেবে বা টিউনের কন্টেন্ট বডিতে যুক্ত করতে হয়।

Copyright Free এবং Royalty-Free Stock Photo সোর্স হলো

  1. Freerange
  2. Unsplash
  3. StockSnap.io
  4. Pexels
  5. Burst (by Shopify)
  6. Reshot
  7. Pixabay

এছাড়া বেশ কিছু ইমেজের লাইসেন্স রয়েছে যে ইমেইজ গুলো Attribution দিয়ে ব্যবহার করা যায়। অর্থাৎ ইমেইজ ক্রিয়েটরের ক্রেডিট ও প্রয়োজনীয় লিংক টিউনে যুক্ত করে। সে ইমেইজ গুলোও আপনি টেকটিউনসে আপনার টিউনে যথাযথ Attribution দিয়ে টিউনে ব্যবহার করতে পারবেন।

এছাড়া টিউটোরিয়াল ও রিভিউ টিউন করার ক্ষেত্রে আপনার নিজের মোবাইল বা কম্পিউটারের দিয়ে Copyright Free যে কোন সফটওয়্যার বা অ্যাপের স্ক্রিনসট টিউনে যুক্ত করতে পারেন। যেহেতু সেক্ষেত্রে ইমেইজের ক্রিয়েটর আপনি নিজেই।