নিজের আর্টিকেল আলাদা কোনো ওয়েবসাইটে Draft বা Private হিসেবে রাখা হলে, সে কন্টেন্ট কী টেকটিউনসে কপিরাইট ও প্লেজারিজম হিসেবে ডিটেক্ট হবে?

প্লেইজারিজম

আমার নিজের আর্টিকেল আমি যদি আলাদা কোনো  ওয়েবসাইটে Draft বা Private করেও রাখি তবুও সেটা কি আমার ব্লগে প্লেজারিজম বা কপিরাইট হিসেবে ডিটেক্ট হবে? নাকি শুধু Public থাকলে ডিটেক্ট হবে? মানে আমার Content এজন্য Unique  কি দেখাবে?


দেখা
362
উত্তর
5

হ্যাঁ পাবলিক কনটেন্ট। সার্চ ইঞ্জিন ইনডেক্স করতে পারে এমন যেকোন কনটেন্ট। অথবা সার্চ ইঞ্জিন ইতিমধ্যে ইনডেক্স করে ফেলেছে এমন যেকোন কনটেন্ট প্লেজারিজম হিসেবে ডিটেক্ট হয়।
প্রাইভেট বা ড্রাফ্ট কনটেন্ট না।

আপনি টেকটিউনসে যে কনটেন্ট লিখবেন সে কনটেন্টের শিরোনাম ও বডি, নিজে, অন্য যেকোনো third-party মাধ্যমে প্রকাশ করা যায় না। টেকটিউনসে প্রকাশ পাওয়া টিউনের লিংক যে কোন মাধ্যমে শেয়ার করা যায়।

    মানে আমি আমার নিজের ব্লগে প্রকাশ করতে পারব কিন্তু নিজের ব্লগ ছাড়া অন্য কোনো ব্লগে প্রকাশ করতে পারব না, তাই না?

      আপনি ট্রাস্টের টিউনার হিসেবে যে কনটেন্ট টেকটিউনসে লিখবেন সে কন্টেন্ট টেকটিউনস ছাড়া আর অন্য কোন ইলেকট্রনিক্স ও নন-ইলেকট্রনিক্স মাধ্যমে এমনকি নিজের পার্সোনাল ব্লগ, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ বা অন্য কোথাও প্রকাশিত অবস্থায় থাকা যায় না। এমনকি ডুপ্লিকেট কনটেন্ট হিসেবে টেকটিউনসেও পুনরায় প্রকাশ করা যায় না।

      ট্রাস্টের টিউনার হিসেবে ট্রাস্টেড টিউন প্রকাশ করে ট্রাস্টেড টিউনের লিংক অন্য যে কোন মাধ্যমে শেয়ার করা যায়।

      বিস্তারিত জানুন টেকটিউনস টিউন এক্সক্লুসিভিটি গাইডলাইন থেকে।

        ধন্যবাদ, আমার জিজ্ঞাসার উত্তর দিয়ে আমাকে সহযোগীতা করার জন্যে।

আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আমি খুবই আনন্দিত এবং আপনাকে অনেক ধন্যবাদ।