আমার ২ টা টিউন খুঁজে পাওয়া যাচ্ছে না

টিউন প্রকাশ

আমি আজ এ ধরনের একটা নোটিফিকেশন পেলাম  "You Lost 30 Gems Spam / Deleted Tune"।  গত পাঁচ দিনের  মধ্যে আমি ২ টা টিউন আপলোড করেছিলাম। যার শিরোনাম নিচে উল্লেখ করলাম

  • ফেসবুকের পেজ কেন এড রেসট্রিকটেড করা হচ্ছে?
  • নিম্নমানের ফেসবুক এডের পারফর্মেন্স উন্নতকরণ: একটা কেস স্টাডি

যে দুইটা টিউন মুছে ফেলা হয়েছে তা ফেসবুকের সম-সাময়িক অবস্থা বিবেচনা করে লেখা। আমার কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন পর্যবেক্ষণ থেকে গবেষণা করে টিউন দুইটা লিখেছিলাম। এটা ছিল উপকারী টিউন। এই টিউন দুইটা আমি ই-ক্যাব গ্রুপেও টিউন দিয়েছিলাম। ঐ গ্রুপের সদস্য সংখ্যা এখন ৩ লাখ।  ঐ গুপের অনেকেই লাইক দিয়েছেন, আমার লেখা পড়ে উপকৃত হয়েছেন সেটাও জানিয়েছেন। আমি লেখা দুইটার লিঙ্ক নিচে দিলাম।

https://www.facebook.com/groups/eeCAB/?multi_permalinks=3718649054820169&notif_id=1603467861963497&notif_t=feedback_reaction_generic&ref=notif

https://www.facebook.com/groups/eeCAB/permalink/3715747061777035/

আমি জানি না এটা সিস্টেম থেকে ঘটেছে নাকি ম্যানুয়ালি করা হয়েছে। বিষয় টা তদন্ত  করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।


দেখা
367
উত্তর
3
4 বছর 1 মাস আগে

টেকটিউনস থেকে কোন টিউন মুছে ফেলা হয়নি। সব টিউনই আপনার টিউনার প্রোফাইলে https://www.techtunes.io/techtuner/faruque40/ দেখা যাচ্ছে। আপনি যদি মনে করেন আপনার টেকটিউনস একাউন্ট কম্পোমাইজ হয়েছে তবে দ্রুত আপনার টেকটিউনস অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করুন।

আমি নিজে কোন টিউন মুছে ফেলিনি। কিন্তু মুছে ফেলার মেসেস আমি পেয়েছি। পাসওয়ার্ড চেঞ্জ করেছি। এখন রিমুভ হওয়া টিউন কি রি-স্টোর করে দিতে পারবেন? নাকি আমি আবার রি-আপলোড করব? এতে কি পলিসি ভঙ্গ হবে নাকি?

না কোন পলিসি ভঙ্গ হবে না। আপনি নিজেও রিস্টোর করতে পারেন। তবে টেকটিউনস থেকে রিস্টোর করা হলো।