টেকটিউনসের ট্রাসটেড ব্যাজ পাওয়ার পর কোনো কারণবশত তা সরিয়ে নিলে বা ট্রাসটেড ব্যাজ রিমুভ করে দিলে পুনরায় তা ফিরে পাবার সুযোগ থাকবে কি?

টিউনার ব্যাজ

টেকটিউনসের ট্রাসটেড ব্যাজ পাওয়ার পর কোনো কারণবশত তা সরিয়ে নিলে বা  ট্রাসটেড ব্যাজ রিমুভ করে দিলে পুনরায় তা ফিরে পাবার সুযোগ থাকবে কি? বা তা কিভাবে সম্ভব হবে?


দেখা
535
উত্তর
1
4 বছর 2 মাস আগে

ট্রাসটেড ব্যাজ যদি কোন কারণ বশত অপসারণ করতে হয় তার আগে টিউনারকে কয়েকবার সতর্ক করা হয়। টিউনার টিউনে তা সংশোধন করলে আর ট্রাসটেড টিউনারশীপ অপসারণ করা হয় না। তবে সতর্ক করা সত্বেও টিউনার বারবার একই কাজ করলে ট্রাসটেড টিউনারশীপ স্থায়ী ভাবে অপসারণ করা হয়।

ট্রাসটেড টিউনারশীপ প্রতি ২ মাস বা ৬০ দিন অন্তর অন্তর সিস্টেম থেকে স্বয়ংক্রিয় ভাবে স্ট্যাটাস চেক হয়। ট্রাসটেড টিউনার একাউন্টে প্রতি ২ মাসে বা ৬০ দিনের মধ্যে কোন ‘টেকটিউনস ক্যাশ’ আপনার টেকটিউনস একাউন্টে আর্ন না হলে আপনি আপনার ট্রাস্টেড টিউনারশীপ ব্যাজ বাতিল হয়। টেকটিউনস একাউন্টে ১০০ টিউন প্রকাশিত হলে আপনার ট্রাসটেড টিউনশীপ ব্যাজ লাইফটাইমের জন্য স্থায়ী হয়। ১০০ টিউন প্রকাশের আগে পর্যন্ত ট্রাসটেড টিউনারশীপ প্রতি ২ মাস বা ৬০ দিন অন্তর অন্তর সিস্টেম থেকে স্বয়ংক্রিয় ভাবে স্ট্যাটাস চেক হয়।

১০০ টিউন প্রকাশের আগে পর্যন্ত ইনএকটিভিটির কারণে ট্রাসটেড টিউনারশীপ বাতিল হলে। পুনরায় ১০ টি ট্রাসটেড টিউন প্রকাশ করে আবার আবেদন করতে হয়।