আসসালামু আলাইকুম। আমি টেকটিউনসে মোট ১৮টি টিউন করেছি। আমি টেকটিউনস গাইডলাইন মোতাবেক আমার সর্বশেষ দশটি টিউন ইউনিক এবং অরিজিনাল ভাবে করেছি। আমাকে টেকটিউনসের ট্রাসটেড ব্যাজ প্রধান করা হোক। যাতে করে আমি আরো ভালোভাবে টিউনস করতে পারি। এবং সবসময় টেকটিউনস এর সাথে থাকতে পারি।
প্রিয় টিউনার আমরা আপনার সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করেছি। ১০ টির মধ্যে আপনার বেশ কিছু টিউন ঠিক রয়েছে। কিন্তু আপনার বিগত কয়েকটি ট্রাসটেড টিউনার আবেদনে প্রতিবারই আপনাকে “রেফারাল জাতীয় কোন টিউন থাকলে ট্রাসটেড টিউনার ব্যাজ পাওয়া যায় না” একথা জানানোর পরও এই আবেদনে ৩ টি রেফারাল টিউন
https://www.techtunes.io/outsourcing/tune-id/658589
https://www.techtunes.io/mobileo/tune-id/662436
https://www.techtunes.io/review/tune-id/663388
যুক্ত করেছেন।
এর কারণ ব্যাখা করুন।
প্রিয় টেকটিউনস, আমরা এই তিনটি টিউনে রেফারাল রয়েছে। কিন্তু এর কারণ হচ্ছে আমি যে কারণে টিউন গুলো করেছি সেখানে রেফারাল ব্যবহার না করলে যারা টিউনটি পড়বে তাদের কোন লাভ হবে না। যার কারণে এই টিউনের মাধ্যমে ব্যবহার কারিরা কোন উপকার পাবে না। যেমন আমি প্রথম টিউনটিতে রেফারাল ব্যবহার করেছি যা ব্যবহার করলে তারা ৫০ টাকা ফ্রি পাবে আর না করলে পাবে না। দ্বিতীয়ও টাতে যদি রেফারাল ব্যবহার না করে তাহলে এক জিবি পাবে না তা না হলে পাবে না। তৃতীয়ওটা একই রকম এখন যদি আমি রেফারাল ব্যবহার না করি তাহলে তারা এটা পড়েও কোন লাভ বান হবে না। যার ফলে আমার এই টিউনটি তাদের কোন কাজে আসবে না। আসলে আমি আমার লাভের জন্য রেফারাল যুক্ত করিনি তাদের লাভের জন্য করেছি। তাই আশা করি এগুলো বিবেচনা করে আমাকে টেকটিউনসের ট্রাসটেড ব্যাজ প্রদান করা হবে। তাহলে ইনশাল্লাহ আগামী টিউন গুলো সম্পুর্ন রেফারাল ছাড়া করবো।
লাভ লস কোন বিষয় নয়। টেকটিউনস ট্রাসটেড টিউনার পলিসি অনুযায়ী “রেফারাল জাতীয় কোন টিউন থাকলে ট্রাসটেড টিউনার ব্যাজ পাওয়া যায় না” যে টিউনে রেফারাল দিয়ে টিউন করতে হয় সে টিউন আপনি করতে পারবনে না এবং কোন ভাবেই টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে বিবেচিত হয় না। আপনি আরও ৩ টি নন-রেফারাল, সম্পূর্ণ টেকটিউনস টিউন গাইডলাইন মেনে টিউন প্রকাশ করুন। আরও ৩ টি নন-রেফারাল, সম্পূর্ণ টেকটিউনস টিউন গাইডলাইন মেনে টিউন প্রকাশের পর এই টিউমেন্টে রিপ্লাই করুন। টেকটিউনস থেকে আপনাকে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হবে। ধন্যবাদ।
প্রিয় টিউনার রাশেদুল ইসলাম,
আপনি মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করে টেকটিউনস ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করেছেন। অভিনন্দন! আপনাকে।
খেয়াল করুন, টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টেকটিউনসের নির্দেশিত গাইডলাইন মেনে আপনাকে আপনার ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে হবে। টেকটিউনসের নির্দেশিত গাইডলাইন এর কোন একটি বিষয় ভঙ্গ করলে আপনার ট্রাসটেড টিউনারশীপ বাতিল হবে।
➡ সর্বপরি আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক।
➡ আপনার কোন একটি Single টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই ট্রাসটেড টিউনার হিসেবে টিউন করতে টেকটিউনস টিউন গাইডলাইন খুবই ভালো করে পড়ে আয়ত্ব করে নিন।
টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি ট্রাসটেড টিউনারদের মত
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
ধন্যবাদ।
প্রিয় টিউন,
ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আবেদনের জন্য।
আপনার টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করা হচ্ছে। রিভিউ করে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।
ধন্যবাদ।