টেকটিউনসে কি আর্টিকেল লিখে আয় করা যায়। গেলেও কি ভাবে উইথড্র দিব? এবং কত টিউনে কত টাকা পাব?
প্রিয় টিউনার,
আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ হয়ে টেকটিউনস থেকে Money Make করতে পারবেন।
‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ পেতে আপনার প্রোফাইল অবশ্যই টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার গাইডলাইন অনুযায়ী হতে হবে এবং আপনার সর্বশেষ শেষ ১০টি টিউন অবশ্যই মৌলিক, অরিজিনাল ও টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক হতে হবে।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রতি টিউন ১০০ টাকা থেকে প্রতি টিউন ২৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট পাওয়া যায়। প্রতি টিউনের পেমেন্ট নির্ভর করে আপনার টিউনের ৫ টি ফ্যাক্টরের উপর। মিনিমাম ১০০০ টাকা হলে পেমেন্ট পেআউট হয়।
ট্রাস্টেড টিউনার মানে হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে আপনার প্রতিটি টিউন টেকটিউনস গাইডলাইন অনুযায়ী প্রকাশ করতে হবে এবং ট্রাস্টের টিউনার ব্যাজ পাওয়ার জন্য যে গাইডলাইন রয়েছে তা পরিপূর্ণভাবে মেনে আবেদন করতে হবে।
টেকটিউনস এ অনেক ট্রাস্টেড টিউনার রয়েছে আপনি তাদের টিউনগুলো ফলো করলেই বুঝতে পারবেন। আপনার করা শেষ ১০ টি টিউনে যদি টেকটিউনস গাইডলাইনে নিষেধ করা হয়েছে এমন বিষয় অন্তর্ভুক্ত থাকে অথবা টেকটিউনস টিউন গাইডলাইনের কোন একটি বিষয় ভঙ্গ হয় তাহলে ট্রাস্টের টিউনার ব্যাজের জন্য তা গ্রহণযোগ্য হয় না।
ট্রাস্টের টিউনার ব্যাজ পেতে আপনার প্রোফাইল অবশ্যই টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার গাইডলাইন অনুযায়ী হতে হবে এবং আপনার সর্বশেষ শেষ ১০টি টিউন টেকটিউনস টিউন নীতিমালা অনুযায়ী অবশ্যই হতে হবে।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করতে হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার জন্য আবেদনের আগে আপনার টিউনার প্রোফাইল সঠিক ভাবে সেট করতে হয় ও আপনার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক প্রকাশিত থাকতে হয়।
১. প্রথমত, ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আপনার ভোটার আইডি বা জন্ম নিবন্ধনে ব্যবহার করা অরিজিনাল নাম ব্যবহার করতে হয়। ছদ্ম নাম, কোড নেম, কোম্পানির নাম, ওয়েবসাইটের নাম যুক্ত টিউনের প্রোফাইলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।
২. সেই সাথে ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আপনার বর্তমান ১ মাসের মধ্যে তোলা ছবি এবং ছবিতে ৯০% অংশই মুখমন্ডল রয়েছে এমন ছবি যুক্ত থাকতে হয়। ছদ্ম ছবি, কোড ছবি, ওয়েবসাইটের ছবি, নিজের ছবি নয় এমন ছবি যুক্ত টিউনের প্রোফাইলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।
৩. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনস থেকে আর্ন শুরু করতে চাইলে আপনার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক হতে হবে। আপনার প্রকাশিত সর্বশেষ ১০ টি টিউনের কোন একটি টিউন টেকটিউনস টিউন গাইলাইন যে কোন একটি টার্ম ভঙ্গ করলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।
৪. ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার করা প্রতিটি টিউন অবশ্যই Copyscape ও Small SEO Tools Plagiarism Checker এ চেক করে ১০০% ইউনিক কন্টেন্ট হয়। তাই ট্রাসটেড টিউনার এর জন্য আবেদনের আগে আপনার টিউন গুলো এ টুল গুলো দিয়ে চেক করুন তা ১০০% ইউনিক কন্টেন্ট কিনা।
৫. ট্রাস্টেড টিউনার এর জন্য আপনার টিউনে ব্যবহার করা সকল ছবি ও ভিডিও অবশ্যই টেকটিউনসে আপলোড করে টিউনে সংযোজন থাকতে হয়। থার্টপার্টি কোন ইমেইজ ও ভিডিও সার্ভিস ব্যবহার করে টিউনে যোগ করলে তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না।
৬. যে টিউন আপনি টেকটিউনসে প্রকাশ করবেন সে একই টিউন অন্য জায়গায় এমনকি নিজেস্ব ব্লগে প্রকাশ করলেও সার্চ ইঞ্জিন তা ডুপলিকেট কন্টেন্ট হিসেবে ডিডেক্ট করবে এবং তা টেকটিউনস ট্রাস্টেড টিউনের অরিজিনালিটি হারায় এবং তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না। আপনার টিউন টেকটিউনস থেকে কপি করে অন্য কেউ অন্য সাইটে প্রকাশ করলে তা টেকটিউনস এর প্লেইজারিজম টুল ডিটেক্ট করতে পারে এবং তাতে সমস্যা হয় না। কিন্তু টেকটিউনসে প্রকাশ করা টিউন হুবহু বা আংশিক বা কিছু পরিবর্তন করে অন্য কোন মাধ্যমে প্রকাশ করলে তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না এবং ট্রাস্টেড টিউনশীপ পাবার পর করে এমন করলে ট্রাসটেড টিউনার ব্যাজ অপসারণ করা হয়।
৭. টেকটিউনস ট্রাসটেড টিউনার পাওয়ার জন্য প্রথমত আপনার টিউনার প্রোফাইলের সকল ফিল্ড সঠিক ভাবে সেট করুন এবং টেকটিউনস টিউন গাইলাইন ভালো করে পড়ুন এবং নিশ্চিত হোন আপনার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক প্রকাশিত হয়েছে কিনা এবং সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন ভঙ্গ করে এমন কোন বিষয় অন্তর্ভুক্ত নেই।
সবকিছু ঠিক থাকলে আপনি টেকটিউনস ডেস্কে ট্রাস্টেড টিউনার এর জন্য আবেদন করুন। টেকটিউনস সাইট অপস (Techtunes Site Ops) আপনার টিউনার প্রোফাইল ও আপনার সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করবেন এবং আপনাকে আপডেট জানাবেন।
টেকটিউনসে ট্রাসটেড টিউনার হয়ে আপনি টেকটিউনস থেকে প্রতি টিউনে সর্বোচ্চ ২৫০০ টাকা আর্ন করতে পারবেন। প্রতি টিউনে সর্বনিন্ম ১০০ টাকা আর্ন করতে পারবেন। টেকটিউনস টেকটিউনসে ট্রাসটেড টিউনাররা টেকটিউনস থেকে নিয়মিত আর্ন করে। টাকা বিকাশ ও ব্যাংকে দেওয়া হয়। তবে যে কোন টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। আপনি অরিজিনাল ও এক্সক্লুসিভ টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন।