টেকটিউনস ট্রাসটেড টিউনার এর জন্য আবেদন

ট্রাস্টেড টিউনার

প্রিয় টেকটিউনস,

টেকটিউনস ট্রাসটেড টিউনার এর জন্য আবেদন।

আমি সর্বমোট ১৬টি টিউন করেছি এবং আমার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস এর গাইডলাইন অনুযায়ী প্রকাশ করা হয়েছে। আমি আশা করি আমাকে টেকটিউনসের ট্রাসটেড ব্যাজ প্রদান করা হোক।

যাতে করে পরবর্তী টিউনগুলোতে ভিজিটরদের
অসাধারন কিছু দিতে পারি।

ধন্যবাদ।


দেখা
872
উত্তর
2
4 বছর 5 মাস আগে

প্রিয় টিউন,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আবেদনের জন্য।

আপনার টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করা হচ্ছে। রিভিউ করে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

ধন্যবাদ।

প্রিয় টিউনার আহমাদ উল্লাহ,

আপনি মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করে টেকটিউনস ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করেছেন। অভিনন্দন! আপনাকে।

খেয়াল করুন, টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টেকটিউনসের নির্দেশিত গাইডলাইন মেনে আপনাকে আপনার ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে হবে। টেকটিউনসের নির্দেশিত গাইডলাইন এর কোন একটি বিষয় ভঙ্গ করলে আপনার ট্রাসটেড টিউনারশীপ বাতিল হবে।

ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:

  1. প্রথমত আপনার টিউন হতে হবে অরিজিনাল কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্টকে টিউনস এ অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় তা জানুন টেকটিউনস গাইড লাইন থেকে।
  2. আপনার টিউন হতে হবে সম্পূর্ণ কপিপেস্ট কন্টেন্ট মুক্ত অরিজিনাল কন্টেন্ট। টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। কপিপেস্ট কন্টেন্ট ও প্লেজারিজম (Plagiarism) ডিটেক্ট এর জন্য টেকটিউনস, এন্টি কপিপেস্ট ও এন্টি প্লেজারিজম (Plagiarism) টুল ব্যবহার করে যার মাধ্যমে কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) কন্টেন্ট সিস্টেম থেকে সংয়ক্রিয় ভাবে Detect হয়। আপনার যে কোন একটি Single টিউনে একটি বাক্যও কপিপেস্ট হলে টেকটিউনসের কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) Detection Mechanism তা ডিটেক্ট করবে এবং আপনি আপনার ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেন।
  3. আপনার প্রকাশিত প্রতিটি টিউনের শব্দ সংখ্যা অবশ্যই ৩০০ এর বেশি হতে হবে। আপনার প্রকাশিত কোন টিউনের শব্দ সংখ্যা ৩০০ এর কম হলে সে টিউন ট্রাসটেড টিউন হিসেবে গণ্য করা হবে না।
  4. কোন প্রকার ভিডিও টিউন ট্রাসটেড টিউন হিসেবে গণ্য হবে না।
  5. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে কন্টেন্টের সকল ছবি, ইমেইজ, পিকচার, অডিও, ভিডিও টেকটিউনসে আপলোড করে টিউনের কন্টেন্ট যোগ করা থাকতে হয়। ছবি, ইমেইজ, পিকচার, অডিও, ভিডিও টেকটিউনস ছাড়া অন্য কোন সাইটে আপলোড করে টিউন যোগ করা যায় না।
  6. আপনার টিউন অবশ্যই সঠিক ও সুন্দর  টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক হতে হবে।
  7. টিউনের বিন্দু মাত্র অংশ গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যাবে না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যাবে না।
  8. পুরো টিউনের কোথাও নিজের সাইট, চ্যানেল, গ্রুপ, পেইজ, সৌশল মিডিয়ার প্রোফাইলের এর লিংক ব্যবহার করা যাবে না।
  9. কোন ভাবেই টিউনে শুরুতে, টিউনের মাঝে, টিউনের বিভিন্ন কিওয়ার্ডে ঘন ঘন লিংক করে ইত্যাদি করে টিউনে কোন প্রকার থার্ড পার্টি লিংক যোগ করা যাবে না।
  10. রেফারাল জাতীয় কোন টিউন বা রেফারাল করতে হয় এমন জাতীয় কোন অ্যাপ, সার্ভিস নিয়ে টিউন করা যাবে না।

➡ সর্বপরি আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক।

➡ আপনার কোন একটি Single টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র‌্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই ট্রাসটেড টিউনার হিসেবে টিউন করতে টেকটিউনস টিউন গাইডলাইন খুবই ভালো করে পড়ে আয়ত্ব করে নিন।

এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং, টেকটিউনসে এর আগে টিউন হয়নি এমন টিউন প্রকাশ করতে হবে

  1. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে Earn করতে আপনাকে সর্বদা নতুন এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং, টেকটিউনসে এর আগে টিউন হয়নি এমন টিউন প্রকাশ করতে হবে। খুবই গতানুগতিক, সাধারণ, বেসিক, ইউজার এনগেজিং নয় এমন কোন টিউন টেকটিউনস ট্রাসটেড টিউন হিসেবে গণ্য করা হবে না। আপনার টিউনের মান যদি Upto the Mark না হয় তবে সে টিউন টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ মান সম্মত নয় এমন টিউন ও টিউন গুলোর জন্য কোন ‘টেকটিউনস ক্যাশ’ আপনার একাউন্টে জমা হবে না।
  2. কোন টিউন পেমেন্ট এর জন্য গণ্য হবে আর কোন টিউন পেমেন্টের জন্য গণ্য হবে না, তা, ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ এর সিদ্ধান্তই চূরান্ত হিসেবে বিবেচিত হবে।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে কাজ করতে আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে

  1. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে কাজ করতে আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে। টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে কাজ করতে আপনার ‘টিউন ফ্রিকোয়েন্সি’ নূন্যতম প্রতি মাসে ১০ টি হতে হয়।
  2. ট্রাসটেড টিউনারশীপ প্রতি ২ মাস বা ৬০ দিন অন্তর অন্তর সিস্টেম থেকে স্বয়ংক্রিয় ভাবে স্ট্যাটাস চেক হয়। আপনার একাউন্টে প্রতি ২ মাসে বা ৬০ দিনের মধ্যে কোন পেমেন্ট আপনার টেকটিউনস একাউন্টে আর্ন না হলে আপনি আপনার ট্রাস্টেড টিউনারশীপ ব্যাজ বাতিল হয়।
  3. আপনার টেকটিউনস একাউন্টে  ১০০ টিউন প্রকাশিত হলে আপনার ট্রাসটেড টিউনশীপ ব্যাজ লাইফটাইমের জন্য স্থায়ী হবে। ১০০ টিউন প্রকাশের আগে পর্যন্ত ট্রাসটেড টিউনারশীপ প্রতি ২ মাস বা ৬০ দিন অন্তর অন্তর সিস্টেম থেকে স্বয়ংক্রিয় ভাবে স্ট্যাটাস চেক হয়।

টেকটিউনসের আর্নিংস উইথড্রো জন্য আপনাকে ম্যানুয়ালি কোন রিকোয়েস্ট করতে হয় না

  1. টেকটিউনসের আর্নিংস উইথড্রো জন্য আপনাকে ম্যানুয়ালি কোন রিকোয়েস্ট করতে হয় না। ‘টেকটিউনস আর্নিংস উইথড্রো’ পলিসি অনুযায়ী পেমেন্ট প্রসেস হয়।

আপনার প্রথম পেমেন্ট উইথড্রো এর জন্য আপনার প্রোফাইল ভেরিফিশন করতে হবে

  1. টেকটিউনস থেকে টেকটিউনস ক্যাশ উইথড্রো এর জন্য টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশ করতে হয়। আপনার আর্নিং জমা হয়ে আপনার প্রথম পেমেন্ট উইথড্রো এর আগে আপনাকে আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। আপনার প্রথম পেমেন্ট উইথড্রো এর আগে টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন জন্য প্রয়োজনীয় প্রসেস আপনাকে ‘টেকটিউনস ম্যাসেজ’ বক্সে পাঠানো হবে।

টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হিসেবে আপনি এখন থেকে টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাবেন:

  1. ‘ট্রাসটেড টিউনার’ হিসেবে এখন থেকে আপনি ‘টেকটিউনসের মনিটাইজেশন’ প্রোগোামের মাধ্যমে টিউন, ভিডিও টিউন, অডিও টিউন, ফটো টিউন তৈরি করে নিয়মিত কন্টেন্ট তৈরি করে Earn বা আয় করতে পারবেন।
  2. আপনার আয় নির্ভর করবে ৭ টি বিষয়ের উপর টিউনের আকর্ষণীয় থাম্বনেইল, টিউনের আকর্ষণীয় শিরোনাম, টিউনের শব্দ সংখ্যা, টিউনে ছবি সংখ্যা, টিউনে টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং অনুযায়ী ফরমেটিং, টিউনের জোসস ও আপনার ফলোয়ার এর উপর। এই ৭ টি যত বেশি এ মানসম্মত হবে আপনার আয় তত বেশি হবে।
  3. আপনি আপনার টিউনার প্রোফাইল থেকে আপনার Earning History দেখতে পারবেন।
  4. ‘ট্রাসটেড টিউনার’ হিসেবে আপনি একটি টিউন প্রকাশ এরপর আপনার টিউনের ৭ টি বিষয়, টিউনের আকর্ষণীয় থাম্বনেইল, টিউনের আকর্ষণীয় শিরোনাম, টিউনের শব্দ সংখ্যা, টিউনে ছবি সংখ্যা, টিউনে টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং অনুযায়ী ফরমেটিং, টিউনের জোসস ও আপনার ফলোয়ার এর উপর ভিত্তি করে টেকটিউনস সিস্টেম থেকে ঠিক ৯৬ ঘন্টা পর আপনার একাউন্টে টাকা জমা হবে।
  5. টেকটিউনসে আর্নিং এর কোন লিমিটেশন নেই আপনি যত বেশি মানসম্মত টিউন প্রকাশ করবেন তত বেশি আর্ন করতে পারবেন।
  6. ‘ট্রাসটেড টিউনার’ হিসেবে আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনসে প্রকাশের সাথে সাথে টেকটিউনসের সকল সৌশল চ্যানেল গুলোতে সাথে সাথে স্বয়ক্রিয় ভাবে প্রকাশিত হবে।
  7. ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার টিউনের টিউন র‌্যাংক স্বয়ংক্রিয় ভাবে বৃদ্ধি পাবে।
  8. টেকটিউনস মনিটাইজেশন টিমের আয়োজিত নিয়মিত মিটিং এ অংশ গ্রহণ করতে ইনভাইটেশন পাবেন। ডিজিটাল কন্টেন্ট তৈরির নিত্যনতুন বিষয় নিয়ে ওয়ার্কশপ, আড্ডা, আলোচনা, বেইন স্ট্রমিং ইনভাইটেশন পাবেন।

টেকটিউনস ‘ট্রাসটেড টিউনার’ দের টিউন ফলো করে টিউন করুন:

টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
  4. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৪
  5. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৫

আপনি ট্রাসটেড টিউনারদের মত

  1. মৌলিক, অরিজিনাল
  2. কপিপেস্টমুক্ত
  3. দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ
  4. ভিজিটর এনগেজিং কন্টেন্ট ও শিরোনাম যুক্ত
  5. টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে
  6. যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত

মনে রাখবেন ট্রাসটেড টিউনার ব্যাজ পাবার পর কোন একটি Single টিউন টেকটিউনস গাইডলাইন মোতাবেক না করে টেকটিউনস গাইডলাইন ভঙ্গ করে টিউন করলে সাথে সাথে আপনার ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ রিমুভ করা হবে।

টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র‌্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।

ধন্যবাদ।