আমি Portable সফটওয়ার বানাই। ফ্রি অথবা প্রফেশনাল। বেশির ভাগ পেইড সফটওয়ার আর Cracked. আমি কিছু ওয়েব সাইটে কাজ করি। আমি চাইছিলাম আমাদের দেশের মানুষ আরো বেশি জানুক শিখুক। অনেক দামি সফটওয়ার যেগুলি কেনো প্রায় অসম্ভম অনেকের জন্য। এগুলো তারা ফ্রিতে ডাওনলোড করে ব্যবহার করবে। যদি এখানে টিউন করার অনুমতি থাকে, জানাবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ।
আপনি যেকোন সফটওয়্যারকে কিভাবে Portable সফটওয়্যারে তৈরি করতে হয় সেটা নিয়ে টিউন করতে পারেন। তবে আপনার টিউনে কোন ধরনের প্রাইরেটেড সফটওয়্যার এর লিংক বা ডাউনলোড লিংক দেওয়া যাবে না। আপনি টিউনে যে যে সফটওয়্যারের কথা আলোচনা করবেন সে সফটওয়্যারের অফিসিয়াল সাইটের লিংক ও ডাউনলোড লিংক দিবেন। যদি সফটওয়্যারটি পেইড হয় তবে তার পেইড ভার্সনে কী কী সুবিধা পাওয়া যাবে তা আলোচনা করবেন। টিউজিটরদের সফটওয়্যার কিনে ব্যবহার করতে উৎসাহ প্রদান করতে হবে। আপনি টিউন করবেন সফটওয়্যারের ব্যবহার নিয়ে। টিউজার সেটা কিভাবে সংগ্রহ করবে সেটা তাঁর বিষয়। কিন্তু টিউনে কোন ধরনের প্রাইরেটেড সফটওয়্যার এর লিংক বা ডাউনলোড লিংক দেওয়া যাবে না।
টেকটিউনসে কিভাবে টিউন করবেন তা জানতে টেকটিউনস টিউন গাইডলাইন পড়ুন।