প্রিয় টিউন খুঁজে পাচ্ছি না!

টেকটিউনস সাইট

আসলামুআলাইকুম, আমি মোঃ শাহীন রহমান, টেকটিউনস এর একজন পুরোনো ইউজার। আগে প্রতিদিন-ই এই সাইট টা ভিজিট করতাম। মাঝখানে একটু ব্যাস্তার কারণে অনেক দিন আসতে পারিনি।

তারপরে যখন আসলাম তখন দেখি আর কিছুই আগের মতো নাই। আর কোন আপডেট ও হচ্ছে না। তাই আবার বন্ধ করলাম আবার আসা। ভাবেছিলাম হয়তো সাইট আপডেট এর করার কাজ হচ্ছে। গত 2-3 দিন ধরে আবার আসছি এবং মাথাটাই খারাপ সাইট দেখে। সব ঠিক বাট কোন আপডেট নাই।

পরে আজ অনেক খুঁজে ও ঘেটে জানতে পারলাম যে টেকটিউনস এর ডোমেইন পরিবর্তন হইছে। বোঝাতে পারবো না যে টেকটিউনসকে কত ভালোবাসি। অনেক আগ্রহ নিয়ে এসেছি এবং খুবই খুশি পুণরায় টেকটিউনসকে পেয়ে। এখন সমস্যা হলো আমার অনেক গুলো টিউন প্রিয় টিউনস এ এড করা ছিলো যা আমি এখন আর পাচ্ছি না। এটা দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। খুব কান্না আসছে।

আপনাদের কাছে এই ম্যাসেজটি খুব আশা নিয়ে করলাম, দয়াকরে দেখবেন কিছু করা যায় কিনা যাতে আগের সেই প্রিয় টিউন গুলো পুনরায় পেতে পারি। খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।


দেখা
738
উত্তর
2
4 বছর 10 মাস আগে

    ধন্যবাদ, তবে সেই আশাতেই রইলাম…!