স্যার,
আশাকরি আপনি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি। স্যার আমি আপনার ওয়েবসাইটে সকল নিয়মকানুন মেনে আমি আজ পযন্ত আপনার ওয়েবসাইটে মোট ৬ টি টিউন প্রকাশ করেছি। আমার টিউন গুলো অনেক উন্নত এবং নিজের অনেক কষ্ট করে লেখা। স্যার আমি পড়াশুনার পাশাপাশি আপনার ওয়েবসাইটে কিছু সময় লেখা লেখি করে কাটিয়ে দেই। আমার টিউন গুলোও আপনার ওয়েবসাইটে অনেক ভালো রেসপন্স পাইছে। তাই আমি ট্রাষ্টটেড টিউনার ব্যাজ চাইছি যাতে আমি আগামিতে আরো ভালো টিউন করতে আগ্রহি হই আর আমার পড়াশুনার পাশাপাশি কিছুটা টাকা আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি।
অতএবঃ মহাদয় এর কাছে বিনিত ভাবে আবেদন এই যে, আমাকে আপনাদের ট্রাষ্টটেড টিউনার ব্যাজ প্রদান করে আর আমার আনিং সিস্টেম মনিটাইজেশন চালু করে দিয়ে আমাকে আপনার ওয়েবসাইট কে আরো এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবেন।
ইতি,
আপনার বিশ্বস্ততার
ফ্লাগবিডি ডট কম
প্রিয় টিউনার,
টেকটিউনস ট্রাসটেড টিউনার এর আবেদন করার জন্য আপনারকে ধন্যবাদ।
আপনার টিউনার প্রোফাইলে উপরের বিষয় গুলো পূরণ না হওয়ায় ট্রাসটেড টিউনার হিসেবে ব্যাজ প্রদান করা সম্ভব হচ্ছে না।
আপনি টেকটিউনস টিউন গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline মোতাবেক সর্বশেষ কমপক্ষে ১০ টি অরিজিনাল ও ইউনিক টিউন প্রকাশ করুন সেই সাথে উপরের বিষয় গুলো ঠিক করে এই রিপ্লাইয়ে আমাদের জানান।