একাউন্টে নূন্যতম কত টাকা হলে একাউন্ট প্রোফাইল থেকে তোলা যাবে?

টেকটিউনস অ্যাকাউন্ট

আমি একজন ট্রাস্টেট টিউনার। আমার অ্যাকাউন্ট -এ ১০০০ টাকার বেশি জমা হয়েছে। একাউন্টে নূন্যতম কত টাকা জমা হলে তা একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা Withdraw করা যাবে সেটা নিয়ে আমি কনফিউজড। আপনারা কোথায় বলছেন ১, ০০০ টাকা আবার  কোথায় বলছেন ৪, ০০০ টাকা। আমি এই গুলোর স্কিনশট দিলাম। আমাকে বিষয়টা পরিষ্কার করে বলুন। আমি এর আগে টাকা তুলি নি। মাসের শেষ শনিবারে টাকাটা কীভাবে তুলবো?

 

একাউন্টে নূন্যতম ৪০০০ টাকা হলে, আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা Withdraw করতে 


দেখা
1,167
উত্তর
3
5 বছর 1 মাস আগে

টেকটিউনস আর্নিংস উইথড্রো বিস্তারিত দেখুন।

উদাহরণস্বরূপ এটি ডিসেম্বর মাস। আপনার এই ডিসেম্বর মাসের ১ থেকে ২৫ তারিখের মধ্যে আপনার আর্নিংস ব্যালেন্স ১০০০ এর বেশি রয়েছে এবং ৩ টি আর্নিং আপনার একাউন্টে যোগ হয়েছে। অর্থাৎ পেমেন্ট প্রসেস হতে এ মাসের শেষ শনিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর এর আগে আপনার একাউন্টে আরও ৭ টি আর্নিংস যোগ হতে হবে।

এ মাসের শেষ শনিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর সিস্টেম চেক করবে এ মাসে আপনার একাউন্টে ১০০০ টাকার বেশি এবং ১০ টি আর্নিংস যোগ হয়েছে কিনা। যদি এই ২টি বিষয়ই ম্যাচ করে তবে ৩১ ডিসেম্বর পেমেন্ট প্রসেস হবে এবং আপনি ১ থেকে ১৫ তারিখের মধ্যে যেকোনো দিন আপনার বিকাশ একাউন্ট, রকেট একাউন্ট বা ব্যাংক একাউন্ট, যেটি আপনার টেকটিউনস একাউন্টে আপনি সেট করেছেন সে পেমেন্ট ম্যাথডের একাউন্টে পেমেন্ট পাবেন।

“প্রতি মাসের শেষ শনিবার সিস্টেম চেক করে, সেই মাসে আপনার টেকটিউনস একাউন্টে ১ থেকে ২৫ তারিখের মধ্যে আপনার ১০ টি আর্নিংস যোগ হয়েছে কিনা এবং আপনার আর্নিংস ব্যালেন্স ১০০০ এর বেশি আছে কিনা। যদি এই দুটি বিষয়ই ম্যাচ করে তবে ১০০০ বা ১০০০ এর বেশি যত অর্থ জমা থাকবে পুরো অর্থই ১ থেকে ১৫ তারিখের মধ্যে আপনার টেকটিউনস একাউন্টে সেট করা পেমেন্ট ম্যাথডের একাউন্টে জমা হবে”।

আপনাদের এই শর্ত গুলো আগে কখনই জানান হয়নি। এই গুলো এত মারপ্যাচের যে পেমেন্ট পাওয়াই খুব কঠিন ব্যাপার। এটা টিউনারদের কে নতুন নতুন টিউন প্রকাশে নিরুৎসাহিত করবে। আপনাদের নিয়ম-কানুন এবং পেমেন্ট টার্ম সহজ করুন।

    টেকটিউনস আর্নিংস উইথড্রো পলিসি খুবই সহজ একটি বিষয়। টেকটিউনস থেকে যারা নিয়মিত আরনিং করে তাদের জন্য এটি কোন বিষয় নয়। তবে অনিয়মিত আর্নারদের জন্য কিছুটা কঠিন বটে। তবে অনিয়মিত আর্নাররা নিয়মিত হলে সেটি কোন বিষয় নয়। প্রতি মাসেই পেমেন্ট পাওয়া সম্ভব। ধন্যবাদ।