আমার প্রিয় টিউন গুলো দেখতে পারছি না

টেকটিউনস সাইট

এটার কারন কি? কিভাবে এটা সমাধান করতে পারবো?

ধন্যবাদ


দেখা
847
উত্তর
1
5 বছর 4 মাস আগে

টেকটিউনস ট্রিনিটি ভার্সনে টেকটিউনস প্রিয় টিউনস ফিচারটি এখন আর নেই। তার বদলে যুক্ত হচ্ছে জোসস টিউন ফিচারটি। যেহেতু টেকটিউনস এর টেকটিউনস ট্রিনিটি ভার্সন সম্পূর্ণ নতুন আর্কিটেকচারে তৈরি তাই পুরনো প্রিয় টিউনস ফিচারটি টেকটিউনসে আর সাপোর্ট করছে না। তাই আপনি আপনার প্রিয় টিউনস গুলো দেখতে পারছেন না।

বর্তমানে টেকটিউনস ট্রিনিটি Techtunes 3.0 ভার্সনের বেটা ৩ ভার্সন চলছে। টেকটিউনস ট্রিনিটির বর্তমান ভার্সন v3.0.0-beta3। টেকটিউন ট্রিনিটি এর ভার্সন প্রতিনিয়ত আপডেট হচ্ছে। টেকটিউনস ট্রিনিটির বেটা ৪ এরপর বেটা ৫ এভাবে বেটা ৬ ভার্সনের পর টেকটিউনস ট্রিনিটির ফাইনাল ভার্সন v3.0.0 প্রকাশ পাবে।

আশা করা যায় টেকটিউনস ট্রিনিটির ফাইনাল ভার্সনে ‘টেকটিউনস প্রিয় টিউনস’ ফিচারটি নতুন করে যুক্ত হবে। তবে ফিচারটির নাম আর প্রিয় টিউন থাকছে না ফিচারটির নাম টিউন সেভ বা টিউন বুকমার্ক থাকছে।

তবে টিউন নিজের বুকমার্কে রাখতে ‘টিউন জোসস করুন’ টেকটিউনস ট্রিনিট্রির পরবর্তি ভার্সনে আপনার জোসস করা টিউন গুলোর তালিকার একসেস পাবেন।