আসসালামু আলাইকুম, প্রিয় টেকটিউনস প্রথমেই ধন্যবাদ জানাতে চাই কেননা এখান থেকে প্রতিনিয়ত অনেক শিখতেছি এবং জানতেছি। এরই ধারাবাহিকতায় আমিও সব নিয়ম মেনে টিউন করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। এমতাবস্থায় আমি টেকটিউনস হতে টিউনার ব্যাজ এর জন্য আবেদন করছি যাতে করে আরও মানসম্মত টিউন করতে অনুপ্রাণিত হই।
উল্লেখ্য, আমার ১১ টিউন রয়েছে এর মধ্যে আমি প্রথম টিউনটি হাইড করতে চাই দয়া করে হাইড করে দিবেন। লিংকটি হলো : https://www.techtunes.io/android-apps/tune-id/623447
প্রিয় টিউনার মাহাদী হাসান,
আপনি মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করে টেকটিউনস ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করেছেন। অভিনন্দন! আপনাকে।
➡ সর্বপরি আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক।
➡ আপনার কোন একটি Single টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই ট্রাসটেড টিউনার হিসেবে টিউন করতে টেকটিউনস টিউন গাইডলাইন খুবই ভালো করে পড়ে আয়ত্ব করে নিন।
টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি ট্রাসটেড টিউনারদের মত
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
ধন্যবাদ।
প্রিয় টিউনার,
ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য আবেদন করার জন্য ধন্যবাদ। ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইল আপনার আসল নাম ও আপনার আসল ছবি দিয়ে আপডেট করুন। এ কাজটি সঠিক ভাবে সম্পন্ন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন। এরপর আপনার টিউন রিভিউ ও আপনার টিউনার প্রোফাইল রিভিউ করা হবে।
টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজ পেতে আপনার প্রতিটি টিউন অবশ্যই টেকটিউনস টিউন গাইউলাইন অনুযায়ী, মানসম্মত টিউন, টেকটিউনস স্ট্যান্ডার্ড ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউন ফরমেট, প্রতি টিউনে গড়ে ৪০০ শব্দ, প্রতি টিউনে গড়ে ৩ টি ছবি থাকতে হবে (প্রোগ্রামিং সংক্রান্ত টিউনের জন্য অপশনাল)। যা আপনি নিশ্চয়ই অবগত আছেন।
ধন্যবাদ।