আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে যে ৫ ধরনের আর্নিং সাইটে কাজ করবেন না নিয়ে নতুন আরো একটি টিউনে। বর্তমানে অনলাইনে আর্নিং করার জন্য হাজারো রকমের আর্নিং সাইট রয়েছে। কিন্তু সেগুলোর মধ্যে প্রায় হাতে গোনায় কিছু আর্নিং সাইট রয়েছে যেগুলো একজন ব্যক্তির কর্মের ও অপরিশ্রমের সঠিক মূল্যায়ন করতে পারে বাকি প্রায় সাইটগুলোই রয়েছে যারা একজন ব্যক্তির কর্মের ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন করতে পারেন না। আবার এরমধ্যে বেশিরভাগ সাইডেই ফেইক যারা পেমেন্টই করে না। আর আজকে আমি এই বিষয়েই আপনার সাথে আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনার এমন ৫ টি আর্নিং সাইটের কথা জানাবো যেই আর্নিং সাইটগুলোতে আপনার কাজ করা উচিত নয়।
যেন আপনি এই আর্টিকেলটি পড়ে সেই সাইটগুলোকে চিহ্নিত করতে পারেন এবং এখনই সেই সাইটগুলো থেকে সরে এসে নিজের মূল্যবান সময়কে সঠিক কাজে লাগাতে পারেন। আর আর্টিকেলের শুরুতেই আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে আজকে এই পুরো আর্টিকেল জুড়ে আমি আপনার সাথে যে যে বিষয়গুলো শেয়ার করব সেগুলো আমি আমার ব্যক্তিগত ইন্টারনেট থেকে আর্নিং করার অভিজ্ঞতা থেকেই নিয়েছি। এবং আপনাকে আমি এটি জানিয়ে দেই যে অনলাইনে আর্নিং করার অভিজ্ঞতা আমার প্রায় ১০ বছরের। তাহলে বুঝতেই পারছেন যে এই পুরো আর্টিকেল জুড়ে আমি আপনাদের সাথে প্রথম মূল্যবান বিষয়গুলো শেয়ার করতে পারি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবার দেখে নেওয়া যাক যে- যে ৫ ধরনের আর্নিং সাইটে কাজ করবেন না, এবং কী কী সেই ৫ ধরনের আর্নিং সাইট সেগুলো।
যে-সব আর্নিং সাইটগুলো আপনাকে অতিরিক্ত প্রতিশ্রুতি দেয় সে সকল আর্নিং সাইটে কাজ করা থেকে সতর্ক থাকুন। কারণ এরকম সাইট বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া হয়ে থাকে। যারা আপনাকে অল্প কাজের বিনিময়ে উনি বেশি টাকা দিতে চাইবে বা যারা আপনাকে তাদের সাইটে কাজ করায় অতিরিক্ত সুবিধা দিতে চাইবে এ ধরনের সাইট থেকে সতর্ক থাকুন। মূলত এই ধরনের আর্নিং সাইট আপনাকে লোভ দেখে শুধু কাজ করিয়ে নিতে চায়। তাই তারা আপনাকে বিভিন্ন ধরনের লোক দেখায়।
মনে রাখবেন একজন আপনাকে অযথাই টাকা দেয় না। কেউ আপনাকে ১০০ টাকা দিলে সে অবশ্যই আপনার থেকে ১১০ টাকার হলেও কাজ করে নিবেই। কিন্তু কেউ আপনাকে সামান্য একটু পরিশ্রমের বিনিময়েই যদি প্রচুর টাকা দিতে চায় বা প্রচুর সুবিধা দিতে চায় তাহলে বুঝে নিন এখানে ভেজাল আছে। হ্যাঁ বিষয়টি এমন নয় যে অল্প পরিশ্রমে অনেক টাকা ইনকাম করা অসম্ভব। হবে অল্প পরিশ্রমে প্রচুর টাকা ইনকাম করতে আপনাকে কয়েক বছরের পরিশ্রম এবং ধৈর্য ধরে একটি দক্ষতা অর্জন করি তারপর যথাসাধ্য সাইটে কাজ করেই তা আপনি করতে পারবেন।
কিন্তু আপনি তেমন কোন কাজই জানেন না শুধুমাত্র সাধারণ কোন কাজ করে আপনাকে অনেক বেশি টাকা বা অনেক বেশি সুবিধা দিতে চাইছে তাহলে বুঝে নিন সে সাইটটি ভুয়া। এই ধরনের সাইটে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেই সাইটগুলোতে কাজ করার জন্য শুরুতে কিছু টাকা ইনভেস্টও করতে হয় কারণ তারা শুধু আপনার টাকা হাতানোর ধান্দায় থাকে। আর এজন্যই শুরুতেই তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে নেই যেন পরে আপনি সবকিছু বুঝে গেলেও আপনার আর করার কিছু না থাকে। তো যে-সব আর্নিং সাইটগুলো আপনাকে অতিরিক্ত প্রতিশ্রুতি দেয় সে ধরনের আর্নিং সাইটে কাজ করা থেকে বিরত থাকুন।
অনলাইনে বর্তমানে প্রচুর এমন আর্নিং সাইটের বিজ্ঞাপণ দেখা যায় যেই সাইটগুলো থেকে আর্নিং শুরু করার জন্য শুরুতে সেই সাইটে কিছু টাকা ইনভেস্ট করতে হয় এবং সেই সাইটগুলো কোন রকমের পরিশ্রম ছাড়াই আপনাকে অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। তো এই ধরনের সাইটগুলো থেকে সাবধান থাকুন। মূলত এই সাইটগুলো ভুয়া এবং এখানে আপনি টাকা তো পাবেনই না উপর দিয়ে আপনার পরিশ্রম পর্যন্ত নষ্ট হবে। এছাড়াও এই ধরনের বেশিরভাগই সাইট জুয়া খেলার উপর তৈরি করা হয় যবে আইনি তাই আপনি এই ধরনের সাইটে কাজ করে পারিনি জটিলতার মধ্যেও পড়তে পারেন। এ ধরনের সাইট বেশিরভাগই বিদেশ থেকে পরিচালনা করা হয় যেন তাদের প্রতারণা ধরতে পারলেও তাদেরকে ধরা না যায়। তো এই ধরনের আর্নিং সাইট থেকেও বিরত থাকুক।
এমন আর্নিং সাইটগুলোতে কাজ করা থেকে বিরত থাকুন যেই আর্নিং সাইটগুলোর পেমেন্ট পলিসি অস্পষ্ট, গোপনীয় বা অনিয়মিত। দেখা গেল আপনি অনেক পরিশ্রম করে কাজ করলেন এবং পেমেন্ট দেওয়ার সময় সেই সাইট আপনাকে তাদের কথামতো পেমেন্ট করল না তো এই ধরনের সাইট থেকে দূরে থাকুন। কারণ এই ধরনের সাইটে আপনি যতই পরিশ্রম করেন না কেন সেই পরিশ্রমের টাকা পাওয়ার আশা আর থাকে না। যদিও তারা দাবি করতে পারেন যে তারা পেমেন্ট করবে কিন্তু তারা আর পেমেন্ট করে না এবং একসময় তারা হারিয়ে যায়। এবং এমন সাইটে ও কাজ করবেন না যেই সাইটগুলো অহেতুক কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা কমিশন হিসাবে কেটে নেয়।
এমন সাইটে কাজ করুন যেই সাইটের পেমেন্ট পলিসি স্পষ্ট এবং সে অনুযায়ী তারা পেমেন্ট করে থাকেন এবং অহেতুক কমিশনও কাটেন না। আপনি যদি অস্পষ্ট, গোপনীয় বা অনিয়মিত পেমেন্ট পলিসি থাকে এমন সাইটে কাজ করেন তাহলে অনেক সময় দেখবেন আপনার টাকা তোলার মত পেমেন্ট হওয়ার পরও আপনি সে পেমেন্টটা রিসিভ করতে অথবা ব্যাংক অ্যাকাউন্টে আনতে পারবেন না। কাজের সময় টিকই কাজ করবে কিন্তু টাকা তোলার সময় আপনাকে তারা নানান রকম পলিসি ইস্যু দেখিয়ে আপনার পেমেন্ট রিজেক্ট করে দিবে। এমনকি আপনার কাজ করা ওয়েবসাইটটি যদি ইনভেস্টেবল ওয়েবসাইট হয়ে থাকে তাহলে দেখবেন আপনি সেখানে ইনভেস্ট করার পর সেই ওয়েবসাইটটিই ইন্টারনেট থেকে হারিয়ে যাবে।
এমন ধরনের সাইটে কাজ করা থেকে বিরত থাকুন যেই সাইটগুলো আপনার কাছ থেকে এমন কোন তথ্য চায় যেই তথ্য সেই সাইটে কাজ করার জন্য তাদেরকে দেওয়ার কোন প্রয়োজনই নেই। কারণ এই ধরনের সাইট মূলত আপনার তথ্য চুরি করে অন্যদেরকে বিক্রি করে থাকেন। কোন একটি আর্নিং সাইটে কাজ করার সময় লক্ষ্য করুন সেই সাইট আপনার কাছ থেকে আপনার কোন কোন তথ্য চাচ্ছে এবং সেই সাইটের আসলেই আপনার সেই তথ্যগুলোর প্রয়োজন রয়েছে কিনা সেটি যাচাই করুন। তারপরে যদি দেখেন যে একটি সাইট আপনার কাছ থেকে অপ্রয়োজনীয় অনেক তথ্যই নিচ্ছে তাহলে সতর্ক হোন কারণ সেই সাইটটি আপনার তথ্যগুলো কোথাও বেচার ধান্দা করে রয়েছে। তাই সেই সাইটগুলো থেকে সতর্ক হোন এবং সেই সাইটগুলোতে কাজ করা থেকে বিরত থাকুন।
কারণ এ ধরনের সাইট আপনাকে পেমেন্ট করে থাকলেও আপনার সকল ডাটা চুরি করে আপনার দীর্ঘ সাময়িক ক্ষতি করতে পারে বা আপনাকে তাদের ব্যবসার পূর্ণ হিসেবে ব্যবহার করতে পারে। আমরা সকলেই জানি আমাদের সকলের পার্সোনাল ডাটা আমাদের প্রত্যেকের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সেই গুরুত্বপূর্ণ ডেটা গুলো যদি অন্যরা পেয়ে যায় তাহলে তারা সেই ডাটা গুলো অন্য জায়গায় বিক্রি করবে আমাদের ডাটার বিক্রি কারণে তারা অনেক বেশি অর্থ ইনকাম করবে। পরবর্তীতে আমাদের সেই গুরুত্বপূর্ণ গোপনীয় ডাটাগুলোর জন্য আমাদেরকে অফলাইন থেকে অনলাইনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এ ধরনের সাইট থেকে আপনারা সবাই সর্বোচ্চ সচেতনতা বজায় রাখবেন।
যে সাইটগুলোতে অনলাইনে অনেক নেগেটিভ রিপোর্ট পাওয়া যায় সেই ধরনের সাইটগুলোতে কাজ করা থেকে বিরত থাকুন কারণ এই ধরনের সাইট অবিশ্বাস্য এবং প্রতারণামূলক হয়। অনলাইনে চেক করুন এবং যারা আগে সেই সাইটটিতে কাজ করেছে তাদের কাছ থেকে শুনুন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানুন তারপরে যদি খুবই নেগেটিভ রিপোর্ট পাওয়া যায় তাহলে সেই ধরনের সাইটের কাজ করা থেকে বিরত থাকুন। এর মধ্যে আপনি কিছু সাইট পাবেন যেগুলো সত্যিই পেমেন্ট করে তবে আপনার বিশ্বাস তো কোন জায়গা থেকে সেই সাইট সম্পর্কে জানতে হবে যেন সেই সাইটটি শুরুতে পেমেন্ট করে ভবিষ্যতে আপনার বড় ধরনের টাকা মেরে দিয়ে না চলে যায় কারণ আজকাল অনলাইনে অনেক সাইটে রয়েছে যারা শুরুতে পেমেন্ট করে এবং পরবর্তীতে সেই সাইটে যারা কাজ করে তাদের অনেক বড় অঙ্কের টাকা মেরে দিয়ে চলে যায়।
আপনি যদি অনলাইনে কাজ করার চিন্তা করে থাকেন তাহলে এটি একটি দারুণ সিদ্ধান্ত। তবে অনলাইনে কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি কোথায় কাজ করছেন সেই সাইটটি কেমন বিশ্বস্ত এবং সেটির ভবিষ্যৎ কেমন এ বিষয়গুলো ভালো করে বিবেচনা করেই সে সাইটে কাজ করবেন। অনলাইনে কাজ করার ক্ষেত্রে এমন কোন কাজ শুরু করুন যেটির ভবিষ্যৎ রয়েছে অর্থাৎ যে কাজটি আপনি সারা জীবন করে যেতে পারবেন এমন ধরনের কাজ করুন। ছোটখাটো কোন আর্নিং সাইটে কাজ করা থেকে বিরত থাকুন কারণ সেখানে ছোটখাটো কোন আর্নিং সাইটে কাজ করা থেকে বিরত থাকুন কারণ সেই সাইটটি যদি পেমেন্ট করে ও তারপরেও এইগুলো সাইটের ভবিষ্যৎ নেই এবং এগুলোতে ইনকাম অনেক কম তাই আপনার শুধু সময় নষ্ট হবে। এছাড়াও আর্নিং সাইট বেছে নেওয়ার ক্ষেত্রে অনলাইনে অনেক রিচার্জ করুন এবং তারপর সবকিছু ঠিক মনে হলেই সেই সাইটে কাজ করা শুরু করুন।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, যে ৫ ধরনের আর্নিং সাইটে কাজ করবেন না! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।