আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
মহামারী থেকে রিমোট ওয়ার্ক বিষয়টা বেশ জনপ্রিয়তা পেয়েছে। ঘরে বসেই বা সুবিধাজনক জায়গায় থেকে কর্পোরেট সব কাজ করা যাচ্ছে। যেহেতু অনলাইনে গুরুত্বপূর্ণ ফাইল আদান প্রদান হচ্ছে সেহেতু এখানে প্রয়োজন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তা না হলে বিজনেস মিলিয়ন ডলার ক্ষতিরও সম্মুখীন হতে পারে।
রিমোট ওয়ার্কের মত কাজ গুলো নিরাপদে করতে কর্পোরেট সিকিউরিটি টুল হিসেবে VPN Concentrator এর উৎপত্তি। এই হার্ডওয়্যারটি মাল্টিপল রিমোট ক্লাইন্ট এবং নেটওয়ার্ককে একটি সেন্ট্রাল কর্পোরেট নেটওয়ার্কে যুক্ত করতে করে৷ ফলে কর্মী বা কোম্পানির সকলে নিরাপদে রিসোর্সে এক্সেস নিতে পারে।
এই টিউনে আমরা এই VPN Concentrator নিয়েই আলোচনা করব, জানব এটি কীভাবে কাজ করে এবং আপনার বিজনেসেও VPN Concentrator এর প্রয়োজন আছে কিনা।
VPN Concentrator একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন লোকেশন থেকে মাল্টিপল রিমোট VPN কানেকশন তৈরি এবং ম্যানেজ করতে সাহায্য করে। সাধারণ VPN এর মতই এটিও ইনকামিং এবং আউটগোয়িং ডাটাকে এনক্রিপ্ট করে, বিভিন্ন সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করে সিকিউর টানেল তৈরি করে। তবে এখানে এই কাজটি হয় বড় পরিসরে। একটি VPN Concentrator, ভিপিএন রাউটারের ক্যাপাবিলিটি বাড়াতে পারে যেখানে একই সাথে হাজার হাজার ইউজার সার্ভিস ব্যবহার করতে পারে।
এই ডিভাইস ব্যবহারের মাধ্যমে মাল্টিপল VPN নুডের মধ্যে নিরাপদ কানেকশন তৈরি করতে, একই সময়ে মাল্টিপল এনক্রিপ্টেড VPN টালেন তৈরি করা হয়। সকল ইউজারের একটি এনক্রিপ্টেড টানেল থাকে যার মাধ্যমে তারা বিশ্বের যেকোনো জায়গা থেকে কর্পোরেট নেটওয়ার্কে কানেক্ট হতে পারে।
চলুন দেখে নেয়া যাক VPN Concentrator কী কী করে,
VPN যেমন অনেক কোম্পানি অফার করে তেমনি বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের VPN Concentrator ও অফার করে। ওয়ার্কলোড এবং টানেলের পরিমাণের উপর VPN Concentrator এর ভিন্নতা লক্ষ্য করা যায়,
Cisco Meraki: এটি একটি লিডিং VPN Concentrator কোম্পানি। বড় এন্টারপ্রাইজ এর জন্য এটি উপযুক্ত একটি VPN Concentrator। এটি সহজ স্থাপন এবং স্ক্যালেবিলিটি অফার করে।
Palo Alto Networks GlobalProtect: একটি ক্লাউড বেসড VPN Concentrator। এটি আপনাকে দিতে পারে ক্লাউডে সিকিউর রিমোট এক্সেস এবং বিভিন্ন ডেটা সেন্টার রিসোর্স। এটিও ব্যবহার এবং স্থাপন সহজ, রয়েছে স্ক্যালেবিলিটি।
Aruba: Hewlett-Packard আরেকটি দারুণ VPN Concentrator। কর্পোরেট নেটওয়ার্কে কানেক্ট হতে এটি রিমোট ইউজারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ টুল অফার করতে পারে।
ShoreTel: সিকিউর আইপি টেলিফোনি নেটওয়ার্ক স্থাপনে সাহায্য করতে পারে ShoreTel VPN concentrator। আইপি ফোনের সিকিউরিটি ব্রিচ এড়াতে এটি কাজ করে।
VPN Concentrator এর রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা। নিচে সুবিধা গুলো নিয়ে আলোচনা করা হল,
এটি আপনাকে দেবে একটি চমৎকার সেন্ট্রাল ম্যানেজমেন্ট ব্যবস্থা। মাল্টিপল VPN কানেকশন আপনি এক জায়গায় বসে সহজে ম্যানেজ করতে পারবেন। বৃহৎ আকারের VPN কানেকশন আপনি এক জায়গা থেকে মেইনটেইন করতে পারবেন।
এটি আপনাকে স্ক্যালেবিলিটি অফার করবে, একই সাথে বিশাল পরিমাণ VPN কানেকশন হ্যান্ডেল করার পরেও, আপনি চাইলে কোন ধরনের হার্ডওয়্যার না কিনে নেটওয়ার্ক বাড়াতে পারবেন এবং আরও ইউজার এড করতে পারবেন।
VPN Concentrator, সাধারণ VPN থেকে আরও ভাল নেটওয়ার্ক পারফরম্যান্স আপনাকে দিতে পারে। একই সময়ে মাল্টিপল VPN কানেকশন প্রসেস করতে পারে।
VPN Concentrator, VPN কানেকশন গুলো এন্ট্রির একটি সিঙ্গেল পয়েন্ট নিশ্চিত করে আপনার নেটওয়ার্কের সিকিউরিটি ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারে৷ এর ফলে নেটওয়ার্ক ট্রাফিক মনিটর এবং কন্ট্রোল সহজ হয়। এটি সকল VPN কানেকশন গুলোতে সমান নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
আপনার মনে প্রশ্ন আসতেই পারে VPN Concentrator এবং VPN Server এর মধ্যে তাহলে পার্থক্য কোথায়? VPN সার্ভার হচ্ছে সফটওয়্যারের একটি অংশ যা ফিজিক্যাল বা ভার্চুয়াল মেশিনে রান হয় এবং ক্লাইন্টরা বিভিন্ন VPN প্রোটোকল যেমন OpenVPN বা IKEv2 ব্যবহার করে এটির সাথে কানেক্ট হয়। এটি ক্লাইন্ট এবং সার্ভারের মধ্যে ট্রাফিক প্রসেস এবং এনক্রিপ্ট করে৷ ফলে দুই প্রান্তে সিকিউর একটি কানেকশন তৈরি হয়।
অন্য দিকে VPN Concentrator একটি ফিজিক্যাল ডিভাইস যা একই সময়ে ক্লাইন্টদের মাল্টিপল VPN কানেকশন প্রসেস এবং ম্যানেজ করে। এটি সকল VPN কানেকশন ম্যানেজের সেন্ট্রাল পয়েন্ট হিসেবে কাজ করে, এডমিনিস্ট্রেটর সহজে সব কিছু মনিটর করতে পারে। একই সাথে এটি সিকিউরিটি বাড়ানোর পাশাপাশি সিঙ্গেল VPN সার্ভার থেকে স্ক্যালেবিলিটি এবং পারফরম্যান্স দিক থেকে এগিয়ে থাকবে।
VPN Concentrator এবং VPN Router উভয়ই নেটওয়ার্ক ডিভাইস এবং VPN কানেকশন এর ক্ষেত্রে ব্যবহৃত হয় তারপরেও এই দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
আপনার বিজনেস যদি অনেক বড় হয় তাহলে VPN Concentrator ব্যবহার করতে পারেন তবে এটি বেশ ব্যয়বহুল। আর যদি আপনার বিজনেস ছোট হয় এবং ইউজার সংখ্যা কম হয় তাহলে ভিপিএন রাউটার ব্যবহার করতে পারেন।
তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।