আপনি কি আপনার অনলাইনে একাউন্টগুলো নিরাপদ রাখতে চান? আমার এই প্রশ্নে সবাই বলবেন, হ্যাঁ।
তবে আপনি কি জানেন, অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ। যদি কোন একাউন্টের পাসওয়ার্ড দুর্বল হয়, তাহলে হ্যাকাররা খুব সহজেই সেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে। আর, অনেক ক্ষেত্রেই বিভিন্ন ব্যক্তি আপনার কিছু ইনফরমেশন ব্যবহার করে শুধুমাত্র সম্ভাব্য কিছু পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনার একাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে।
আপনি যদি আপনার অনলাইন অ্যাকাউন্ট গুলোকে নিরাপদ রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে উচিত। কিন্তু সমস্যা হল, আমরা অনেকেই নিজেদের অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার আইডিয়া খুঁজে পাই না। তাই আজকের এই টিউনে আমি এরকম ৪ টি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার টুল নিয়ে আলোচনা করেছি, যেগুলো আপনি নিজের পাসওয়ার্ড তৈরি এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড বাছাই করার জন্য ব্যবহার করতে পারেন।
এখন শুরুতেই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, আপনি এসব টুল গুলোর মাধ্যমে তৈরি করা শক্তিশালী পাসওয়ার্ড গুলো কীভাবে মনে রাখবেন? এক্ষেত্রে আপনি আপনার পাসওয়ার্ডের সুরক্ষার জন্য একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন, যাতে করে পাসওয়ার্ড গুলো ভুলে না যান। তবে, আপনার বিভিন্ন একাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য এ ধরনের পাসওয়ার্ড ম্যানেজার ও নির্ভরযোগ্য নয়। যেমন: আপনার অনলাইন ব্যাংক অথবা ইমেইলের পাসওয়ার্ড।
তাহলে চলুন, এবার আমাদের একাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।
আপনি যদি আপনার একাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে না জানেন, তাহলে PrivacyCanada ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। এই ওয়েবসাইটটি আপনার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে একটি ইউনিক এবং কঠিন পাসওয়ার্ড তৈরি করে দিবে, যা কোন মানুষের পক্ষে অনুমান করা সম্ভব নয়।
এই ওয়েবসাইটে আপনি মোট পাঁচটি প্যারামিটার সিলেক্ট করার মাধ্যমে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। এগুলোর মধ্যে যেমন: আপনি পাসওয়ার্ডের Length বা দৈর্ঘ্য নির্ধারণ করে দিতে পারবেন। পাসওয়ার্ডে Uppercase, Lowercase, Number ও Symbol এর সংমিশ্রণ করতে পারবেন।
আপনি আপনার পাসওয়ার্ডের দৈর্ঘ্য সিলেক্ট করার পর, আপনার পাসওয়ার্ডের যেসব প্যারামিটার যুক্ত করতে চাচ্ছেন, সেগুলো সিলেক্ট করুন এবং তারপর Generate Password এ ক্লিক করুন।
এরপর আপনার জন্য উপরে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে, যা কপি করে যেকোনো একাউন্টের জন্য ব্যবহার করতে পারেন।
এই ওয়েবসাইটটি কিছু সিকিউরিটি এক্সপার্টদের দ্বারা সুপারিশ করা হয় এবং পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণ করার জন্য এটি নিরাপদ। যদিও আপনি এই পাসওয়ার্ড এখানেই ফ্রিতে সেভ করে রাখার সুবিধা পাবেন না। এক্ষেত্রে, আপনাকে NordPass এর প্রিমিয়াম একাউন্টে পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য বলবে। তবে, আপনার জন্য ভালো হবে, যদি আপনি সেই পাসওয়ার্ডটি অন্য কোন ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ অথবা ওয়েবসাইটে সেভ করে রাখেন। আর এক্ষেত্রে ও আপনি অবশ্যই সেই অ্যাপ অথবা ওয়েবসাইটের একাউন্টের শক্তিশালী পাসওয়ার্ড নিশ্চিত করুন, যা আপনার মনে থাকবে।
শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে এটি এমন একটি টুল, যেটি দিয়ে জেনারেট করা পাসওয়ার্ড হয় ইউনিক। যা এই পাসওয়ার্ড জেনারেট টুলটিকে সেরা অনলাইন পাসওয়ার্ড জেনারেটর গুলোর মধ্যে থেকে অন্যতম একটি করে তুলেছে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Strong Password Generator
আপনি যদি PrivacyCanada এর মতো টুল দিয়ে তৈরি করা এলোমেলো পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে না চান, তাহলে XKCD ভিত্তিক পাসওয়ার্ড জেনারেটর এর এই টুলটি আপনার জন্য বেশ কার্যকর হতে পারে। এটি এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে চার অথবা এর বেশি সাধারণ শব্দগুলো একত্রিত করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা হয়, যা খুব সহজেই মনে থাকতে পারে।
এই পদ্ধতিতে অনেক দীর্ঘ পাসওয়ার্ড তৈরি করা যায়, যা মনে রাখা সহজ ও ক্র্যাক করা কঠিন।
সহজ কিছু শব্দ দিয়ে একটি কঠিন ও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং তারপর আপনার প্রয়োজনমতো অপশন গুলো সিলেক্ট করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন।
একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার ধাপ হিসেবে, আপনি যদি Passphrase এর Word সংখ্যা বাড়াতে বা কমাতে চান, তাহলে Min words অপশন থেকে শব্দ সংখ্যা সিলেক্ট করুন।
আপনার পাসওয়ার্ডটিকে নিজের মত আরো শক্তিশালী করার জন্য এখানে থাকা অপশন গুলো নিজের মতো কাস্টমাইজ করতে পারেন।
এখন আপনি যদি নিচে থাকা Generate password বাটনে ক্লিক করেন, তাহলে আপনার Choose করা অপশন গুলো অনুযায়ী একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি হবে। এই টুলটি দিয়ে তৈরি করা পাসওয়ার্ডটি দেখতে তুলনামূলক সহজ হওয়ার কারণে এটি আপনার মনে রাখা ও সহজ হবে। তবে, এ ধরনের সাধারণ শব্দ গুলো দিয়েই কিন্তু একটি অসাধারণ পাসওয়ার্ড তৈরি হয়েছে, যা আপনার অনলাইন একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবে।
এবার আপনি এই পাসওয়ার্ডটি মনে রাখার জন্য কোন পাসওয়ার্ড ম্যানেজার অথবা ডাইরিতে লিখে রাখুন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Correct Horse Battery Staple
আপনি যদি একটি সুপার বা মাস্টার পাসওয়ার্ড তৈরি করতে চান, তাহলে আপনাকে আরো Complex শব্দের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করার কথা চিন্তা করতে হবে। আর যখন কোন একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার কথা আসে, তখন Diceware একটি সেরা টুল হতে পারে। একটি শক্তিশালী ও Long Passphrases এর এর পাসওয়ার্ড তৈরি করার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা গুলোর মধ্যে অন্যতম হলো Diceware। এটি দিয়ে তৈরি করা পাসওয়ার্ড আপনার জন্য মনে রাখা সহজ হবে এবং পাসওয়ার্ড গুলো হ্যাক করাও খুব কঠিন হবে।
এই টুলটি ব্যবহার করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনাকে Diceware এর তালিকা থেকে কিছু শব্দ বাছাই করে নিতে হবে। Diceware এর লিস্টে ৭৭৭৬ টি ছোট ওয়ার্ড রয়েছে, যেগুলোর Character মনে রাখা আপনার জন্য সহজ হবে। আপনি আপনার জন্য একটি পাসওয়ার্ড নির্বাচন করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।
এরপর, আপনি আপনার ইচ্ছামতো এই তালিকা থেকে বেশ কয়েকটি শব্দ বাছাই করুন। শব্দ বাছাই করার ক্ষেত্রে, প্রথমে আপনি মনে মনে পাঁচ ডিজিটের একটি সংখ্যা কল্পনা করুন এবং সেই সংখ্যাটির সাথে কোন শব্দ রয়েছে তা খুঁজে বের করে খাতায় নোট করুন। এভাবে করে, আপনার ইচ্ছামত চারটি অথবা পাঁচটি কিংবা এর অধিক শব্দ বাছাই করুন। তারপর, সেই শব্দগুলোকে একত্রিত করে আপনার অনলাইন একাউন্টের পাসওয়ার্ড হিসেবে সেট করুন।
এখন, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, একটি পাসওয়ার্ডের শব্দ নেওয়ার জন্য কেন Diceware এর তালিকা থেকে শব্দ নিব এবং এখান থেকে শব্দ নিলে তো সেটি আমাদের জন্য বিপদজনক হতে পারে। কিন্তু না, আপনি নিজের কল্পনা করার সংখ্যাটি দিয়ে যখন কয়েকটি শব্দ বের করে সেটিকে পাসওয়ার্ড হিসেবে সেট করবেন, তখন সেই পাসওয়ার্ডটি অন্য কারো পক্ষে অনুমান করা সম্ভব নয়। আপনি যদি দেশের মোবাইল অপারেটরদের স্ক্র্যাচ কার্ডগুলোর দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে মাত্র কয়েকটি সংখ্যা, কিন্তু আপনি সেগুলো যতই উল্টাপাল্টা করে ডায়াল করুন না কেন, সেটি কাজ করে না।
Diceware এর ক্ষেত্রে এই বিষয়টি তো আরো জটিল। যেখানে আপনি আপনার কল্পনা করা নাম্বারগুলো দিয়ে আবার ওয়ার্ড বের করছেন এবং সেই ওয়ার্ডগুলোর সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করছেন। একটি ভালো পাসওয়ার্ড তৈরি করার জন্য Diceware ৬ ওয়ার্ডের পাসওয়ার্ড সাজেস্ট করে থাকে। আর এক্ষেত্রে আপনাকে মনে মনে এলোমেলোভাবে মোট ৩০ টি সংখ্যা কল্পনা করতে হচ্ছে। এরপর, আপনার কল্পনা করা পাঁচটি সংখ্যা দিয়ে একটি ওয়ার্ড, তারপরের পাঁচটি দিয়ে আরো একটি ওয়ার্ড এবং এভাবে করে মোট ছয়টি ওয়ার্ড বের করে পাসওয়ার্ড তৈরি করতে হচ্ছে।
আপনি যদি একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চান, তাহলে Diceware ব্যতীত আরো অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলো এই ওয়েবসাইটটির মতোই পাসওয়ার্ড তৈরি করার সুবিধা দেয়।
অফিসিয়াল ওয়েবসাইট @ Diceware Passphrase
আপনি তো বিভিন্ন টুল ব্যবহার করে একটি পাসওয়ার্ড তৈরি করেছেন। এমনকি, আপনি ইতিমধ্যেই এমন অনেক পাসওয়ার্ড ব্যবহার করছেন, যেগুলো আপনার কাছে শক্তিশালী মনে হচ্ছে। কিন্তু, আপনার ব্যবহার করা সে সমস্ত পাসওয়ার্ড কি সত্যিই শক্তিশালী। আপনার তৈরি করা পাসওয়ার্ডটি শক্তিশালী কিনা, এটি চেক করার জন্য Password Meter ওয়েব টুলটি রয়েছে, যা দিয়ে আপনার বর্তমান পাসওয়ার্ড টেস্ট করা যাবে।
আপনার নির্ধারণ করা পাসওয়ার্ডটি শক্তিশালী কিনা এবং সেটি বিভিন্ন প্যারামিটার অনুযায়ী কতটা শক্তিশালী, তা চেক করার জন্য এই ওয়েবসাইটে আসুন এবং Password এর ঘরে পাসওয়ার্ডটি পেস্ট করুন।
এরপর নিচে আপনার পাসওয়ার্ডের Score দেখতে পাবেন। আর নিচে আপনার পাসওয়ার্ডে কোন Character কতবার ব্যবহার করা হয়েছে, সেগুলোর একটি তালিকা দেখতে পাবেন।
আপনার তৈরি করা একটি পাসওয়ার্ডকে যেকোনো একাউন্টের জন্য ব্যবহার করার আগে, অবশ্যই এখান থেকে চেক করে নিন। এখানে যদি আপনার পাসওয়ার্ডের স্কোর সর্বোচ্চ থাকে, তাহলে আপনার অনলাইন একাউন্টে নিরাপত্তার জন্য পাসওয়ার্ডটিকে শক্তিশালী বলা যেতে পারে। আর, পাসওয়ার্ডটি স্কোর যদি দুর্বল হয়, তাহলে পাসওয়ার্ডটিতে আরো কিছু শব্দ ও সিম্বল যুক্ত করে শক্তিশালী করুন। মনে রাখবেন, অনলাইনে আপনার নিরাপত্তার জন্য প্রধান হাতিয়ার হল একটি শক্তিশালী পাসওয়ার্ড।
অফিসিয়াল ওয়েবসাইট @ Password Meter
ইতিমধ্যেই আপনার যদি কোন একটি অনলাইন একাউন্ট হ্যাক হয়ে থাকে এবং আপনি যদি একই পাসওয়ার্ড বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করেন, তাহলে এখনই সব জায়গা থেকে সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করা ভালো। আর, নিয়মিত একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা ও সাইবার সিকিউরিটির জন্য একটি ভালো অনুশীলন বলা যায়। এতে করে, হ্যাকারদের থেকে আপনার অ্যাকাউন্ট গুলো আরো অনেক বেশি নিরাপদ হতে পারে।
তাই, আপনার অনলাইন একাউন্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে একাউন্টগুলো আপডেট করুন। যদিও সমস্ত ওয়েবসাইটে পাসওয়ার্ড পরিবর্তন করার পেজ খুব সহজে খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে আপনি খুব সহজে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য "Forgot Your Password" লিংকে ক্লিক করুন এবং সেখান থেকে নতুন পাসওয়ার্ড সেট করুন।
আর নিয়মিত সকল গুরুত্বপূর্ণ অনলাইন একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করলে, সেটি মনে রাখা কষ্টকর হবে। এক্ষেত্রে, আপনার পরিবর্তন করা পাসওয়ার্ড মনে রাখার জন্য একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
সাইবার সিকিউরিটির জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, একটি শক্তিশালী পাসওয়ার্ড আপনার অনলাইন অ্যাকাউন্ট ও ডেটাকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি দুর্বল পাসওয়ার্ড সবসময় বিভিন্ন ধরনের সাইবার আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। আর এক্ষেত্রে কোন আক্রমণকারী যদি আপনার পাসওয়ার্ড অনুমান করতে পারে বা ক্র্যাক করতে পারে, তাহলে তারা আপনার পার্সোনাল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সহ আরো যাবতীয় তথ্য হাতিয়ে নিতে পারে।
তাই, বর্তমান সময়ে সর্বোত্তম সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা দরকার। এটি আপনাকে ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে আপনার অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।
অনলাইনে শক্তিশালী পাসওয়ার্ড নিরাপত্তার জন্য একটি অতিরিক্ত স্তর হিসেবে কাজ করে। আর তাই, আপনার অনলাইন ব্যাংকিং একাউন্ট, ইমেইল, ফেসবুক, টুইটার ও ব্যক্তিগত একাউন্ট গুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করা উচিত। আর একাউন্টগুলোর জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে আপনি উপরের টুলগুলো ব্যবহার করতে পারেন। যেগুলো আপনার অনলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। ধন্যবাদ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)