টিপস ফর সেফ অনলাইন

টিউন বিভাগ সাইবার সিকিউরিটি
প্রকাশিত
জোসস করেছেন

অনলাইনে ব্রাউজিংয়ের সময় আপনি কিভাবে নিরাপদ থাকবেন?

এজন্য সর্বোপ্রথম আপনাকে জানতে হবে, সেফ ইন্টারনেট ব্রাউজিং কি?

সেফ ইন্টারনেট ব্রাউজিং বলতে আমরা বুঝি, একজন ব্যবহারকারী তার ডিভাইসটি দিয়ে তিনি কিভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং বিভিন্ন ব্রাউজিং এর মাধ্যমে তিনি তার প্রয়োজনীয় কনটেন্ট ইনটারনেটের মাধ্যমে কিভাবে আ্যাকসেস করতে পারবে তা বোঝায়।

মনে রাখতে হবে যে, সেফ ইন্টারনেট ব্রাউজিং করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে-

  1. সর্বপ্রথম আপনার উচিত একটি সিকিউর ওয়েব ব্রাউজার ব্যবহার করা।
  2. আপনি আপনার ব্রাউজারের প্রাইভেসী সেটিংস এ যেয়ে এর প্রয়োজনীয় কার্যাবলি সম্পাদন করে ফেলুন।
  3. আপনার ব্যবহৃত ব্রাউজার যতটা পারেন আপ টু ডেট রাখার চেষ্টা করুন।
  4. ইচ্ছে করলে আপনি প্রাইভেট বা ইনকগনিটো মুড চালু রেখে ব্রাউজ করতে পারেন।
  5. ব্রাউজার এর জন্য আপনি সিকিউরিটি রক্ষামূলক কিছু এক্সটেনশন ব্যবহার করতে পারেন।
  6. তাছাড়াও আপনি ইচ্ছে করলে একটি ভালো মানের ভি পি এন ব্যবহার করতে পারেন, ওয়েব ব্রাউজিং করার সময়। এতেও আপনার সুরক্ষা অনেক নিশ্চিত হবে।
  7. ব্রাউজিং করার সময়, সর্বোপরি আপনার কমন সেন্স ব্যবহার করুন।
  8. এমন কোনো সাইটে প্রবেশ করবেন না, যা দেখে আপনার মনে হতে পারে, এটি কোনো হ্যাকার ওয়েব সাইট বা ক্ষতিকারক ওয়েব সাইট।

এগুলো ছাড়াও ওয়েব ব্রাউজার ব্যবহারের সময় আমাদের বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যেমন-

  1. একসাথে অনেক ট্যাব ওপেন করে রাখবেন না।
  2. যেকোন অ্যাড এ ক্লিক করার আগে নিশ্চিত হবেন যে, সেটা ম্যালওয়্যার মুক্ত কি না।
  3. আপনি অ্যাডব্লকার ব্যবহার করতে পারেন।
  4. গুগল এলার্টস এর মত কিছু সফটওয়ার আপনার ব্রাউজারে ইন্সটল দিয়ে রাখতে পারেন।
  5. যেকোনো প্লাগ ইন ইন্সটল করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
  6. আপনি যদি কোন এন্টিভাইরাস ব্যবহার না করে থাকেন, তাহলে অবশ্যই একটি এক্সটেনশন যুক্ত করে রাখুন আপনার ওয়েব ব্রাউজার এর জন্য।
  7. ওয়েব ব্রাউজার এর মাধ্যমে কোন এপ ইন্সটল দেবার সময় সতর্ক থাকুন।
  8. ব্রাউজারের সিকিউরিটি অপশনগুলো নিয়মিত চেক করুন।

Level 0

আমি সজল আহমেদ আশফাক। Software Engineer and Blogger, Aspire Tech, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Software Engineer and blogger


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস