আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
সোশ্যাল মিডিয়া আর টেক কোম্পানি গুলো ইউজারদের ডাটা কালেক্ট করতে পারে এবং নিজেদের কাজে ব্যবহার করতে পারে এটা শুনে এখন হয়তো কেউ অবাক হবে না। কারণ আমরা নিজেদের ইচ্ছাতেই তাদের কাছে আমাদের ব্যক্তিগত ডেটা দিচ্ছি। তবে অনেকে জানে না প্রায় সব কোম্পানিই ইউজারদের ডেটা কালেক্ট করে, আপনি সেখানে আপনার ব্যক্তিগত তথ্য দেন বা না দেন।
বেশির ভাগ কোম্পানি আপনার, লোকেশন, বয়স, কোন ডিভাইস ব্যবহার করছেন সেটা জানতে চায়। তারা বুঝতে পারে আপনি কোথায় যাচ্ছেন, কোন লোকেশনে অবস্থান করছেন, বয়সের উপর ভিত্তি করে তারা আপনার আচরণ অনুযায়ী প্রোফাইল তৈরি করে।
বড় বড় কোম্পানি ইতিমধ্যে, থার্ডপার্টি এডভারটাইজারদের কাছে যেন আপনার ডেটা কম এক্সপোজ হয় সে জন্য পদক্ষেপ নিয়েছে। তবে সব সময় এটা কাজ করে নি। কয়েক মাস আগে অ্যাপল App Tracking Transparency (ATT), পলিসি নিয়ে এসেছিল যার মাধ্যমে ইউজার ডিসাইড করতে পারবে যে কোন কোন অ্যাপ তাদের ডেটাতে এক্সেস নিতে পারবে। কিন্তু মজার ব্যাপার হল এই পলিসি এপ্লাই করার পরে অ্যাপল নিজেই ইউজারের হিউজ ডেটা কালেক্ট করেছে। অ্যাপল বিভিন্ন বিষয়ের log রাখা শুরু করে যেমন,
আপনি চাইলে দেখতে পারেন অ্যাপল এখন পর্যন্ত আপনার কী কী তথ্য স্টোর করেছে এবং এর একটি কপিও ডাউনলোড করতে পারেন। এটা করতে প্রথমে Apple Account এ যান স্ক্রুল করে Data & Privacy তে আসুন, Manage Your Data and Privacy, ট্যাপ করুন এবং Get a copy of your data সিলেক্ট করুন।
নোট: এটা করার জন্য আপনার একাধিকার 2FA কোড লাগতে পারে, যদি 2FA এনেভল করা থাকে।
আমরা অনেকে জানি গুগল সার্চের জন্য জনপ্রিয় হলেও এটা ইউজার ডেটা সংগ্রহেও বিখ্যাত। গুগলে আপনার একাউন্ট থাকলে, এটা আপনার ঘনিষ্ঠ বন্ধুদের চেয়েও আপনার সম্পর্কে বেশি তথ্য জানবে। আপনার যদি বাসায় গুগলের স্মার্ট এসিস্ট্যান্ট থাকে তাহলে, এটি আপনার ঘরের খবর যেমন, কোথায় থাকছেন, যাচ্ছেন, কী কিনছেন, কার বার্থডে কবে, কখন কোন অনুষ্ঠান হতে পারে সব জানবে।
গুগলের ট্র্যাকিং বন্ধ করার একমাত্র পথ হচ্ছে এটার কোন সার্ভিসই ব্যবহার না করা। কিন্তু এটা প্রায় অসম্ভব, আপনাকে ইমেইলের জন্য হয়তো জিমেইল ব্যবহার করতে হবে, ন্যাভিগেশনের জন্য গুগল ম্যাপ ব্যবহার করতে হবে। গুগল আপনার সম্পর্কে কতটুকু জানে সেটা জানতে প্রথমে Google account এ সাইন ইন করুন My Activity পেজে সাইন ইন করুন।
এখান থেকে জানতে পারবেন গুগল আপনার সম্পর্কে কী কী সেভ করে রেখেছে, চাইলে আপনি search history, location tracking, YouTube history, personalized advertising ইত্যাদি ডিলিট করতে পারবেন। আপনার যদি লোকেশন ট্র্যাকিং এনেভল থাকে তাহলে গুগল এটাও জানতে পারবে আপনি কোন জায়গা থেকে কোন ছবি তুলেছেন।
সোশ্যাল মিডিয়া গুলোতে ইউজারদের সবচেয়ে বেশি ডিটেল থাকে। আর এই জন্যই হ্যাকাররা ফেসবুক ও টুইটার হ্যাক করে ক্রেডিট কার্ডের মত তথ্য পেয়ে যায়। তাছাড়া সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা নিজেদের ইচ্ছাতেই সব তথ্য দিয়ে দেই।
আমরা যখন ফেসবুকে একাউন্ট করি তখনই আমাদের নাম, বয়স, কোথায় বাস, করি, আমাদের বন্ধু করা, রাজনৈতিক দল, আগ্রহের বিষয় সব দিয়ে দেই। আপনি যদি জানতে চান কী কী তথ্য আপনার সেভ আছে তাহলে এখানে থেকে আপনার কপি ডাউনলোড করে নিতে পারেন।
এটা করার জন্য আপনাকে প্রথমে ডেক্সটপ থেকে ফেসবুকে লগইন করতে হবে। ডানপাশের একাউন্ট বাটমে ক্লিক করুন, Settings & Privacy, এ যান এবার Download your information খুঁজে বের করে সেখানে ক্লিক করুন।
আপনি যদি মাইক্রোসফটের প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই সেখানে একাউন্ট খুলতে হবে। আর এখান থেকে ডাটা কালেকশন শুরু হয়। বিশ্ব জুড়ে বিভিন্ন কোম্পানি Office 365 ব্যবহার করে সুতরাং মাইক্রোসফট জানে আপনি কে এবং কোথায় কাজ করেন।
আপনার যদি Xbox Live অথবা GamePass, এ একাউন্ট থাকে তাহলে তারা জানতে পারে আপনি কোথায় বাস করেন এবং কোন গেম পছন্দ করেন এবং কতবার সেগুলো ক্রয় করেন।
আপনি মাইক্রোসফটের ক্ষেত্রেও জানতে পারবেন তারা আপনার সম্পর্কে কী কী তথ্য জানে। আপনি মাইক্রোসফটের ড্যাশবোর্ড থেকে আপনার ব্রাউজিং এবং লোকেশন ডাটা দেখতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি, Xbox, Windows, Microsoft Teams এবং Skype এর প্রাইভেসি সেটিংস ও দেখতে পাবেন।
Apple, Google, Facebook এর মত কোম্পানি গুলোতে আপনার প্রোফাইল রয়েছে। তারা আপনার তথ্য ব্যবহার করে বিজ্ঞাপণ তথা বিভিন্ন কাজে। এখন আপনি হয়তো জানতে পেরেছেন তাদের কাছে আপনার কী কী তথ্য আছে।
তো কেমন হল আজকের এই টিউন জানাতে টিউমেন্ট করুন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।