৬ টি উপায়ে বের করুন আপনার ইমেইল ও ফোন নম্বর এর সাথে লিংক থাকা সকল অ্যাকাউন্ট

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করি। কিছু দরকারি ওয়েবসাইট বাদে বেশিরভাগ ওয়েবসাইটই কাজে আসে না। আপনি মনে করে দেখুন এখন পর্যন্ত কত ওয়েবসাইটে আপনি আপনার ইমেইল এড্রেস দিয়েছেন। ফেক ইমেইল দিয়ে একাউন্ট করলে ভিন্ন কথা। কিন্তু আপনি যদি অরিজিনাল ইমেইল দিয়ে ওই সমস্ত ওয়েবসাইটে একাউন্ট খুলে থাকেন তাহলে আপনার উচিৎ, একটু সচেতন হওয়া।

বেশিরভাগ সময় কোন সার্ভিস খুঁজতে গিয়ে এক সাথে একাধিক ওয়েবসাইটে একাউন্ট করি। ভাল কিছু পেলে সেই একটা ওয়েবসাইটই ব্যবহার করি কিন্তু বাকি গুলোতে ইমেইল থেকে যায়।

সাইন আপ করার সময় দেয়া ইমেইল ফোন নাম্বার আপনার অজান্তেই বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে। অধিকাংশ সময় ইমেইল নিউজলেটার পাঠাতে আমাদের ইমেইল গুলো ব্যবহৃত হয়। সুতরাং আপনার উচিৎ সেই সমস্ত ওয়েবসাইট খুঁজে বের করা এবং ইমেইল বা ফোন নাম্বার ডিলিট করে দেয়া। তো আজকের এই টিউনে আমরা আলোচনা করব কিভাবে নির্দিষ্ট ইমেইল এড্রেস দিয়ে ওপেন করা একাউন্ট গুলো খুঁজে বের করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

১. ফ্রিতে ইমেইল লিংকড একাউন্ট খুঁজে বের করুন

আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে দ্রুত সাইন আপ করতে Quick Authorization বাটন ব্যবহারে অভ্যস্ত হোন তাহলে, সেই সমস্ত একাউন্ট খুঁজে বের করতে খুব বেশি কষ্ট করতে হবে না। তবে এসব ক্ষেত্রে রিকোমেন্ড করব অবশ্যই Two-factor Authentication ব্যবহার করুন যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে।

যেসব একাউন্ট আপনি Signing Up With Google বাটমের মাধ্যমে তৈরি করেছেন সেগুলো খুব সহজেই আপনি সরিয়ে ফেলতে পারবেন।

প্রথমে গুগল একাউন্টে যান, My Account Dashboard থেকে বাম পাশের Security ট্যাব এ ক্লিক করুন।

স্ক্রুল করে Third-party apps এ আসুন এবং Manage Third-Party Access এ ক্লিক করুন।

এই ইমেইল দিয়ে আপনি কোন কোন একাউন্ট তৈরি করেছেন সেটা এখানে দেখতে পারবেন। এই অ্যাপ গুলো কোন কোন বিষয়ের এক্সেস নিয়েছে সেটাও জানতে পারবেন।

যেকোনো একাউন্টের এক্সেস ডিজেবল করে দিতে, নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে সিলেক্ট করুন এবং Remove Access ক্লিক করুন।

২. Facebook এবং Twitter এর মাধ্যমে সোশ্যাল সাইন ইন গুলোও রিমুভ করুন

গুগল একাউন্টের মতই সোশ্যাল মিডিয়া একাউন্ট দিয়ে যত গুলো ওয়েবসাইটে সাইন ইন করেছেন সেটাও বের করতে পারবেন।

Twitter, এর জন্য সাইটবার থেকে More এ ক্লিক করুন। Settings and privacy > Security and account access > Apps and sessions এ ট্যাপ করুন। এখানে টুইটার একাউন্ট দ্বারা লিংক করা সব একাউন্ট দেখতে পারবেন।

ফেসবুকের মত প্ল্যাটফর্ম গুলোর ক্ষেত্রেও একই ভাবে থার্ডপার্টি অ্যাপ ডিজেবল করে দিতে পারবেন। ফেসবুকে কাজটি কিভাবে করবেন সেটা দেখালাম না, কারণ ফেসবুক প্রতি সপ্তাহে তাদের সেটিংস চেঞ্জ করে। তবে সেটিংস থেকে সিকিউরিটিতে গেলে অ্যাপ এবং ওয়েবসাইট নামে এই অপশন গুলো পেতে পারেন।

৩. ইনবক্স থেকে ভেরিফিকেশন মেসেজ সার্চ করুন

আপনি যখনই কোন ওয়েবসাইটে একাউন্ট খুলেছেন, অবশ্যই সেটার ইমেইল ভেরিফিকেশন করতে হয়েছে। সুতরাং আপনি ভেরিফিকেশন মেসেজ গুলো দেখেও জানতে পারবেন কোন কোন ওয়েবসাইটে আপনার একাউন্ট রয়েছে।

আপনার ইমেইলের ইনবক্সে যান এবং কমন কিছু কিওয়ার্ড লিখে সার্চ করুন। যেমন, “signing up” “thank you” “confirm” অথবা “confirming”। Gmail এর ক্ষেত্রে আপনি Subject এ Verify লিখে সার্চ করতে পারেন। যেহেতু নতুন একাউন্ট খুলার পরে এই কিওয়ার্ড গুলো দিয়েই ইমেইল করা হয় সেহেতু এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিলেই আপনি জানতে পারবেন কয়টা একাউন্ট আছে।

আপনার যদি মাল্টিপল ইমেইল এড্রেস থাকে তাহলে নির্দিষ্ট ওয়েবসাইটে একাধিক একাউন্ট থাকতে পারে। সব গুলো এক সাথে বের করা ঝামেলা মনে হলেও আপনি এই কাজটি Parserr অথবা MailParser মাধ্যমে সহজে করে ফেলতে পারেন।

এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি ইমেইল থেকে স্পেসিফিক ডেটা খুঁজে বের করতে পারবেন এবং স্প্রেডশিটে সাজাতে পারবেন। যাই হোক ইমেইলের মাধ্যমে সব একাউন্ট খুঁজে বের করা, অন্য সব মেথড থেকে সহজ।

৪. একাউন্ট ডিলিট করতে থার্ডপার্টি টুল ব্যবহার করুন

আপনি যদি কোন ওয়েবসাইট থেকে চিরতরে একাউন্ট ডিলিট করতে চান, তাহলে আপনার জন্য দারুণ কিছু টুল।

JustDelete.Me এর মাধ্যমে আপনি এক জায়গায় সকল অনলাইন একাউন্ট সার্চ করতে পারবেন। এই ওয়েবসাইট আপনার সব অনলাইন একাউন্ট এক সাথে Grid ভিউয়ে শো করবে। এখানে আপনি ডেটিং সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, মিউজিক স্ট্রিমিং সাইট সহ সব সাইট খুঁজে পাবেন।

যে সাইট থেকে একাউন্ট ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে Show Info তে ক্লিক করুন। কিভাবে ডিলিট করবেন সেটা ইন্সট্রাকশন আপনি সেখানে পেয়ে যাবেন। এখানে কালারে মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ওয়েবসাইট থেকে একাউন্ট ডিলিট করা সহজ এবং কঠিন।

আপনার উচিৎ অনলাইনে যেসব একাউন্ট ব্যবহার করেন না সেগুলো ডিলিট করে দেয়া। সুতরাং অব্যবহৃত একাউন্ট গুলো ডিলিট করতে JustDelete.Me ব্যবহার করুন।

৫. ইউজারনেম দিয়ে সকল অনলাইন একাউন্ট খুঁজুন

আপনার যদি সব অনলাইন একাউন্টে একই ইউজারনেম দেয়ার অভ্যাস থাকে তাহলে, Namechk টুলটি ব্যবহার করতে পারেন। এটি একটি ডোমেইন এবং ইউজার নেম চেকার টুল। এটা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইউজারনেম এর ভিত্তিতে একাউন্ট খুঁজে দেবে। এটা ডোমেইন ফর্মেও একাউন্ট খুঁজে দিতে পারে।

ওয়েবসাইট ওপেন করুন, নির্দিষ্ট ইউজার নেম দিয়ে সার্চ করুন। এটি কিছুক্ষণের মধ্যে সব একাউন্ট খুঁজে দেবে। এটি সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ এবং এর ব্যবহারও সহজ।

৬. ব্রাউজারের সেভ একাউন্ট খুঁজে বের করুন

আমরা সবাই জানি ব্রাউজারে সেভ পাসওয়ার্ড ফিচারের মাধ্যমে আমাদের বারবার নির্দিষ্ট ওয়েবসাইটে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হয় না। একবার সেভ করে রাখলে সেটা বারবার ব্যবহার করা যায়।

তাছাড়া ব্রাউজারের AutoFill ফিচারটি নিয়মিত আপডেট করে আপনার পাসওয়ার্ড গুলো মনে রাখতে পারে। একই সাথে আপনি চাইলে কিন্তু এখানে গিয়ে দেখতে পারেন এখন পর্যন্ত কোন কোন ওয়েবসাইটে আপনি একাউন্ট তৈরি করেছেন এবং সেগুলোতে কোন ইমেইল ব্যবহার করা হয়েছে।

Google Chrome, এর ক্ষেত্রে Settings > Autofill > Passwords এ যান, এবং দেখে নিন একাউন্ট গুলো। এখন আপনি চাইলে আপডেট করতে পারেন অথবা ডিলিট করতে পারেন।

Mozilla Firefox এর ক্ষেত্রে, Settings থেকে Privacy & Security তে গিয়ে Login and Passwords থেকে সেভ পাসওয়ার্ড দেখে নিতে পারেন।

৭. Internet Archives থেকে খুঁজে বের করুন

আপনার হয়তো এমন ওয়েবসাইটে একাউন্ট ছিল যেগুলো এখন নেই, অথবা কোম্পানি ডিলিট করে দিয়েছে। আপনি যদি সে সমস্ত ওয়েবসাইট থেকেও ইনফরমেশন কালেক্ট করতে চান তাহলে, Wayback Machine ব্যবহার করতে পারেন। এটি ইন্টারনেটের এমন একটি সার্ভিস যেখানে গিয়ে পুরনো ওয়েব দেখা যায়।

শেষ কথা

আশা করছি উপরের মেথড গুলোর মাধ্যমে আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন কোন একাউন্ট গুলোতে আপনার নির্দিষ্ট ইমেইল এড্রেস ব্যবহার করা হয়েছে। চাইলে সেগুলো ডিলিটও করে দিতে পারবেন। কেউ ইমেইল জেনে গেলেও জেনে আপনার একাউন্টে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য অবশ্যই Two Factor এর মত সিকিউরিটি ব্যবহার করুন।

যাই হোক পরবর্তীতে যেন এত কষ্ট করে ইমেইলের সাথে কানেক্ট করা একাউন্ট গুলো বের করতে না হয় সেজন্য ভাল কোন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। যখন ইচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার থেকে সব একাউন্ট দেখে নিন।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস