টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের টিউনটি মূলত সাইবার সিকিউরিটি নিয়ে।
আপনি হয়তো জানেন, Google Search, Gmail, Google Maps, এবং YouTube আপনার সম্পর্কে সবই জানে। কারণ গুগলে আমাদের প্রায় সকল ডেটা ট্র্যাক করা হয়, আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, আমাদের কি কি পছন্দ কি অপছন্দ সব কিছু। গুগল ছাড়াও মুল ধারার সার্চ ইঞ্জিন গুলোও মোটামুটি আমাদের বিভিন্ন ডেটা ট্র্যাক করে। আমরা যখন কোন কিছু সার্চ দেই তখন সেই সমস্ত সার্চ হিস্ট্রি, কুকি তাদের সার্ভারে জমা রাখে এবং পরবর্তীতে পারসোনালাইজড এড শো করায়। তাছাড়া, বিশ্বাস যোগ্যতার দিক থেকে গুগলকে অনেক বারই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। যেমন তাদের সার্চ রেজাল্টে প্রতারণা, ইউজারদের তথ্য চুরি, অন্য সার্চ ইঞ্জিনদের চাপে ফেলে লাভবান হওয়া ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে।
Google, Bing এর মত বড় কোম্পানি ছাড়াও ইন্টারনেটে কিছু ছোট ছোট কোম্পানি আছে যেমন, Ecosia, Startpage, DuckDuckGo যারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। সেই সার্চ ইঞ্জিন গুলো সবাই ব্যবহার করে কিন্তু তাদের বিস্তর একটা প্রভাব আছে ব্যবহারকারীদের প্রাইভেসি ইস্যুতে। মাঝে মাঝে ইউজাররা গুগল এর চেয়ে ওইসব সার্চ ইঞ্জিন ব্যবহারে বেশি প্রাধান্য দেয়। অনেকে আছে যারা তাদের প্রাইভেসি সিকিউরিটি নিয়ে খুব বেশি সচেতন তারা চায় না কোন ধরনের ডেটায় সার্চ ইঞ্জিনে জমা থাকুক, আর তারা প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন ব্যবহার করে।
সেই সমস্ত সার্চ ইঞ্জিন গুলো কখনোই আপনার ডেটা ট্র্যাক করবে না এবং হিস্ট্রি জমা রাখবে না। আজকে আমরা এমন কিছু সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করব যেগুলো আপনার প্রাইভেসিকে সম্মান করবে।
StartPage নিজেদের বিশ্বের অন্যতম প্রাইভেট সার্চ ইঞ্জিন বলে দাবী করে। নেদারল্যান্ডের এই কোম্পানি বুঝতে পেরেছিল গুগলকে বিট করা তাদের পক্ষে সম্ভব না তাই তারা গুগলের সার্চ রেজাল্ট ব্যবহার করেই বিজনেস করে।
আমরা সবাই জানি প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন গুলো সাধারণত অন্য সার্চ ইঞ্জিন থেকে সার্চ রেজাল্ট কিনে থাকে এবং StartPage সেই রেজাল্ট গুলো কিনে Google এর কাছ থেকে। তারা গুগলের রেজাল্টই দেখায় তবে প্রাইভেসি গোপন রেখে। আমরা যখন এখানে কিছু সার্চ দেব তারা আমাদের আইপি গুগলকে পাঠাবে এবং গুগল সে অনুযায়ী রেজাল্ট এবং এড প্রেরণ করবে। আমরা যখন রেজাল্টে ক্লিক করব সেটা আমাদের আইপি গোপন রেখে তথ্য আমাদের সামনে তুলে ধরবে।
আপনি এই সার্চ ইঞ্জিনে গুগল সার্চে অভিজ্ঞতা পাবেন এবং আপনাকে প্রতিশ্রুতি দেয়া হবে আপনার কোন ডেটা ট্র্যাক হবে না। আপনার ব্যক্তিগত ডেটা কোথাও বিক্রি হবারও সম্ভাবনা থাকবে না।
StartPage
অফিসিয়াল ওয়েবসাইট @ StartPage
ভিন্ন এক প্রতিশ্রুতি নিয়ে প্রাইভেসি ফোকাস সার্চ এক্সপেরিয়েন্স দেয় Ecosia। Ecosia থেকে আয়ের বিশাল একটা অংশ দিয়ে বিশ্বব্যাপী বৃক্ষরোপণ করা হয়। আপনি Ecosia তে যখন একটি সার্চ দিচ্ছেন তখন একটি গাছ লাগাতে সাহায্য করছেন।
Ecosia জনপ্রিয় কারণ একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান তারা তাদের আয়ের একটি অংশ পরিবেশ রক্ষার কাজে ব্যবহার করে। তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বৃক্ষ রোপণ। এখন পর্যন্ত তারা বিশ্বব্যাপি ১১ কোটি গাছ লাগিয়েছে।
এই Ecosia সার্চ ইঞ্জিনটি আপনার সকল সার্চ ডেটা এনক্রিপ্ট করে তাদের সার্ভারে প্রবেশ করাবে সুতরাং আপনার ডেটা থাকবে নিরাপদ, একই সাথে তারা আপনার সার্চের কোন ধরনের হিস্ট্রি বা কুকিজ সার্ভারে জমা রাখবে না অথবা থার্ডপার্টির কাছে বিক্রি করবে না। তাছাড়া তারা ডিফল্ট ভাবে সামান্য যে ডেটা সংগ্রহ করে সেটিও চাইলে অফ করে দিতে পারেন।
Ecosia
অফিসিয়াল ওয়েবসাইট @ Ecosia
গুগল যখন এলগোরিদমের সাহায্যে আপনার সার্চ রেজাল্ট শো করায় তখন Dogpile একই কিওয়ার্ড Google, Yahoo, Bing, সার্চ ইঞ্জিন গুলো থেকে Fetch করে। Fetch করা রেজাল্ট গুলো এনালাইসিস করে আপনি যা চান সেটা প্রদর্শন করে।
Dogpile
অফিসিয়াল ওয়েবসাইট @ Dogpile
প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত সার্চ ইঞ্জিন হচ্ছে DuckDuckGo। এই সার্চ ইঞ্জিনে আপনার কোন ধরনের ডেটা ট্র্যাক হয় না সব তথ্য গোপন থাকে। প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন হলেও আমাদের দেশের অধিকাংশ মানুষ এটিকে Tor Browser এ ব্যবহার করে। কোম্পানিটি কখনো তাদের ইউজার সংখ্যা কত সেটা পরিষ্কার ভাবে বলে না তবে CEO অনুমান করে বলেছেন, হতে পারে এই সংখ্যা প্রায় ২৫ মিলিয়ন।
DuckDuckGo সার্চ ইঞ্জিনে আপনার ডেটা ট্র্যাক হবে না, পারসোনালাইজ এড শো করাবে না অথবা ব্যক্তিদের ডেটা কোথায় বিক্রিও হবে তবে কিওয়ার্ড অনুযায়ী কিছু শো করবে।
এটি ব্যবহার করা বেশ সহজ এবং গুরুত্বপূর্ণ ব্রাউজার গুলোতে DuckDuckGo এর এক্সটেনশন পেয়ে যাবেন।
DuckDuckGo
অফিসিয়াল ওয়েবসাইট @ DuckDuckGo
আপনার বাড়িতে যদি শিশু থাকে তবে অবশ্যই সার্চ ইঞ্জিন হিসেবে Kiddle কে বিবেচনা করুন। এটি গুগলের সাথে এফিলিয়েট নয়, তবে Google Safe Search দ্বারা চালিত হয়।
ভিজ্যুয়াল এই সার্চ ইঞ্জিনটি বাচ্চাদের জন্য নিরাপদে ওয়েব পরিবেশের প্রতিশ্রুতি দেয়, বড় থাম্বনেইল ইমেজ এবং সহজেই পড়ার জন্য ফন্ট গুলো রাখা হয়েছে বড় সাইজে। যেকোনো সার্চের প্রথম কয়েকটি রেজাল্ট থাকবে বিশেষ করে বাচ্চাদের জন্য যা Kiddle এর এডিটরদের দ্বারা অনুমোদিত। পরবর্তী কয়েকটি ফলাফল গুলো বিশেষ করে শিশুদের জন্য না লিখা হলেও তাদের জন্য নিরাপদ।
Kiddle এ রয়েছে 700, 000 অতিরিক্ত নিবন্ধন যেখানে আছে বিজ্ঞান থেকে শুরু করে চারুকলা সম্পর্কিত বিভিন্ন মজাদার তথ্য। সার্চ ইঞ্জিনটি ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য কোনও ডেটা সংগ্রহ করে না এবং প্রতি 24 ঘণ্টা তার লগগুলি মুছে ফেলা হয়। তবে তারা কিওয়ার্ড অনুযায়ী বিজ্ঞাপণ দেখায়।
Kiddle
অফিসিয়াল ওয়েবসাইট @ Kiddle
Wolfram Alpha কে আপনার ব্রাউজারের জিনিয়াস কোন কিছু ভাবতে পারেন কারণ আপনি যে প্রশ্নই করবেন এটি আপনাকে এক্সপার্ট লেভেলের উত্তর দেবে। এটি এলগোরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তাদের বিশাল ডাটাবেজের মাধ্যমে আপনি দুর্দান্ত সব ইনফরমেশন দেবে।
এটি একটি ইনফরমেশন বেসড সার্চ ইঞ্জিন যেখানে আপনি পাবেন কঠিন কঠিন ম্যাথ সলুয়েশন, ঐতিহাসিক বিভিন্ন তথ্য, সাইন্স রিলেটেড সমস্যার সমাধান।
Wolfram Alpha
অফিসিয়াল ওয়েবসাইট @ Wolfram Alpha
চলুন এই পাঁচটি প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিনের কিছু সুবিধা জেনে নেয়া যাক,
আসছে দিন গুলোতে ইউজাররা প্রাইভেসি নিয়ে আরও বেশি সচেতন হবে আর এই প্রমাণ হচ্ছে এই প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন গুলোর ব্যবহার বৃদ্ধি পাওয়া। বর্তমানে এই ধরনের সার্চ ইঞ্জিন গুলোর ব্যবহার গত কয়েক বছর থেকে অনেক বেড়েছে। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে এই সার্চ ইঞ্জিন গুলো কি লাভের সাথে ব্যবসায় করতে পারে? উত্তর হল, হ্যাঁ।
কয়েকবছর ধরেই এই কোম্পানি গুলো লাভজনক ভাবে ব্যবসায় করে আসছে, যদি Ecosia এর কথাই বলি, ইউজাররা পরিবেশ রক্ষায় বেশি বেশি সার্চ দিচ্ছে এবং তারা প্রতিবছর তাদের লভ্যাংশ বাড়িয়ে চলেছে।
তো কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন, আমাদের জানান আপনার কোন সার্চ ইঞ্জিনটি বেশি পছন্দ হয়েছে।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
ডাকডাকগো ১ নম্বরে স্থান পাওয়ার যোগ্য, তারপরে বাকিগুলা।