টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের টিউনটি মূলত সাইবার সিকিউরিটি নিয়ে।
আমাদের মধ্যে এমন অনেক ইউজার আছে যারা প্রতিদিন নতুন নতুন অ্যাপ ইন্সটল দিতে পছন্দ করে। টিউনের শুরুতেই বলতে চাই, আপনিও যদি প্লে-স্টোর থেকে কোন ধরনের বিচার বিশ্লেষণ না করে অ্যাপ ইন্সটল দিয়ে থাকেন তাহলে এই অভ্যাসটি দ্রুত পরিবর্তন করুন। বিশ্বস্ত ডেভেলপার ছাড়া অ্যাপ ইন্সটল দেওয়াতে আপনার ফোনে প্রবেশ করতে পারে ম্যালওয়্যার, আপনার প্রাইভেসি পড়তে পারে ঝুঁকিতে।
যদিও গুগল কোন অ্যাপের অস্বাভাবিক ক্রিয়া কলাপ দেখার সাথে সাথে এটি প্লে-স্টোর থেকে ডিলিট করে দেয় তবে ততদিন অনেক দেরি হয়ে যেতে পারে।
গুগল ইতিমধ্যে এমন অনেক অ্যাপ ডিটেক্ট করেছে যেগুলো ম্যালওয়্যার ছড়াচ্ছিল তারা ডিটেক্ট করার সাথে সাথে সেগুলো প্লে-স্টোর থেকে ব্যান করে দেয়। এছাড়া অনেক রিসার্চ গ্রুপও এমন অনেক অ্যাপ পেয়েছে যেগুলোর উদ্দেশ্যেই ছিল সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানিকে টার্গেট করা।
সাধারণ যুদ্ধে যখন নিরপরাধ জনগণ মারা যায় বা নিহত হয় তখন তাকে বলা হয়, “Collateral Damage” অথবা “Casualties Of War”। একই ঘটনা কিন্তু সাইবার যুদ্ধের মধ্যে ঘটে থাকে। নির্দিষ্ট কোম্পানি বা অর্গানাইজেশনকে টার্গেট করা হলেও বিভিন্ন সাইবার হামলায় দারুণ ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণ ইউজার। বিভিন্ন অ্যাপ প্লেস্টোর থেকে হয়তো রিমুভ করা হতে পারে তবে ইতিমধ্যে আপনার ফোনে ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন ম্যালওয়্যার।
কিছু দিন আগে Kaspersky তার এক রিপোর্টে কিছু অ্যাপের নাম তালিকা বন্ধ করে যে অ্যাপ গুলো PhantomLance নামে Trozen ছড়িয়ে ছিল। অ্যাপ গুলো এখন স্টোরে না থাকলে বিভিন্ন ইউজারের ফোনে রয়ে গেছে PhantomLance Trozen। জানা গেছে এই ধরনের এটাকের পেছনে জড়িত ছিল OceanLotus নামের একটি হ্যাকার গ্রুপ।
আপনার নিরাপত্তার জন্য যত দ্রুত সম্ভব ম্যালওয়্যার যুক্ত অ্যাপ গুলো রিমুভ করে দেয়া উচিৎ। ভাল খবর হচ্ছে গুগল ইতিমধ্যে সেই সমস্ত অ্যাপ তাদের প্লে-স্টোর থেকে রিমুভ করে দিয়েছে তবে খারাপ খবর হচ্ছে সেই অ্যাপ গুলো চেনা একটু কঠিন। তবে সৌভাগ্যবশত Kaspersky কিছু অ্যাপের নাম দিয়েছে যেগুলো ম্যালওয়্যার যুক্ত অ্যাপ। নিচে অ্যাপ গুলোর নাম দেয়া হল, আপনার ফোন যদি অ্যাপ গুলো ইন্সটল দেয়া থাকে তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো ফোন থেকে রিমুভ করে দিন।
Kaspersky ছাড়াও আরও কিছু সাইবার সিকিউরিটি রিসার্চার বেশ কিছু অ্যাপকে নিষিদ্ধ করেছে সেগুলো নিচে উল্লেখ করা হল,
মনে রাখবেন এই মুহূর্তে এই অ্যাপ গুলো প্লে-স্টোরে না থাকলেও থার্ড-পার্টি বিভিন্ন স্টোর যেমন, APKPure এর মত স্টোর গুলোতে এভেইলেবল রয়েছে। ভুল করেও এই অ্যাপ গুলো ইন্সটল দিতে যাবেন না। তাছাড়া যে সমস্ত অ্যাপ গুলো আপনি থার্ডপার্টি বিভিন্ন স্টোর থেকে ইন্সটল দিয়েছিলেন সেগুলোও রিমুভ করে দিতে পারেন। আপনি আপনার ফোনের App এ যান এবং যে অ্যাপ গুলো সব সময় ব্যবহার করেন না সেগুলো রিমুভ করে দিন।
বিভিন্ন অ্যাপ আমাদের ফোনকে আরও স্মার্ট করে তুলতে সাহায্য করে, আমাদের জীবনকে করে তুলে আরও সহজ তবে কখনো কখনো এই অ্যাপ আপনার বিপদ ডেকে আনতে পারে। আর তাই সব সময় বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ইন্সটল দিন৷ প্লে-স্টোর থেকে অ্যাপ ইন্সটল দেবার আগে রেটিং, রিভিউ, ডেভেলপার ইত্যাদি বিবেচনা করে তারপর ইন্সটল দিন।
আপনি যদি এই টিউন দেখার পর উল্লেখিত কোন অ্যাপ আনইন্সটল করে থাকেন তাহলে বুঝবেন ইতিমধ্যে আপনার ডেটা রিস্কে রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আপনার ফোনটি রিসেটও দিতে পারেন।
তো কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন, আমাদের জানান আপনারও এমন কোন অভিজ্ঞতা আছে কিনা।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।