আজকে আমরা জানব Tor (The Onion Router) -এর ইতিহাস সম্পর্কে।
Tor এর পুর্ণরূপ হচ্ছে - The Onion Router |
বাংলা বলা যায় - পেঁয়াজ রাউটার।
এর নাম পেঁয়াজ রাউটার হওয়ার পেছনে একটা কারণ ও আছে সেটি হচ্ছে -
পেঁয়াজের মতো User -এর ip adress পেঁয়াজের মতো ভাগ করা থাকে।
অর্থাৎ কেও আপনার ip adress জানতে পারবে না।
টোর মূলত মার্কিন যোগাযোগের জন্য রক্ষা করার জন্য মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল। ২০০২ সালে Tor প্রকল্প-টি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। সফটওয়্যারটির নামটি Onion Router দেয়া হয়েছিল, তবে টোর এখন প্রোগ্রামটির আনুষ্ঠানিক নাম। The Onion Router (Tor) সফটওয়্যার টি 1, 46, 000 লাইন কোডের সমন্বয়ে তৈরি। এটি C - Language -এ লেখা আছে।
Tor -এর একটি বিশাল প্রক্সি ডাটাবেস রয়েছে যাতে ব্যবহারকারীরা তাদের নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করতে এবং তাদের অনলাইন পরিচয় সুরক্ষিত রাখতে পারে। Tor সফটওয়্যারটি Tor নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বজুড়ে রিলে নেটওয়ার্কগুলির মাধ্যমে যোগাযোগ এনক্রিপ্ট করে এবং এলোমেলোভাবে বাউন্সিং যোগাযোগের মাধ্যমে ভার্চুয়াল টানেলের সাথে যোগাযোগ স্থাপন করে। Tor নেটওয়ার্কগুলি ইন্টারনেট রিলে চ্যাট, তাত্ক্ষণিক বার্তাপ্রেরণ এবং ওয়েব ব্রাউজিংয়ের মতো অ্যাপ্লিকেশনগুলিকে অজ্ঞাত পরিচইয়ে সরবরাহ করে।
Tor এখন একদম সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী, সাংবাদিক, সেনা, কর্মী, আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ আরও অনেকে ব্যবহার করেন।
ইএফএফ ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত Tor প্রজেক্টের জন্য ওয়েব হোস্টিং প্রদান করে থাকে।
আমি ইশমাম হামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।