IP Address:- IP Address মানে Internet Protocol Address. এটি কিছু সংখ্যা দ্বারা তৈরি হয় যেমনঃ 43.245.121.182 এছাড়া যে সকল ডিভাইস অনলাইনে যুক্ত তার প্রতিটার এ আলাদা আলাদা আইপি আছে যা। প্রতিটি IP Address ইউনিক হয় এবং আইপি অ্যাড্রেস দিয়ে এক সার্ভার আরেক সার্ভারে ডাটা ট্র্যান্সফার করা যায়। পিসিকে আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আইপি দিয়েই শনাক্ত করে। এছাড়া একজন হ্যাকারের কাছে IP Address একটা গুরুত্তপূর্ণ জিনিস। তাকে তার নিজের আইপি লুকিয়ে রাখতে হয় পরিচয় গোপনের জন্য তেমনি অন্যদের IP Address জানতে হয় হ্যাক করার জন্য।
আইপি অ্যাড্রেস মূলত দুইটি কাজ করে থাকে,
Host বা Network Interface খুঁজে বের করে, যাতে অন্য সার্ভারের সাথে কানেক্ট করতে যায়।
এছাড়া IP Address দিয়ে নেটওয়ার্ক ব্যবহারকারীর ঠিকানা খুঁজে বের করা সম্ভব কারণ এটা নির্দিষ্ট এলাকা ভেদে আলাদা আলাদা হয়ে থাকে।
কিভাবে IP Address লুকিয়ে রাখা যায়?
নিজের IP Address লুকানোর সবচেয়ে ভালো পদ্ধতি হলো ভিপিএন ব্যবহার করা। আগের টিউনে ভিপিএন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তাই এটা সম্পর্কে বেশি কিছু বললাম না।
এছাড়া আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করেন সেই ওয়েবসাইটের মালিক আপনার IP Adress, Device Info এসব জানতে পারে। এজন্য প্রাইভেসি নিয়ে অতিরিক্ত সতর্ক হলে অবশ্যই ভিপিএন ব্যবহার উচিৎত।
IP Logger:- IP Logger হল একটি সহজ ওয়েব সার্ভিস যার মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহারকারী যে কাউকে লিংক পাঠিয়ে তার IP Adress বের করা যায়। অনেক ওয়েবসাইট এ ট্রাফিক মনিটরিং করার জন্যে এ টুল ব্যবহার করা হয়। অনেকে অন্যের আইপি বের করার জন্যে এ টুল ব্যবহার করে Grabify, Iplogger সহ নানা ওয়েবসাইট ব্যবহার করে Link Shortnet করে কাউকে পাঠালে তার IP Adress পাওয়া যায় অনেকে এটার খারাপ ব্যবহার ও করে।
ডিজিটাল ফুটপ্রিন্টঃ- গুগলে কিছু সার্চ করার পরেরদিন আপনার ফেইসবুক, ইন্সট্রাগ্রাম সবখানে চলে আসছে. এখন AI এর ব্যবহার বাড়ায় ব্যাপারটা অহরহ হচ্ছে। আজ আর গুগলে সার্চ করা লাগেনা, বন্ধুদের সাথে আড্ডায় কোন পণ্য বা কোর্স নিয়ে আলোচনা করছেন, দেখা যাবে সেটা আপনার ফেইসবুক ওয়ালে চলে আসছে। ব্যাপারটা মজার হলেও, কত সহজেই আপনার পছন্দের জিনিস পেয়ে গেলেন, কিন্তু এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে। বর্তমানে প্রাইভেসি বলতে কিছু নেই। সবটাই রেকর্ড করা হচ্ছে, এনালাইসিস করা হচ্ছে। কিন্তু এত তথ্য জমা রাখা, Analysis করা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, কারণ এতো ডাটা সংরক্ষন করা এতো সহজ ব্যপার না তাও এতো টাকা দিয়ে তারা করে কেন?
এসব তথ্য খুব সহজেই বিক্রি করা যায়। বড় কোম্পানি নিজেদের প্রোডাক্ট বের করবে এখন তাদের জানা লাগবে অন্যরা কি ধরনের প্রোডাক্ট চায় তখন তারা মার্কেট সার্ভের মত ঝামেলায় না গিয়ে সহজেই সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে এই তথ্য কিনে ব্যবহার করতে পারে আবাত চাকরির নিয়োগেরও এটা ব্যবহার করা হতে পারে। আপনার বিগত বছর গুলোয় কার সাথে মিশছেন, কি কথা বলছেন, কার সাথে কি চ্যাট করছেন, কোথায় কি খেয়েছেন সব তারা পেয়ে যাচ্ছে। ইন্টারনেটে যা করেন না কেন, কিছুই স্থায়ীভাবে মুছে ফেলা যায়না। এই কাজ গুলো আপনার জ্ঞানের অগোচরেই হচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। অর্থাৎ ইন্টারনেটে আপনি যেখানেই প্রবেশ করেননা কেন, সবখানেই আপনার একটা স্থায়ী চিহ্ন থেকে যায়। এমনকি আপনি ব্যক্তিগত একাউন্ট থেকে মুছে দিলেও তাদের সার্ভারে জমা থাকে। ম্যাসেজ ডিলিট করার সুবিধা আসার পর এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। কারণ ব্যবহারকারি মুছে দেয়া যায় বলে মন খুলে সব বলে পরে ডিলিট করে দিচ্ছে, কিন্তু সার্ভারে সব জমা থাকায় একটা ব্যক্তিগত সুরক্ষা ঝুঁকি রয়ে যায়। পরবর্তীতে এসব তথ্য দিয়ে ব্ল্যাকমেইল ও করার সম্ভাবনা রয়েছে। তাই নিজের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে প্রকাশ করার ব্যাপারে সচেতন হতে হবে। মজা করেও উলটাপালটা বলা থেকে বিরত থাকতে হবে। এবং প্রয়োজনের বাইরে অতিরিক্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা উচিত না এবং থার্ড পার্টি এপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এবং সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
আমি তানভীর খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।
Ethical Hacker || Bug Hunter || Red Team Member at @SynackRedTeam|| Admin at CTF_Community_Bangladesh || Admin at Bug_Bounty_Community_Bangladesh