হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।
আজকে আমি আপনাদের সাথে ইন্টারনেট এর ম্যালওয়্যার এবং পর্ণগ্রাফি ওয়েব সাইট যেভাবে ব্লক করবেন তার বিস্তারিত আলোচনা করবো, তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
দুই বছর আগে এপ্রিল মাসে Cloudflare তাদের 1.1.1.1 ফ্রি পাবলিক DNS ঘোষণা করেছে, এটির মূলত ফাস্ট, সিকিউর এবং প্রাইভেসি সার্ভিস দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, যদিও ইন্টারনেট ডোমেন নেম রিসোলিউশন সার্ভার 1.1.1.1 এর মাধ্যমে আপনার ইন্টারনেট এর গতিকে তুলনামূলক ভাবে আরও ফাস্ট করতে পারে, এছাড়াও Cloudflare প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের কাছে থাকা ডেটা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রয় করবে না।
তাছাড়াও ব্যবহারকারীর অরিজিনাল IP অ্যাড্রেস তারা রেকর্ড করে রাখবে না, এবং প্রতি ২৪ ঘণ্টা অন্তর অন্তর সমস্ত কালেক্টেড ডেটা ডিলিট করে ফেলবে এবং থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে এটি মনিটর করা হবে, যাতে করে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। আর এটি নিয়ে আমি অনেক দিন আগে একটি টিউন করেছিলাম, 1111 WARP ব্যবহার করে আপনার ইন্টারনেট জগতকে করুন সুপার ডুপার ফাস্ট এবং সিকিউর টিউনটি এখান থেকে দেখে আসুন।
গত বছরে তারা 1.1.1.1 নামে একটি মোবাইল অ্যাপ এর সাথে VPN ফাংশন সহ রিলিজ করেছে যার নাম দেওয়া হয়েছিল Cloudflare WARP, ফলে অরিজিনাল DNS অ্যাক্সেলেরেশন সার্ভিস প্রদান করার সম্ভাবনা তৈরি হল এবং WARP ব্যবহার করে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সার্ভিস (Virtual Private Network) প্রদান করা আরও সহজ হয়ে উঠলো, শুধুমাত্র একটি বাটনে টাচ করেই আপনার নেটওয়ার্কের নোড অন্য দেশের সাথে কানেক্ট করতে পারবেন এবং আরও সিকিউর এবং এনক্রিপ্টেড চ্যানেল ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই বছরের এপ্রিল মাসে Cloudflare এর একটি নতুন সার্ভিস চালু করেছে, যার নাম হচ্ছে "1.1.1.1 for Families"। সংক্ষেপে বলতে গেলে, এটি ফ্রি পাবলিক DNS সার্ভিসের ফ্যামিলি ভার্সন, যা 1.1.1.1 সার্ভার ব্যবহার করে ম্যালিসিয়াস ওয়েব সাইট ব্লক করে এবং অ্যাডাল্ট কন্টেন্ট গুলোকে ফিল্টারিং করে থাকে। এটি OpenDNS এর সার্ভিসের মতই, যা আগে থেকেই সেট করা কিছু ওয়েব সাইটের রিকুয়েস্ট গুলো অটোমেটিক্যালি ব্লক করে দেয়, যা ইউজার প্রান্ত থেকে ক্ষতিকারক কন্টেন্ট গুলো সরাসরি ব্লক করার জন্য খুবই উপকারী একটি টুলস, এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এই ব্যবহার করতে আপনাকে কোন বাড়তি খরচ করতে হবে না, একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।
Cloudflare এর ব্লগে ঘোষণা করেছে যে, গুগলের পাবলিক DNS এর পরে 1.1.1.1 DNS সার্ভিস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক রিসোলিউশন সার্ভিস হয়ে উঠেছে। আর এই সার্ভিসের মূল উদ্দেশ্য হল স্লো ওয়েব সাইটগুলির সমস্যা সমাধান করা ও ইউজারদের ইন্টারনেট এর গতি তুলনামূলক ভাবে বৃদ্ধি করা, এবং মূলত হোম ইউজারদের জন্য ক্ষতিকারক ওয়েব সাইট গুলো অটোমেটিক্যালি ফিল্টার আউট করতে পারে, আশা করা যায় এর ফলে বাসার শিশুরা ম্যালিসিয়াস সফটওয়্যার ইন্সটল এবং পর্ণগ্রাফিক কন্টেন্ট দেখাতে পারবে না।
1.1.1.1 হোম এডিশনের দুটি ভার্সন রয়েছে, প্রথমটি হল শুধুমাত্র পূর্ব নির্ধারিত ম্যালওয়্যার ব্লক করবে এবং দ্বিতীয়টি হল ম্যালওয়্যার এর সাথে সাথে অ্যাডাল্ট ওয়েবসাইটগুলিও ব্লক করবে, এখন আপনিই সিদ্ধান্ত নেন কোন ভার্সনটি ব্যবহার করবেন প্রথমটি নাকি দ্বিতীয়টি?
Preferred DNS server: 1.1.1.2
Alternate DNS servers: 1.0.0.2
IPv6: 2606:4700:4700::1112
IPv6: 2606:4700:4700::1002
Preferred DNS server: 1.1.1.3
Alternate DNS servers: 1.0.0.3
IPv6: 2606:4700:4700::1113
IPv6: 2606:4700:4700::1003
প্রথমে "Start" বাটনে ক্লিক করে উইন্ডোজ এর সেটিংস ফাংশনটি ওপেন করতে "Settings" অপশন সিলেক্ট করুন, সেটিংস অপশন থেকে "Network and Internet" বাছাই করুন, এখান থেকে আপনি কম্পিউটারের ওয়াইফাই, ফ্লাইট মোড অথবা VPN এবং অন্যান্য বিভিন্ন অপশনগুলির সেটিং করতে পারবেন।
আপনি যদি ইন্টারনেট ক্যাবল কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে বাম পাশের প্যানেল থেকে "Ethernet" সিলেক্ট করুন আর যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে "Wi-Fi" অপশনটি সিলেক্ট করুন।
তারপরে আপনি আপনার নেটওয়ার্ক সম্পর্কিত সেটিংস এখানে দেখতে পাবেন, যেমনঃ IP অ্যাড্রেস, DNS সার্ভার, নেটওয়ার্ক কার্ড, ম্যাক অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য। এখন উপরের IP সেটিংসের "Edit" বাটনে ক্লিক আপনি IPv4 এবং DNS সার্ভার এডিট করতে পারবেন।
উপরে উল্লেখিত 1.1.1.1 Families এর “Preferred DNS” এবং “Alternate DNS” এর দুইটি DNS সার্ভারের যেকোনো একটির অ্যাড্রেস গুলো ফাকা বক্সে ইনপুট করেন। উদাহরণস্বরূপ, আপনি শুধু ম্যালওয়্যার বা ম্যালিসিয়াস সাইটগুলি ব্লক করতে চান, “Preferred DNS” ফিল্ডে 1.1.1.2 এবং “Alternate DNS” ফিল্ডে 1.0.0.2 অ্যাড্রেস গুলো ইনপুট করুন, সেভ করার পর তা কাজ করা শুরু করবে।
উপরের দেখানো পদ্ধতিতে সেটিং না করে আপনি চাইলে অবশ্যই আগের নিয়মেও তা করতে পারেন, এজন্য আপনাকে যেতে হবে Control Panel তারপরে Network and Internet এবং এরপরে Network Connections অপশনে, এখান থেকে "Ethernet" অপশনে রাইট ক্লিক করে "Properties" সিলেক্ট করুন এবং TCP / IPv4 অপশন সিলেক্ট করে আবার "Properties" অপশনে ক্লিক করুন এবং সবশেষে “Preferred DNS” ফিল্ডে 1.1.1.2 এবং “Alternate DNS” ফিল্ডে 1.0.0.2 অ্যাড্রেস গুলো ইনপুট করুন, সেভ করুন।
বর্তমানে Cloudflare এর ব্লকিং ফিল্টারিং সম্পূর্ণ অটোমেটিক ভাবে কাজ করে, তবে এর ব্যবহারকারীদের জন্য সমস্ত সেটিংস ম্যানেজ করার জন্য আগামী কয়েক মাসের মধ্যে ওয়েব সাইট ব্ল্যাক লিস্ট ও হোয়াইটলিস্ট করতে এবং পর্যায়ক্রমে একটি শিডিয়ুলিং ফাংশন অ্যাড পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত এই সার্ভিসে ফিল্টারের মাধ্যমে কোন ওয়েব সাইট ব্লক করার অপশন নেই।
আপনি "1.1.1.1 for Families" আপনার উইন্ডোজ, macOS, লিনাক্স বা এমনকি আপনার বাসার রাউটারেও সেট আপ করতে পারবেন। এছাড়াও আপনার আইওএস এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সেট আপ করতে চাইলে অ্যাপ স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করেও সেট আপ করতে পারবেন। আর আপনি যদি এই ধরনের কোন সার্ভিস ব্যবহার করতে চান তাহলে নিশ্চিন্তে এই সার্ভিসটি ব্যবহার করে দেখতে পারেন।
আপনি "1.1.1.1 for Families" আপনার এবং আপনার পরিবারের ইন্টারনেট জগতকে মসৃণ করতে পারবেন আর বাচ্চাদেরকে দিতে পারবেন একটি নিরাপদ ইন্টারনেট অ্যাক্সেস। নিচের টিউনমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত গুলো জানাতে ভুলবেন না।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।