Private.sh – Encrypted ও টোটাল প্রাইভেসি ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন! সার্চ ট্রাকিং নিয়ে আর নেই ভয়!

টিউন বিভাগ সাইবার সিকিউরিটি
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস বাসি, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

Google সার্চ ইঞ্জিনের নাম শুনিনি আর ব্যবহার করেনি এমন লোক খুঁজলে হওতো নাও পাওয়া যেতে পারে, কিন্তু গুগলের প্রাইভেসি পলিসি নিয়ে চিন্তিত এমন কাউকে খুঁজলে তা নিশ্চিত পাওয়া যাবে। কেননা আমাদের করা প্রতিটি সার্চই গুগল সেভ করে রাখে কুকিজ আকারে, আর সেই সমস্ত কুকি ব্যবহার করে তারা আমাদের নানা ভাবে ট্রাক করতে পারে। তাছাড়া আমরা প্রতিদিনই গুগলের কোন না কোন সার্ভিস ব্যবহার করে থাকি যার ফলে আমাদের প্রতিটা স্টেপ সম্পর্কে গুগল জানে। ফলে আমাদের প্রাইভেসি আজ কয়েক সেকেন্ডের মাঝেই হুমকির মুখে চলে যায়। এজন্য আমি আজকে একটি প্রাইভেসি ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করবো যাতে করে আমাদের প্রাইভেসি কিছুটা হলেও রক্ষা পাবে। তাই দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

Private.sh হচ্ছে নতুন একটি প্রাইভেসি ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন যা আনুষ্ঠানিকভাবে নভেম্বর ২০১৯-এ প্রকাশিত হয়। আর এই সার্চ ইঞ্জিনটি Private Internet Access এর মাধ্যমে পরিচালিত, তারা VPN সলিউশনস সহ অন্যান্য টুলস এবং Gigablast প্রোভাইড করে থাকে, এছাড়াও তারা ইন্টারনেট পেইজ এর ইনডেক্স মেইনটেইন করে থাকে যা সার্চ ইঞ্জিনের জন্য সহায়ক।

Private.sh কর্তৃপক্ষ অঙ্গীকার করেছে তারা এনক্রিপ্ট সার্চ সিস্টেম সেবা দেওয়া এবং ব্যবহারকারীর IP অ্যাড্রেস হাইড করার জন্য সিকিউর প্রক্সি ব্যবহার করার মাধ্যমে অন্য সব সার্চ ইঞ্জিন থেকে আরও ভাল প্রাইভেসি নিশ্চিত করবে।

Private.sh

অফিসিয়াল ওয়েবসাইট @ Private.sh

Private.sh যেভাবে কাজ করে

Private.sh কিভাবে কাজ করে যদি তা সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে হবে যে, যখন Private.sh ব্যবহার করে আপনারা সার্চ করার জন্য, সার্চ বক্সে Keyword টাইপ করে Search বাটনে ক্লিক করে সার্চ করেন, তখন সার্চ করা শব্দগুলি অটোমেটিক্যালি এনক্রিপ্ট হয়ে যায়। এরপর সার্চ রিকোয়েস্ট-টি একটি সিকিউর প্রক্সি টার্নেল এর মধ্য দিয়ে পাস করা হয় যা Private Internet Access মেইন্টেইন করে থাকে এবং তারপরে তা Gigablast-এ সাবমিট করা হয়। এরপরে, সার্চ রিকোয়েস্ট প্রসেস করা হয়। একটি টেম্পোরারি Key ব্যবহার করে সার্চ রেজাল্ট এনক্রিপ্ট করা হয় এবং সার্চ রিকোয়েস্ট এভাবে সিকিউর ভাবে প্রসেস হয়, আর ঠিক একই ভাবে সার্চ রেজাল্ট ব্যবহারকারীর নিকট পাঠানো হয়।

Private.sh তাদের এই নতুন এই সার্ভিস নিয়ে Private Internet Access এর ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে এবং এই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত আরও তথ্য দিয়েছে। তাছাড়া Private.sh এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানা যাবে।

যখন Private.sh ব্যবহার করে আপনারা সার্চ করার জন্য, সার্চ বক্সে Keyword টাইপ করে Search বাটনে ক্লিক করে সার্চ করেন তখন GigaBlast এর পাবলিক Key ব্যবহার করে ক্লায়েন্ট সাইডে (আপনার কম্পিউটার বা ডিভাইসে) সার্চ করা Keyword গুলি অটোমেটিক্যালি এনক্রিপ্ট হয়ে যায়, যা কেবল আপনার কম্পিউটার বা ডিভাইসই ডিক্রিপ্ট করতে পারে। প্রকৃতপক্ষে Private.sh এটা নিশ্চিত করে যে, Private.sh এ সার্চ করা Keyword  টি যেন কেউ কখনই দেখতে না পায়।

সার্চ করা Keyword গুলি এনক্রিপ্ট হওয়ার পরে, একটি প্রাইভেট প্রক্সি এর মাধ্যমে GigaBlast থেকে সার্চ ইঞ্জিন এর মধ্য দিয়ে পাস করা হয় যাতে করে GigaBlast আপনার আসল IP অ্যাড্রেস না দেখতে পারে, আর ব্রাউজারের ফিঙ্গারপ্রিন্ট বা আপনার প্রাইভেসি নষ্ট হওয়া বা ইউজার প্রোফাইল ক্রিয়েট করতে না পারে। এর ফলে, আপনার করা সার্চ রিকোয়েস্ট গুলি কেউ দেখতে পারবে না ফলে  Private.sh বা GigaBlast কোন সার্ভিসই আপনার সার্চ হিস্টোরি স্টোর করতে পারবে না। আর আপনার প্রাইভেসি থাকবে নিরাপদ।

সবশেষে, সার্চ রিকোয়েস্ট এর ফলাফল গুলি আপনাকে দেওয়া পাবলিক Key ব্যবহার করে GigaBlast এর মাধ্যমে এনক্রিপ্ট করা হW এবং Private.sh এর প্রক্সি এর মধ্য দিয়ে আপনার কাছে ট্রান্সফার করা হয়। এরপরে সার্চ এর রেজাল্ট জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনার ডিভাইসে ডিক্রিপ্ট করা হয় একটি টেম্পোরারি প্রাইভেট Key এর মাধ্যমে যা শুধুমাত্র আপনার ডিভাইসেই রয়েছে।

Private.sh এর সার্চ ফিল্টার অপশনস

Private.sh সার্চ ইঞ্জিন এর হোম পেইজে একটি সার্চ ফিল্ড রয়েছে এবং একই সাথে ফিল্টার করার জন্য Web/News বা by country এই অপশন গুলি রয়েছে। কিন্তু বিশ্বের সকল দেশ এর লিস্ট এই সার্চ ইঞ্জিনের ফিল্টার অপশনে নেই, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইংরেজীভাষী দেশ, ফ্রান্স, জার্মানি বা স্পেন সহ বেশ কয়েক দেশের নাম রয়েছে এই ফিল্টারে। কিন্তু এশিয়া মহাদেশের বেশির ভাগ দেশ এই ফিল্টার অপশন এখনও সাপোর্ট করে না। তবে ধীরে ধীরে তা যোগ করা হবে হয়ত।

আমার অভিজ্ঞতা অনুযায়ী Private.sh এ সার্চ করার পর অনুসন্ধান বা ফিল্টার এর ক্ষেত্রে সার্চ রিকোয়েস্ট এর রেজাল্ট গুলি খুবই দ্রুতই আসছে। আপনারাও সার্চ করে ও ফিল্টার করে দেখুন কেমন মনে হচ্ছে আর আমাকে টিউমেন্ট করে জানান।

আর Private Internet Access এর জন্য সার্চ ইঞ্জিন এর সাইডবারে একটি টেক্সট ব্যানার শো করে কিন্তু কোন বিজ্ঞাপণ বা অন্যান্য কন্টেন্ট শো করে না। আপনারা যদি Private.sh এর নেটওয়ার্ক কানেক্টশন চেক করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে Private.sh সার্চ ইঞ্জিনটি শুধু নিজেস্ব Domain আর Subdomain এর সাথে কানেক্টটেড। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আপনার প্রাইভেসি ১০০% সুরক্ষিত।

Private.sh এর সার্চ রেজাল্ট

তাছাড়া সার্চ রেজাল্ট গুলো মোটামুটি ঠিক আছে কিন্তু Google বা Microsoft এর সার্চ ইঞ্জিনের মত ততটা সমৃদ্ধ নয়। তবুও তারা যে প্রাইভেসি ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করেছে তা আসলেই প্রশংসারযোগ্য।

Private.sh এর ব্রাউজার এক্সটেনশন সমূহ

Private.sh বর্তমানে, গুগল ক্রোম (এবং অন্যান্য ক্রোমিয়াম-ভিত্তিক ওয়েব ব্রাউজার) এবং ফায়ারফক্সের ব্রাউজার এর জন্য Private.sh এক্সটেনশান রিলিজ করেছে। আর এই সব এক্সটেনশান গুলি তাদের অফিসিয়াল অ্যাড অন স্টোরে রয়েছে এবং এক্সটেনশান গুলির আলাদা আলদা ভার্সন সরাসরি Private.sh সার্চ ইঞ্জিন এর ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

Private.sh এর এক্সট্রা সিকিউরিটির লেয়ার

সম্প্রতি  Private.s তাদের ঘোষণা অনুসারে সার্চ এক্সপেরিয়েন্স এর সিকিউরিটির জন্য তারা আরও একটি লেয়ার অ্যাড করেছে। Private.sh এর এক্সটেনশন ব্যবহার করে আপনার পার্সোনাল সার্চ এক্সপেরিয়েন্স সিকিউরিটির জন্য Private.s আরও একটি অতিরিক্ত লেয়ার যুক্ত করেছে। ফলে Private.sh ওয়েব সাইট ভিজিট করার সময়, আপনার করা সার্চ রিকোয়েস্ট এর শব্দগুলো এনক্রিপ্ট করার জন্য ব্যবহৃত কোড গুলো Private.sh থেকে আসলে এটি Javascript এর মাধ্যমে আপনার কম্পিউটারে প্রসেস হয়।

আর যখন আপনি Private.sh এর Google Chrome এক্সটেনশন বা Firefox অ্যাড অন ব্যবহার করেন তখন সমস্ত কোড আপনার কম্পিউটার ব্যবহার করে প্রসেস করে না, তার মানে তখন সমস্ত কোড অনলাইনে তাদের সার্ভার এন্ড ব্যবহার করে প্রসেস করে থাকে। এর ফলে যখন Private.sh এর এক্সটেনশন আপনার কম্পিউটারে ব্যবহার করবেন, তখন কোন হ্যাকার আপনার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবে তো নাই সাথে সাথে কোন ইনফর্মেশনও মডিফাই ও করতে পারবে না।

শেষ কথা

এক কথায় প্রথম দেখাতেই আমার কাছে Private.sh সার্চ ইঞ্জিনটি বেশ ভাল লেগেছে কেননা এটি খুবই সিম্পল আর দ্রুত কাজ করে। তাছাড়াও Private.sh সার্চ ইঞ্জিন খুবই দ্রুত কাজ করে আর সার্চ রেজাল্ট গুলো খুবই দ্রুত ডিসপ্লে করে থাকে। আর তারা প্রচলিত সার্চ ইঞ্জিন গুলোর থেকে ভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করেছে বলে তাদের ধন্যবাদ প্রাপ্য। তাছাড়া সবচেয়ে বড় কথা হল Private.sh আমাদের কে কথা দিয়েছে যে, আমাদের সার্চ করা সকল ইনফর্মেশন এবং IP অ্যাড্রেস সব সময়ই প্রোটেক্ট থাকবে। তো আর সংশয় কেন, প্রাইভেসি ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন Private.sh ব্যবহার করে দেখতে পারেন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস