যারা ব্লগ করতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই টিউন। ব্লগস্পটে যারা ব্লগ করে আমি দেখেছি তারা ভালো একটি টেমপ্লেট পাওয়ার জন্য গুগলে খুজতে খুজতে শেষ পর্যন্ত অতিষ্ট হয়ে পরে। না বন্ধুরা এই টেমপ্লেটটি একবার দেখুন তারপর চিন্তাকরুন আসলে কেমন হবে। এই টেমপ্লেটটি সম্পূর্ণ পেইড। কিন্তু এই টেমপ্লেটটি আমি নিজে ডাউনলোড করেছি। আমি আপনাদের মাঝে এই টেমপ্লেটটি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিলাম। এই টেমপ্লেটে রয়েছে অসাধারন সব ফিচার যেমনঃ ভিডিও স্লাইডার, মেনুবার, টিউনভিউ কাউন্টার, রেসপন্সিভ ডিজাইন, তিন কলাম ফুটার মেনুসহ আরো অনেক কিছু। সবচেয়ে বড় কথা হলো এই টেমপ্লেট অনেক বেশি পাওয়ারফুল আর এর লোডিং স্পিড অনেক ভালো। 3rdBell টেমপ্লেট এ ইউটিউব ভিডিও স্ট্রিমিং সহ vimeo ভিডিও embed code সাপোর্ট করে। বন্ধুরা আসুন দেখেনেই এর সব ফিচার সমূহ এবং সাথে রয়েছে মিডিয়াফায়ার এর সরাসরি ঝামেলা বিহীন ডাউনলোড লিংক।
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।