স্মার্ট ঘড়ির সুযোগ সুবিধা

Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

সেকেলে ডায়ালেক্ট এর ঘড়ির বদলে মার্কেটে জায়গা করে নিয়েছে স্মার্ট ঘড়ি। সময় দেখার পাশাপাশি পাচ্ছেন বিভিন্ন ডিজিটাল ফিচারস। মোবাইল নেটওয়ার্ক, ক্যামেরা, কলিং, অ্যান্ড্রয়েড ফিচার সহ আছেআরও বিভিন্ন সুযোগ সুবিধা। হাল ফ্যাশনের যুগে স্মার্ট ঘড়ির চাহিদা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। মার্কেটে আসছে নতুন নতুন ফিচারের নান্দনিক ডিজাইনের সব স্মার্ট ঘড়ি। চলুন জেনে নেয়া যাক স্মার্ট ঘড়ির কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে -

১. টাচস্ক্রীন

টাচস্ক্রীন ফিচার

স্মার্ট ঘড়ির যাবতীয় কার্যকলাপ কনট্রোল করা যায় টাচস্ক্রীন সেন্সর এর মাধ্যমে। স্লিপ মোডে থাকা স্ক্রিনে টাচ করে সময় দেখতে পারবেন। তাছাড়া টাচস্ক্রীন সেন্সরের মাধ্যমে কল কনট্রোলিং, মেসেজিং, এবং ম্যানেজমেন্ট সহ সব ধরনের কাজ করতে পারবেন।

২. অডিও কলিং

অডিও কলিং ফিচার

বেশিরভাগ স্মার্ট ফোনেই সিমকার্ড সাপোর্ট করে। ফলে অডিও কলিং এর সুবিধা পাওয়া যায়। হাতে থাকা গড়িটি দিয়ে যদি যোগাযোগ করা যায়, তাহলে কতো ইন্টারেস্টিং হয় বিষয়টা একবার ভাবুন তো! কলিং সার্ভিস এর জন্য একটি মাউথ স্পিকার ও একটি কল স্পিকার তো থাকছেই।

৩. ক্যামেরা সেটআপ

ক্যামেরা ফিচার নিয়ে স্মার্ট ওয়াচ

বেশিরভাগ ব্রান্ডেড স্মার্ট ওয়াচে বর্তমানে ক্যামেরা সেটআপ থাকে। চাইলে যে কোনো সময় হাতের ঘড়িটির মাধ্যমে প্রয়োজনীয় ছবি তুলতে পারবেন। মোবাইল স্টোরেজে সেই ছবি সেভ করাও সম্ভব। আবার কোনো কোনো স্মার্ট ওয়াচে ইমেজ ইডিটিং ফাংশনও আছে।

৪. মিউজিক প্লেয়ার

স্মার্ট ওয়াচের মাধ্যমে গান শুনুন

স্মার্ট ওয়াচ এর একটি আকর্ষণীয় ফিচার হলো এর মিউজিয়াম প্লেয়ার। বোরিং সময়ে একটু রিল্যাক্সেশনের জন্য গান শুনতে পারবেন হাতে থাকা ঘড়ির মাধ্যমে। মোবাইল দিয়ে হয়তো গুরুত্বপূর্ণ কাজ করছেন, তখন গান শোনার একমাত্র গেজেট হতে পারে আপনার স্মার্ট ওয়াচটি।

৫. ওয়াটারপ্রুফ ফিচার

ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ

স্মার্ট ঘড়িটি গুলোর বেশিরভাগেরই ওয়াটারপ্রুফ ফিচার রয়েছে। তাই এগুলো ক্যারি করাও বেশ সহজ। বিশেষ করে এডভেঞ্চার প্রেমীদের জন্য স্মার্ট ওয়াচ খুব কার্যকরী। কেননা বিভিন্ন ট্রাভেলিং এর ক্ষেত্রে মোবাইল নিয়ে যাওয়া সম্ভব হয় না। এসব পরিস্থিতিতে হাতে থাকা ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচটি আপনাকে কানেক্টেড রাখতে সহায়তা করবে। কেননা এতে রোদ, ঝড়, বৃষ্টি যাই আঘাত হানুক কোনো সমস্যা হবে না।

৬. তাপমাত্রা নির্ণয়কারক

তাপমাত্রা নির্ণায়ক স্মার্ট ওয়াচ

সকল ব্রান্ডের স্মার্ট ঘড়িতেই তাপমাত্রা নির্ণয়ক ফিচার থাকে। তাই আপনার অবস্থান অনুযায়ী তাৎক্ষণিক তাপমাত্রা নির্ণয় করতে পারবেন।

একটা মাত্র ঘড়িতে একসাথে কতগুলো ফিচার পাচ্ছেন একবার ভেবে দেখুন তো! হাতের ঘড়িই যদি হয় সব প্রয়োজনের একমাত্র সমাধান তাহলে আর চিন্তা কোথায়। বেছে নিন নিজের পছন্দের স্মার্ট ঘড়িটি। বাংলাদেশী মার্কেটে ১৮০০ বা তারও কম মূল্য থেকে শুরু করে খুব এক্সপেন্সিভ ক্যাটাগরির স্মার্ট ওয়াচ পাওয়া যায়।

পছন্দের ব্রান্ডের পছন্দের স্মার্ট ঘড়িটি কিনতে হলে প্রতিটা ব্রান্ড ও এদের ফিচার সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া উচিত।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস