টেকটিউনস টিউনার হিসেবে যখন কোন বিষয়ে রিপ্লাইয়ের মাধ্যমে কোন নিশ্চিতকরণের নির্দেশনা দেওয়া হয়, তখন নিশ্চিতকরণের ম্যাসেজটি হুবহু ঠিক রেখে আপনার নিজেস্ব Narrative (নিজেস্ব কন্ঠে নিজেকে উদ্দেশ্য করে বলা) এ রিপ্লাই করে নিশ্চিতকরণ করতে হয়।
যদি নিশ্চিতকরণের নির্দেশনা দেওয়া হয় যে
আপনার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে এই ম্যাসেজের রিপ্লাইয়ের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করুন যে, আপনার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ হলে আপনি টিউন টাস্ক সঠিক ভাবে সম্পন্ন করবেন ও সাবমিট করবেন।
তবে রিপ্লাইয়ে আপনার নিশ্চিতকরণ ম্যাসেজ হবে
আমি নিশ্চিত করছি যে, আমার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ হলে আমি টিউন টাস্ক সঠিক ভাবে সম্পন্ন করবো ও সাবমিট করবো।
এখানে লক্ষ করুন
প্রথমত
"আমাদেরকে নিশ্চিত করুন যে"
অংশ থেকে
"সম্পন্ন করবেন ও সাবমিট করবেন। "
অংশটুকু (শেষ দাড়ি (। ) সহ) হুবহু কপি করা হয়েছে।
এরপর
"আমাদেরকে নিশ্চিত করুন যে, আপনার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ হলে আপনি টিউন টাস্ক সঠিক ভাবে সম্পন্ন করবেন ও সাবমিট করবেন। "
অংশ হুবহু ঠিক রেখে
নিজেস্ব Narrative এ (নিজেস্ব কন্ঠে নিজেকে উদ্দেশ্য করে) রিপ্লাই করে নিশ্চিতকরণ করা হয়েছে।
এভাবে নিশ্চিতকরণের ম্যাসেজটি হুবহু ঠিক রেখে আপনার নিজেস্ব Narrative এ (নিজেস্ব কন্ঠে নিজেকে উদ্দেশ্য করে) রিপ্লাই করে নিশ্চিতকরণ করতে হয়।
রিপ্লাই করে নিশ্চিতকরণ করতে খেয়াল রাখুন যেন নিশ্চিতকরণ এর শুরু "আমি নিশ্চিত করছি যে, " (কমা (, ) সহ) শুরু হয় এবং শেষ দাড়ি (। ) দিয়ে হয়।
আমি নিশ্চিত করছি যে, আমার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ হলে আমি টিউন টাস্ক সঠিক ভাবে সম্পন্ন করবো ও সাবমিট করবো।
এখানে লক্ষ করুন
রিপ্লাই করে নিশ্চিতকরণ করতে নিশ্চিতকরণ এর শুরু
"আমি নিশ্চিত করছি যে, "
(কমা (, ) সহ) শুরু হয়েছে এবং
শেষ দাড়ি (। ) দিয়ে হয়েছে।
টেকটিউনস টিউনার হিসেবে যখন কোন বিষয়ে রিপ্লাইয়ের মাধ্যমে কোন আপনাকে মাল্টিপল (Multiple) (এক এর অধিক) নিশ্চিতকরণের নির্দেশনা দেওয়া হয় সে ক্ষেত্রে আপনাকে দেওয়া নিশ্চিতকরণ নির্দেশনার ক্রম অনুযায়ী প্রতিটি নিশ্চিতকরণ এর আগে ক্রমিকনম্বর যোগ করে নিশ্চিতকরণ রিপ্লাই করুন।
ক্রমিক নম্বর যোগ করার ফরমেট হচ্ছে: প্রথমে ক্রমিক নম্বর, এরপর কোন স্পেস না দিয়ে একটি ডট, এরপর একটি স্পেস, এরপর আপনার নিজেস্ব Narrative এ নিশ্চিতকরণ।
এবং প্রতিটি নিশ্চিতকরণ একে অন্য থেকে আলাদা করার জন্য এর প্রতিটি নিশ্চিতকরণ মাঝে একটি লাইব্রেক (Single Line Break) থাকবে।
১. আমি নিশ্চিত করছি যে, আমার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ হলে আমি টিউন টাস্ক সঠিক ভাবে সম্পন্ন করবো ও সাবমিট করবো।
২. আমি নিশ্চিত করছি যে, আমার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ হলে আমি টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ কন্টেন্ট তৈরির পাশাপাশি ইউজার এনগেজিং কন্টেন্ট তৈরি করে টিউন প্রকাশ করবো।
৩. আমি নিশ্চিত করছি যে আমার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ হলে আমি ১০০% প্লেজারিজম (Plagiarism) মুক্ত, ইউনিক টিউন প্রকাশ করবো।
এখানে লক্ষ করুন
এখানে লক্ষ করুন
মাল্টিপল (Multiple) (এক এর অধিক) নিশ্চিতকরণের জন্য ১ টি রিপ্লাই ম্যাসেজের মাধ্যমে এই গাইডলাইন অনুযায়ী নিশ্চিতকরণ রিপ্লাই করুন। মাল্টিপল (Multiple) (এক এর অধিক) নিশ্চিতকরণের জন্য ১ টি রিপ্লাই এর অধিক, একাধিক রিপ্লাই ম্যাসেজের মাধ্যমে নিশ্চিতকরণ রিপ্লাই করা যায় না।
এভাবে টেকটিউনস টিউনার হিসেবে যখন কোন বিষয়ে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে কোন সিঙ্গেল (Single) বা মাল্টিপল (Multiple) (এক এর অধিক) নিশ্চিতকরণের নির্দেশনা দেওয়া হয় সে ক্ষেত্রে এই গাইডলাইন অনুযায়ী নিশ্চিতকরণ রিপ্লাই করুন।