আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, আশাকরি আজকের এই টিউন আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
আপনি কি চিন্তায় রয়েছেন Intel নাকি AMD প্রসেসর কিনবেন, আপনি যদি এই বিষয় নিয়ে চিন্তায় থাকেন তাহলে আজকের এই টিউন ভালো করে ফলো করার পর আমি আশাকরি আপনার চিন্তা সম্পূর্ণ ভাবে দূর হয়ে যাবে, তাই Intel এবং AMD সম্পর্কে সুন্দর একটি ধারণা পেতে ফলো করুন আজকের এই টিউন।
আমি আপনাদের সাজেস্ট করব আপনি Intel এর ল্যাপটপ কিনেন, Intel এর ল্যাপটপ গুলো AMD এর তুলনায় অনেক বেশি ফাস্ট, Intel এর ল্যাপটপ গুলোতে Clock Speed বেশি থাকে। AMD এর তুলনায় Intel এর ল্যাপটপ প্রায় ১২-১৫% বেশি থাকে। আপনি মনে করতে পারেন ডেক্সটপের ক্ষেত্রে ও একি, এ ক্ষেত্রে আমার উত্তর হলো না ল্যাপটপ থেকে ডেক্সটপ এর মধ্যে কিছু পার্থক্য থাকে।
ডেক্সটপের জন্য আপনি যদি প্রসেসর কিনেন তাহলে কিন্তু এখানে প্রাইজের বেশ কিছু বিষয় রয়েছে। আপনি যদি Intel এর একটি প্রসেসর ২০, ০০০ টাকা দিয়ে কিনেন তাহলে AMD এর সেইম প্রসেসর কিন্তু ৩-৪ হাজার টাকা কমে পেয়ে যাবেন, এক কথায় Intel এর তুলনায় AMD এর প্রসেসর একটু কম দামে পেয়ে যাবেন। আপনি যদি কম দামের মধ্যে PC কিনতে চান তাহলে কিন্তু আপনার জন্য AMD প্রসেসর ভালো।
আপনি ভিডিও এডিটিং এর জন্য কোন প্রসেসর নিবেন অথবা গেমিং এর জন্য কোন প্রসেসর নিবেন এটা নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান। অনেকে ইউটিউবে সার্চ করেন কিন্তু কোন সমাধান খুঁজে পান না। ভিডিও এডিটিং এর জন্য AMD প্রসেসর ভালো। AMD প্রসেসরে Multi Core বেশি থাকে আর ভিডিও রেন্ডারের ক্ষেত্রে Multi Core ভালো একটি হেল্প করে থাকে। আমার মতে আপনি যদি ভিডিও এডিটিং এর জন্য কোন প্রসেসর নিতে চান তাহলে AMD আপনার জন্য ব্যাটার। আপনি যদি মাল্টি টাস্ক এর কাজ করেন তাহলে আমার মতে অবশ্যই আপনাকে AMD প্রসেসর নিতে হবে।
গেমিং এর জন্য সবচেয়ে ভালো পারফরম্যান্স দিয়ে থাকে Single Core এর প্রসেসর গুলো, এক্ষেত্রে Intel হলো সবার থেকে Best।
Intel এর প্রসেসরের তুলনায় একটা AMD এর প্রসেসর হিট বেশি করে থাকে আর Intel এর তুলনায় AMD বিদ্যুৎ খরচ একটু বেশি হয়। আপনাকে মাথায় রাখতে হবে যে AMD তে হিটিং একটু বেশি হয় ঠিক কিন্তু এটার বিদ্যুৎ খরচ একটু বেশি হয়।
অনেকেই বলতে পারেন একদম বেসিক ভাবেই আমি আমার কম্পিউটার ব্যবহার করব, আপনি Microsoft Office এর সকল অ্যাপ গুলো ব্যবহার করবেন, আপনি টুকটাক ব্রাউজিং করবেন, ই-মেইল করবেন এরকম টুকটাক কাজ গুলো করবেন এক্ষেত্রে আপনি AMD প্রসেসর নিতে পারেন, AMD এর দাম একটু কম আসবে আর আপনি যদি আপনি গেমিং অথবা এরকম কোন কাজ করে থাকেন তাহলে আপনাকে Intel এর দিকে যেতে হবে।
অনেকেই ডেক্সটপ বা ল্যাপটপ নিতে চাচ্ছেন কিন্তু চিন্তায় পড়ে গিয়েছেন যে Intel নিবেন নাকি AMD নিবেন, আবার অনেকেই Intel এবং AMD কি এটাও বুঝেন না, তাদের জন্য আজকের এই টিউন। আপনি যদি গেমিং এর জন্য নিতে চান তাহলে আপনি Intel নিবেন এবং আপনি নরমাল কাজ যেমন MS এর যে সকল রয়েছে এগুলো অথবা মাল্টি টাস্কের জন্য নিতে চাইলে AMD আপনার জন্য বেস্ট। আশাকরি আজকের এই টিউন থেকে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি Intel নাকি AMD নিবেন।
আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবারও নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে, ভালো ও সুস্থ থাকুন সবাই খোদা হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.