একবিংশ শতাব্দীর এ যুগে প্রায় সবকিছুই ডিজিটালাইজেশন পর্যায়ে আছে। ফেসবুক টাইম লাইনে আপনার বন্ধুর টিউন করা ছবিটা কিংবা আপনার পছন্দের কোন পেইজ থেকে শেয়ার হওয়া ভিডিও কন্টেন্টটা এ সবকিছুই আসলে শূন্য আর এক এর লীলাখেলা। এমনকি আপনি এই মুহূর্তে যে লিখাটা পরছেন সেটাও শুধুমাত্র জিরো আর ওয়ান এর উপর ভিত্তি করেই প্রদর্শিত হচ্ছে।
মেশিনের সবকিছুই যদি এই শূন্য আর এক এর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে সে কিভাবে এইসব ভিন্ন-ভিন্ন তথ্য প্রসেস করে? কিভাবেই বা সে বুঝে কোন তথ্যটা ছবি, কোন তথ্যটা ভিডিও, কোনটা বা অডিও, কোনটাইবা সাধারণ প্লেইন টেক্সট?
শুধু জিরো আর ওয়ান দিয়েই মানুষ মহাশূন্যের যাচ্ছে, চালক বিহীন বিমান বানাচ্ছে, স্বয়ংক্রিয় মিসাইল সেট করছে এটা ভাবতে গেলে মাথা একটু চাপ অনুভব করেই। বিশেষ করে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা যাদের করা হয়নি তাদের জন্য এটা বুঝতে পারা যথেষ্ট কঠিন।
বর্তমান সময়ে কম্পিউটার বিজ্ঞান এমন একটা বিষয় যার সাথে সভ্য সমাজের প্রায় প্রতি জনই সম্পর্কিত। আমরা পিছনের প্রযুক্তিটা বুঝি আর নাই বুঝি তাতে আসলে কোন সমস্যা হয়না, সহজেই আমরা আমদের ডিজিটাল ডিভাইস গুলো চালনা করতে পারছি।
তবে যাদের জানার আগ্রহ প্রবল, যাদের প্রযুক্তি জ্ঞানের ক্ষুধা আছে তাদের জন্য কম্পিউটার বিজ্ঞান বিষয়ে জানতে পারার আগ্রহ বর্তমান সময়ে সবচাইতে বেশি থাকবে এইটাই স্বাভাবিক।
ভালো কথা এই যে, আপনি কম্পিউটার বিজ্ঞান নিয়ে জানতে চাইলে পড়াশোনা করতে চাইলে আপনার জন্য খুবই সহজ পথ খোলা আছে। এজন্য আপনাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবেনা কিংবা চান্স ও পেতে হবেনা।
সুপরিচিত হার্ভাড বিশ্ববিদ্যালয়ের নামকরা শিক্ষক ডেভিড মালান এই পথে আপনার সবচাইতে ভালো বন্ধু হতে পারেন। তার অধীনে অনলাইনে পরিচালিত CS50 কোর্সে আপনি সময় আর ধৈর্য নিয়ে এনরোল করতে পারলে কম্পিউটার বিজ্ঞানের যাবতীয় প্রশ্ন আপনার কাছে উত্তর হয়ে ধরা দিতে থাকবে। সম্পূর্ণ ফ্রি এই কোর্সে এনরোল করার জন্য আপনার শুধুমাত্র সময় আর মনোযোগ ইনভেস্ট করার প্রয়োজন হবে।
[ছবি - লেকচার দেওয়ার সময় ডেভিড মালান]
প্রথম অধ্যায়ে কম্পিউটার কার্য পদ্ধতি, তারপর একে একে প্রোগ্রামিং, ডেটার ধরন, এলগরিদম, মেমোরি সিস্টেম, অপারেটিং সিস্টেম, ডাটাবেস সিস্টেম, ওয়েব প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি সহ কম্পিউটার বিজ্ঞানের প্রায় সকল কন্সেপ্টগুলো নিয়েই বিষদ আলোচনা করা হয়েছে এই কোর্সে। লম্বা লম্বা অথচ প্রাঞ্জল ও উপভোগ্য লেকচার গুলো কম্পিউটার বিজ্ঞানের যাবতীয় প্রশ্নের সমাধান করে দিতে যথেষ্ট।
আপনি চাইলে নির্দিষ্ট সাইট থেকে এনরোল করে আগাতে পারেন কিংবা ইউটিউবে আপলোড করা লেকচার দেখে দেখে নিজে নিজেও আগাতে পারেন। দুটো লিংকই আমি দিয়ে দিচ্ছি -
২. https://youtu.be/8mAITcNt710
ইউটিউবে আপলোড করা ভিডিও লেন্থ ২৪ ঘন্টার কিছু বেশি। অর্থাৎ আপনি সম্পূর্ণ কোর্স শেষ করতে চাইলে দেড় থেকে তিন মাস সময় নিতে পারেন। অনেক সময় বিনিয়োগ করা লাগবে তা ঠিক তবে বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা ৪ বছর যাবত পড়ানো হয় সেটার উপর প্রায়োগিক একটা ধারণা তৈরি করতে পারার জন্য এটা যথেষ্ট কম ইনভেস্টমেন্ট। ডেভিড মালানের মতো হাই প্রোফাইল টিচার এবং তার অসাধারণ লেকচার স্টাইলের বদৌলতে অল্প ইনভেস্টেই অনেক লাভ বান হওয়ার সুযোগ তো আছেই।
কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র না হয়েও যারা আইটি রিলেটেড ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য অবশ্যই এই কোর্সটা অনেক বড় সুযোগ।
কোর্সের ডিটেইলস পেইজে উল্লেখ করা পূর্ব শর্ত হিসেবে কোন কিছু উল্লেখ করা হয়নি, অর্থাৎ আপনি এই বিষয়ে একদম শূন্য জ্ঞান নিয়েই তাদের কোর্স শুরু করতে পারবেন। তবে যেহেতু আমদের মাতৃভাষা বাংলা আর কোর্সের ভাষা আমেরিকান ইংলিশ সেক্ষেত্রে আপনাকে ইংরেজি বুঝতে পারার মতো হতে হবে। ভিডিওতে সাবটাইটেল যোগ করা আছে শোনে বুঝতে কঠিন লাগলেও দেখে আর পড়ে আগাতে পারবেন।
এরপর থেকে আপনি যখন আপনার কোন বন্ধুকে মেসেঞ্জারে লাল লাভ ইমুজি পাঠাচ্ছেন তখন কম্পিউটার সেটা কিভাবে বুঝতে পেরে আপনার বন্ধুর কাছে পৌঁছে দিচ্ছে সেটা ভাবতে গেলে আপনার যেন আর মাথা ব্যথা না হয় সেই শুভ কামনা।
আমি জাহিদ জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I learn, i think i should learn more.