কম্পিউটারে কাজ করার পদ্ধতি।

কেমন আছেন টিউনার ভাইয়েরা?

আমরা যারা কম্পিউটারে কাজ করি তার হয়তবা যে যেমন ইচ্ছা বসি এবং আমাদের কাজ শেষ করে উঠে যা্‌ই। কিন্ত এই কাজ করার সময় আমরা ভাবি না যে এভাবে কাজ করার ক্ষেত্রে আমাদের নিজেদের শরীরের কোন ক্ষতি হচ্ছে কিনা।

নিচে কিছু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে কাজ করলে নিজে র শরীরের কোন ক্ষতি হবে না।

 

 

 

 

 

 

 

 

 

ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞাসা করেন।

Level 0

আমি শূন্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্ষতি হবে কেন টিক বুজলাম না ?

Level 0

আমার মনে হয় আপনার প্রথম ছবিটিতে ভুল ভাবে কীবোর্ড চালানোর পদ্ধতি দেয়া হয়েছে।কারন সোজা ভাবে বসে কখনও হাত সোজা করে টাইপ করা যায় না।একটু ছড়ানোর প্রয়োজন হয়। আমার মনে হয় আপনাকে নিচের লিংকে যেতে হবে ভাল পদ্ধতি জানার জন্য।
http://www.logitech.com/en-us/67/528

    @Shoptorshy: ভাই আঙুল সোজাভাবে ছড়াতে পারেন কিন্ত বাকা ভাবে নয়।

ধন্যবাদ
আরও চাই

[MLSS] ar pura meaning janne ki?. pl bolen. [email protected]

Level 0

অনেক কিছু জানলাম।
আর Shoptorshy ভাই আপনার লিঙ্ক তা খুব ভাল হইছে।

অনেক সুন্দর হয়েছে……
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই
আমার গ্রুপ কম্পিউটার সমস্যার সমাধান পেতে
যোগদান করতে পারেন।
http://www.facebook.com/groups/pchelpcenter/

আমি শুধু একটা কথাই বলব,আপনি যেই ভাবে সহজ ও সাবলিল মনে করেন নিজেকে সেইটাই মনে করি ভাল পদ্ধতি,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

হায় হায় ! আমি এর কোনটাই মানি না 😛