সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউনটি শুরু করলাম। আজ জানব কিভাবে Desktop Icon এর Shortcut Arrow remove করা যায় কোন ধরনের সফটওয়ার ছাড়া ও সফটওয়ার দিয়ে।
আমরা অনেক সময় সফটওয়ার এর শর্টকাট আইকন ডেক্সটপ ব্যবহার করে থাকি। শর্টকাট আইকন এর নিচের কোণায় একটি ছোট Arrow দেখতে পাই। আপনি ইচ্ছে করলে এই Arrow টি সরিয়ে নিতে পারেন আমার টিউনে দেয়া নিয়ম অনুসারে।
১ম ধাপঃ Start button থেকে Run এ যান এবং regedit লিখে Ok করুন।
২য় ধাপঃ HKEY_CLASSES_ROOT থেকে lnkfile ফাইলটা খুজে বের করুন অথবা আপনি ঐ ফাইলটা খুজে বের করতে কিবোর্ড থেকে Ctrl+F চাপুন। তারপর যে নতুন ইউন্ডো ওপেন হবে তাতে IsShortcut লিখে Find Next এ ক্লিক করুন।
তৃতীয় ধাপঃ এখান থেকে IsShortcut ফাইলটা ডিলিট করে দিন। যতবার ফাইলটা Find করে পাওয়া যায় ততবার ডিলিট করুন। আর কোন কিছু পরিবর্তন বা ডিলিট করবেন না। সব কাজ শেষে আপনি পিসি রিস্টার্ট দিলেই আর দেখতে পাবেননা Shortcut Icon।
এই সফটওয়ারটির মাধ্যমে আপনি পিসির সিসটেম সেটিংস এ ঢুকতে পারবেন। যা যা করতে পারবেন- General/ Mouse/ Explorer/ Common Dialogs/ Taskbar & Start Menu/ Desktop/ My Computer/ Internet Explorer Etc এর সেটিংস পরিবর্তত করতে পারবেন।
***আপনি যদি উইন্ডোজ এক্সপির Service Pack 1 or above ভারশন ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করুন। (146 kb)..
***আপনি যদি উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন কোন ধরনের Service Pack ছাড়া (Normal Version), এখানে ক্লিক করুন। (563 kb)..
সফটওয়ারটি Install করার পর নিচের ছবিটির মত দেখাবে। Shortcut Icon remove করার জন্য Explorer-Shortcut-None সিলেক্ট করে Apply ও Ok দিয়ে বেড়িয়ে আসুন। অন্য কোন কিছু পরিবর্তন করতে নিজে নিজে চেষ্টা করুন।
এখান (1.65 mb) থেকে সফটওয়ারটি ডাউনলোড করে Install করুন। সফটওয়ারটি Install করার আগে আপনার পিসিতে DotNet Framework 2.0 Install থাকতে হবে। যদি আগে থেকে Install না থেকে থাকে তাহলে এখান (22.4 mb) থেকে ডাউনলোড করে Install করে নিন। Install শেষে সফটওয়ারটি Run করলে এমন দেখাবে। এখন আপনার পছন্দমত পরিবর্তন করে Apply করুন।
আগের টিউন পড়তে চাইলেঃ
ফ্রি ইংলিশ Song ডাউনলোড করার জন্য আসাধারন একটি সফটওয়ার.....
যেভাবে block করবেন আপনার নেটওয়ার্কের সব adult site কোন ধরনের software ছাড়াই
Firefox এর প্রয়োজনীয় কিছু Extensions, সাথে Windows Vista (Compressed 81 mb)....
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন ও বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ..........
আমি MRKajol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন! 🙂