এখন থেকে আর কষ্ট করে Recycle Bin থেকে কোন ফাইল মোছার বাড়তি ঝামেলা নেই!!!!

আপনি যখন আপনার কম্পিউটার থেকে কোন ফাইল মোছেন তখন সে ফাইল টি প্রথমে Recycl Bin এ জমা হয়, সেখান থকে পরবর্তী আপনি আপনার মুছে ফেলা ফাইলগুলি পুনরদ্ধার করতে পারেন। কিন্তু আপনি যখন নিশ্চিত ভাবে কোন ফাইল মোছেন তখন Recycle Bin থেকে ফাইল গুলি মোছার বাড়তি ঝামেলা পোহাতে হয়। সেজন্য আমি আজকে আপনাদের ছোট্ট একটি কৌশল শিখিয়ে দেব যাতে করে আপনাদের আর এই বাড়তি ঝামেলা টা পোহাতে হবেনা।।

 

১)আপনি যে ফাইল বা ফাইলগুলি মুছতে চান সেগুলো নির্বাচন করুন

২)তারপর SHIFT+DELETE চাপ দিন

৩) এবার একটি ডাইলগ বক্স আসবে সেখান থেকে Yes নির্বাচন করুন।Delete Flile

প্রথমে প্রকাশিত http://www.TechTrapBD.blogspot.com

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানতাম, তবু শেয়ার করার জন্য ধন্যবাদ

জানতাম না।শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি কিছুই জানতাম না। সেয়ার করার জন্য ধন্যবাদ

ধন্যবাদ
প্রথমিক প্রর্যায়ের টিউন 🙁
অ্যাডভানন্স লেভেলের টিউন করুন
আমার লেখার বানানে ভুল থাকতে পরে
সরি

ধন্যবাদ ভাই। এই ফিচারটা কবে থেকে চালু হয়েছে?

এমন ব্যফক গুরুত্বপূর্ণ একখানা তথ্য পাইয়া সারাদিন ল্যাপটপ নিয়া পড়িয়া থাকাটা সার্থক মনে হইতেছে!! 😀
আপনারে ব্যফক ধইন্যা!!

আচ্ছা বাই, আপনি যে বলিলেন "আপনি যে ফাইল বা ফাইলগুলি মুছতে চান সেগুলো নির্বাচন করুন"…এই ফাইল নির্বাচন করার কাজটা কিভাবে করে, তাহা যদি একটু বলিয়া দিতেন, তাহলে এই অধমের ব্যফক সুবিধা হইত!!!