কম্পিউটার নেটওর্য়াকিং হাতেখড়ি :: COMPUTER NETWORKING এর পরিচিতি [পর্ব-০১]

কম্পিউটার নেটওর্য়াকিং হাতেখড়ি

সকলে আমার সালাম নিবেন।আশা করি আপনারা সকলে ভালো আছেন।আমি আজ COMPUTER NETWORKING এর উপর প্রথম টিউন শুরও করতেছি।

আজ আমরা COMPUTER NETWORKING এর পরিচিতি জানবো

COMPUTER NETWORKING হচ্ছে একগোচ্ছোও আন্তঃসংযুক্ত ও সংশ্লিষ্ট ডিভাইস।যারা খুব সহজে একে অন্নের মধ্যে তথ্য আদান প্রদান করে।

আরও সহজে বলা যায় দুটি COMPUTER এর মধ্যে মিডিয়ার মাধ্যমে সংযুক্ত হবার পর RESORCE এর মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করে তাকে COMPUTER NETWORKING বলে

আর RESORCE ধারণা কে ও COMPUTER NETWORKING বলে।এখানে RESORCE বলতে COMPUTER এর HARD DISK SPACE,PRINTER,FAX,MODEM,CD DVD ROM ইত্যাদি

বুজানো হয়। COMPUTER NETWORKING এর সবচেয়ে বড় উদাহরণ হল INTERNAT।যেটি ছাড়া বর্তমান জীবনে চলা বড় দায়। COMPUTER NETWORKING কে আপনি আপনার PROFESSION হিসেবে নিতে পারেন।যদি তা নেন তাহলে বিভিন্ন ভাগ আছেঃ

যেমনঃ

  • Client Support.
  • System Administration.
  • Working in Network Core Layer & Distribution Layer.
  • Client Support এর ক্ষেত্রে Client connection এর ক্ষেত্রে যে সমস্যা থাকে তা দূর করা হয়।
  • System Administration এর ক্ষেত্রে আপনাকে server সমূহের দেখা শোনা করতে হবে।server এর operating system WINDOWS,LINUX,FREE BSD,SUN SOLARIES হতে পারে।

server এর operating system যদি WINDOWS হয় তাহলে আপনাকে MCSE/MCSA শিখতে হবে। server এর operating system যদি LINUX হয় তাহলে আপনাকে RHCE শিখতে হবে।

* Working in Network Core Layer & Distribution Layer এর ক্ষেত্রে আপনাকে

  • CCNA
  • CCNP
  • CCSP
  • CCIE

শিখতে হতে পারে

আমি আপনাদের কে আগামীতে এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করবো।

আগামী পর্বে আমরা HISTORY OF NETWORK সম্পর্কে জানবো।

আমি আমার সাধ্যমত গুছিয়ে লেখার চেষ্টা করেছি।কতটুক করতে পারেছি জানি না।আপনাদের যদি ভাল লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট দিবেন।কারন একজন টিউনার টিউন করে কিছু জানাতে বা শিখাতে প্রয়োজনে কিছু কমেন্ট পেতে।

সমাপ্ত..............

যে কোন ভুল হলে ক্ষমা করবেন আর তা দয়া করে ধরিয়ে দিবেন.........................

Level 0

আমি তারেক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবাই আমার সালাম নিবেন।আমি টেক টিউনস থেকে কিছু জানতে চাই।যা জানি তা সকলকে জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই চালিয়ে যান। আমরা উপকৃত হবো।

সুন্দর হয়েছে ভাই চালিয়ে যান ……।

Level New

খুব খুব সুন্দর হয়েছে। আপনার COMPUTER NETWORKING এর ধারাবাহিক গুলো কি আপনি আমার কাছে মেইল করতে পারবেন? যদি পারেন জানাবেন। আমি আল্প আল্প নেটওয়ার্ক জানি এবং কাজও করি । আমার মনে হয় আপনার ধারাবাহিক গুলো পেলে কিচুটা হলেও উপকার হবে। আমি raday আছি অনেক গুলো কম্পিউটার নিয়ে Server system ও আছে। Networking করার জনা যা যা লাগে সব আছে আমার কাছে এখন। শুধু Server system এর কাজ জানি না। যদি আপনার দারাবাহিক গুলো পাই তাহলে আমার উপকার হবে। আশা করি আপনার ধারাবাহিক গুলো আমার মেইল এ পাব। আমি দেশে আসলে অবশ্যই এ কাজ টা সিখব। আপনার যদি জানা থাকে কথা সিখলে ভাল হবে টাও আবার কম সময়ের মধ্যে ,জানালে খুশি হব ,যদি জানেন।

ধন্যবাদ তারেক ভাই। আমরা আছি আপনার সাথে।

ধন্যবাদ AL MAMUN ভাই।আপনি যদি আপনার ইমেইল এ টিউন গুলো পেতে চান তাহলে নীচের লিংকে যেয়ে
https://www.techtunes.io/review/tune-id/43637/

মেইল সাবস্ক্রাইব করুনঃ
বিষয় টি পড়ুন

Level 2

Bhai amar barite 2nd floor e akta pc r 3rd floor e akta pc ase. ami ki vabe aei duti pc k connect korte pari r data transfer korte pari, kindly janaben. connect korte ki internet lagbe?

তারেক মাহমুদ ভাই আপনাকে ধন্যবাদ। ভালো হয়েছে।
চালিয়ে যান…

আমার কিন্তু প্রচুর ইচ্ছা আছে।
আপনাকে facebook এ friend request পাঠালাম। accept করবেন কিন্তু, আর আমাকেও একটু শিখায়েন।
ধন্যবাদ

চালায় যান 🙂

Please continue……..

Level 0

দারুন জিনিস দাদা

আপনার টিউনটাকে বলা যেতে পারে একটা সিলেবাসের মত……যারা NETWORKING এ আগ্রহী তাদের জন্য উপকারী……আর ভাই……
CCNA CCNP শিখেই কাত হয়ে গেছি……আর বাংলাদেশে আমার ছোট জ্ঞানে যা বলে…বাংলাদেশে বোধহোয় CCNP সার্টিফিকেট ধারী কেউ নাই…সুন্দর টিউন

ধন্যবাদ ভাই আপনার মতো টিউনারই আমাদের বেশি প্রয়োজন।

Level 0

ok.fine

Level 0

লিনাক্সের সব সার্ভারের কনফিগারেশন পেতে
http://www.mediafire.com/?28c21oae5pwobxz