সকলে আমার সালাম নিবেন।আশা করি আপনারা সকলে ভালো আছেন।আমি আজ COMPUTER NETWORKING এর উপর প্রথম টিউন শুরও করতেছি।
COMPUTER NETWORKING হচ্ছে একগোচ্ছোও আন্তঃসংযুক্ত ও সংশ্লিষ্ট ডিভাইস।যারা খুব সহজে একে অন্নের মধ্যে তথ্য আদান প্রদান করে।
আরও সহজে বলা যায় দুটি COMPUTER এর মধ্যে মিডিয়ার মাধ্যমে সংযুক্ত হবার পর RESORCE এর মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করে তাকে COMPUTER NETWORKING বলে
আর RESORCE ধারণা কে ও COMPUTER NETWORKING বলে।এখানে RESORCE বলতে COMPUTER এর HARD DISK SPACE,PRINTER,FAX,MODEM,CD DVD ROM ইত্যাদি
বুজানো হয়। COMPUTER NETWORKING এর সবচেয়ে বড় উদাহরণ হল INTERNAT।যেটি ছাড়া বর্তমান জীবনে চলা বড় দায়। COMPUTER NETWORKING কে আপনি আপনার PROFESSION হিসেবে নিতে পারেন।যদি তা নেন তাহলে বিভিন্ন ভাগ আছেঃ
যেমনঃ
server এর operating system যদি WINDOWS হয় তাহলে আপনাকে MCSE/MCSA শিখতে হবে। server এর operating system যদি LINUX হয় তাহলে আপনাকে RHCE শিখতে হবে।
* Working in Network Core Layer & Distribution Layer এর ক্ষেত্রে আপনাকে
শিখতে হতে পারে
আমি আপনাদের কে আগামীতে এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করবো।
আগামী পর্বে আমরা HISTORY OF NETWORK সম্পর্কে জানবো।
আমি আমার সাধ্যমত গুছিয়ে লেখার চেষ্টা করেছি।কতটুক করতে পারেছি জানি না।আপনাদের যদি ভাল লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট দিবেন।কারন একজন টিউনার টিউন করে কিছু জানাতে বা শিখাতে প্রয়োজনে কিছু কমেন্ট পেতে।
সমাপ্ত..............
যে কোন ভুল হলে ক্ষমা করবেন আর তা দয়া করে ধরিয়ে দিবেন.........................
আমি তারেক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাই আমার সালাম নিবেন।আমি টেক টিউনস থেকে কিছু জানতে চাই।যা জানি তা সকলকে জানাতে চাই।
ভাই চালিয়ে যান। আমরা উপকৃত হবো।