কোন প্রসেসরটি গেমিং এর জন্য ভালো?

গেম খেলতে কে না ভালোবাসে? ভার্চুয়াল গেমিং বর্তমান প্রজন্মের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। প্রায় সকল বয়সের মানুষই তাদের অবসর যাপনের জন্য ভার্চুয়াল গেমিংকেই বেছে নিতে অত্যন্ত পছন্দ করে। তবে তরুণ প্রজন্মের কাছে এটি অত্যন্ত ফেভারিট একটা বিষয়। গেম খেলতে খেলতে অনেকেই বাইরের দুনিয়ার সবকিছু ভুলে যায়। কিন্তু এত ভালোলাগার একটি বিষয়ে যদি কোন বাঁধার সম্মুখীন হতে হয়, তাহলে সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। বন্ধুরা র‍্যামের পাশাপাশি আপনাকে সঠিক প্রসেসরটিও বেছে নেয়া গেমিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আসুন দেখে নেই গেমিং এর জন্য কোন প্রসেসরটি সবচেয়ে ভালো।

কোন Processor টি ভালো তা জানার আগে আমরা আসুন সংক্ষেপে জেনে নেই প্রসেসর আসলে কী কাজ করে বা প্রসেসরের কাজ কী।  প্রসেসর হলো কম্পিউটারের এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা কম্পিউটারকে পরিচালনার জন্য যা যা করা দরকার তার পূরোটাই এই প্রসেসর সম্পাদন করে থাকে। এটি প্রসেস করে বলে এর নাম প্রসেসর। একটি প্রসেসরকে আবার CPU ও বলা হয়ে থাকে। ধরুন আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আপনার কম্পিউটারক একটি কমান্ড দিলেন এখন আপনার কম্পিউটার তা সম্পাদনের জন্য যা যা করে থাকে তা হলো প্রসেসরের কাজ। একটি প্রসেসরের সাথে গানিতিক যুক্তি, নিয়ন্ত্রক অংশ এবং মেমোরী জড়িত থাকে।

যাহোক বন্ধুরা, আমরা জানতে আগ্রহী যে আমাদের গেমিং এর জন্য কোন প্রসেসরটি ভালো। আসলে গেম খেলার জন্য একটু হাই কনফিগারেশনের কম্পিউটার দরকার হয়। এখানে আপনার র‍্যামটা একটু বাড়তি হতে হবে যা মিনিমাম ৮ থেকে ১২ জিবি হলে ভালো।

বন্ধুরা সবার জন্য একটা সুখবর আছে যারা মূলত গেমিং এর জন্য ভালোমানের প্রসেসর চান। বর্তমানে ইন্টেল ১২ জেনারেশনের একটি প্রসেসর বাজারে নিয়ে এসেছে যেখানে আপনি পাচ্ছেন মূলত গেমিং এর সাপোর্টে সকল কম্পোনেন্ট। এই ১২ জেনারেশনের আপনি বাংলাদেশেই পাচ্ছেন Intel Core i5 12600K, Intel Core i7 12700KF,

Intel Core i7 12700K, Intel Core i9 12900K। এই প্রসেসরগুলিতে রয়েছে অসাধারন কিছু ফিচার যা আপনার গেমিং এক্সপেরিয়েন্সকে আরও বর্ধিত করবে। এখানে আমরা দুই ধরনের ফ্রিকোয়েন্সি পাব তা হলো বেজ ফ্রিকোয়েন্সি ও টার্বো ফ্রিকোয়েন্সি। আগেকার ভার্সনে এই দুই ধরনের পরিবর্তে একটি স্ট্যাটিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হত ফলে ফ্রিকোয়েন্সি বাড়ালে কম্পিউটার তাড়াতাড়ি গরম হয়ে যেত। কিন্তু এই ভার্সনে এই সমস্যার সমাধান হয়ে গেছে। দুই ধরনের ফ্রিকোয়েন্সি থাকার ফলে যখন ইউজার কোন ভারী কাজ করে তখন প্রসেসর তার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়ে অতিরিক্ত  গতির সঞ্চার করে এবং এই ভারী কাজ শেষ হওয়ার সাথে সাথে আবার এটাতে বেজ ফ্রিকোয়েন্সি চলে আসে। ফলে এটি সহজেই গরম হয়ে পড়ে না। আবার প্রসেসর গ্রাফিক্সের ক্ষেত্রেও একই ব্যপার কাজ করে।

তাই বন্ধুরা আপনারা যদি গেমিং প্রসেসর খুঁজে থাকেন তাহলে ১২ জেনারেশনের প্রসেসরগুলি আপনাদের জন্য সর্বোতকৃষ্ট। তাই বলে ১০ ও ১১ জেনাশনের দিয়ে আপনি যে গেমিং করতে পারবেন না তা নয়।

আপনাদের সবার গেমিং এক্সপেরিয়েন্স হোক সন্দর সাচ্ছন্দ্যময়। ভালো থাকুন, ভালো রাখুন। শুভকামনা নিরন্তর।

Level 0

আমি মোঃ মিসবাহুচ্ছাদাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস