ইঙ্কজেট প্রিন্টার বনাম লেজার প্রিন্টার, কোনটা ভালো?

প্রিন্টার কেনার আগে প্রায় সকল ক্রেতারই একটি কমন প্রশ্ন থাকে ভাই, ইঙ্কজেট না লেজার প্রিন্টার ভালো? এই দ্বিধা-দন্দ্ব দূর করার জন্যই আজকে আমাদের এই আয়োজন। আসুন জেনে নেই কোন প্রিন্টার ভাল, ইঙ্কজেট না কী লেজার।

আসুন জেনে নিই ink printer ও laser printer কী। ইঙ্কজেটপ্রিন্টারে মূলত কালি ব্যবহার করা হয়। অন্যদিকে লেজার প্রিন্টারে কালির ব্যবহার করা হয় না, এর পরিবর্তে পাউডার ব্যবহার করা হয়।

এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য প্রথমেই আপনাকে এই দুই প্রিন্টারের তুলনামূলক ফিচার দেখে আসা প্রয়োজনঃ

প্রিন্টিং স্পিডঃ স্পিডের ক্ষেত্রে অবশ্যই লেজার প্রিন্টার বেশি গতি সম্পন্ন।

কালারের মানঃ কালারের মানের দিক থেকে ইঙ্কজেট প্রিন্টারের মান বেশি ভালো। বিশেষ করে ইনফোগ্রাফিক চার্ট, ইমেজ ইত্যাদির বেশ ভালো মান পাবেন ইঙ্কজেট প্রিন্টারের ক্ষেত্রে।

টেক্সট এবং ডকুমেন্টেশনের ক্ষেত্রেঃ টেক্সট বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে ভালো হলো লেজার প্রিন্টার।

খরচের দিক থেকেঃ খরচের দিক থেকে লেজার প্রিন্টার সাশ্রয়ী। কিন্তু এটাতে অনেক ভলিউম একসাথে প্রিন্ট না করলে পোষাতে পারবেন না।

রেটিংঃ রেটিং এর দিক থেকেও লেজার প্রিন্টার ইঙ্কজেট প্রিন্টারের থেকে এগিয়ে আছে।

প্রিন্টারের দামঃ দামের দিক থেকে ইঙ্কজেট প্রিন্টারের দাম তুলনামূলকভাবে কম লেজার প্রিন্টারের থেকে।

উপরিউক্ত বিষয়গুলি মাথায় রেখে আমদেরকে আজকের বিষয়টি আলোচনা করব। প্রিন্টার ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কী কাজে আপনি এই প্রিন্টারটি ব্যবহার করতে চাচ্ছেন। আপনি যদি বাসা বাড়িতে আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য অবশ্যই ইঙ্কজেট প্রিন্টারই ভালো কারন এখানে খুব বেশি স্পিডের প্রয়োজন হয় না। কিন্তু প্রিন্ট মানের ক্ষেত্রে এই প্রিন্টারের জুড়ি নেই। আপনাকে অনেকগুলি ভলিউম একসাথে প্রিন্টের কোন প্রয়োজন হয় না। এই প্রিন্টারের দামও তুলনামূলকভানে কম।

কিন্তু আপনার যদি খুব বেশি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে লেজার প্রিটারের জুড়ি নেই। এই প্রিন্টার সাধারনত অফিসে বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। এখানে মানের থেকে পরিমানের উপর বেশি গুরুত্ব দেয়া হয়। তাছাড়া টেক্সট বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে এই প্রিন্টার বেশ ভালো মান দেয়।

ফলে উপরিউক্ত আলোচনা থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে, প্রিন্টার কিনব আমাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে, আবেগ দিয়ে নয়।

ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভকামনা নিরন্তর।

Level 0

আমি মোঃ মিসবাহুচ্ছাদাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস