বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে বজ্রপাতের সময় ওয়াইফাই কানেকশন কি চালু রাখা উচিত? ওয়াইফাই হল তারবিহীন এক ধরনের ইন্টারনেট সংযোগ। রাউটারের সাহায্যেই ওয়াইফাই চলে। আমাদের অনেকেরই ধারণা যে বজ্রপাতের ফলে রাউটার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওয়াইফাই এবং এর সাথে সংযুক্ত যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে।
বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইসগুলোর। বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটারের লাইনই নয়; রাউটার থেকে ইন্টারনেট সংযোগের ল্যান ক্যাবলটিও খুলে রাখবেন। কারন অধিকাংশ এলাকায় দেখা যায় ইন্টারনেট সংযোগে বৈদ্যুতিক খুটিগুলোর মাধ্যমে ইন্টারনেটের তারগুলো টানা হয়। তবে যদি আপনার ইন্টারনেট সংযোগে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় তাহলে বজ্রপাতের ক্ষতির আশংকা কম থাকে। কেননা এই সকল কেবলে ধাতব তারের ব্যবহার থাকে না।
বজ্রপাতের সময় আপনার রাউটারের একমাত্র আসল ঝুঁকি হ'ল কাছাকাছি বা সরাসরি বজ্রপাত। এমন অবস্থায় আপনার রাউটারের সাথে যদি পিসি বা ল্যাপটপ সরাসরি তারের মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে সেগুলোও ক্ষতিগ্রস্ত হবে। যদি সরাসরি তারের মাধ্যমে সংযোগ না থাকে, ওয়াই ফাইয়ের মাধ্যমে সংযোগ থাকে তবে পিসি বা ল্যাপটপ ঝুকিমুক্ত থাকবে কিন্তু আপনার রাউটার ঠিকই ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় নিরাপত্তার জন্য ঝড় বৃষ্টির আভাস পেলে রাউটারটি আনপ্লাগ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আবহাওয়ার পূর্বাভাস এখন অনেকটাই নির্ভরযোগ্য। এ সময়ে বজ্রপাতের সম্ভাবনার বিষয়টি জেনে নিন। বৃষ্টির সাথে মেঘের গুরুগুরু গর্জন হলেই রাউটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন।
যদি বজ্রপাত আপনার এলাকায় আঘাত হানে তবে আপনার রাউটারটি আনপ্লাগ করুন - নতুবা আপনি কম্পিউটারের সমস্ত তথ্য হারাতে পারেন। বজ্রপাতের ফলে পাওয়ার সার্জ ঘটতে পারে যা রাউটারকে পুরোপুরি অকেজো করে দিতে পারে।
বজ্রপাত বিদ্যুতের লাইনে আঘাত করলে মারাত্মক বিপর্যয় ঘটে যখন বিদ্যুতের লাইন দিয়ে ১00, 000 ভোল্টের বেশি চার্জ প্রবাহিত হতে পারে। এমনকি বজ্রপাত বিদ্যুতের লাইনে সরাসরি আঘাত না করলেও আপনার বাড়িতে অতিরিক্ত ভোল্টেজ প্রেরণ করতে পারে এবং আপনার পিসি যদি রাউটারের সাথে তার দারা সংযুক্ত থাকে তবে পিসির গুরুতর ক্ষতি হতে পারে।
তবে আপনার ডিভাইসগুলো যদি রাউটারের সাথে ওয়াইফাই সংযোগের মাধ্যমে যুক্ত থাকে সেক্ষেত্রে বজ্রপাতের সময় রাউটার ক্ষতিগ্রস্ত হলেও ওয়াইফাই এবং ওয়াইফাই এর সাথে সংযুক্ত মোবাইল বা কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। তবে বজ্রপাতের সময় রাউটার কে খুলে রাখাই বেশি নিরাপদ। তবে শুধু রাউটার নয় সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিকেই ইলেকট্রিক প্লাগ থেকে বিচ্ছিন্ন রাখাই নিরাপদ। ইউপিএস বা স্ট্যাবিলাইজারের মতো যন্ত্রগুলো যেমন অন্যান্য যন্ত্রপাতির সুরক্ষার জন্য ব্যবহার করি তেমনি রাউটারের সংযোগেও মাল্টিপ্লাগের সাহায্যে এগুলো ব্যবহার করা যেতে পারে।
এই বৃষ্টি বাদলার দিনে বজ্রপাতের কারনে যদি দুর্ভাগ্য ক্রমে আপনার রাউটার নষ্ট হয় তাহলে এই করোনার সময় আপনি অনলাইনে রাউটার অর্ডার করুন। বাংলাদেশের বাজারে আপনি অনেক রাউটারের নির্ভরযোগ্য ব্র্যান্ড পাবেন। আসুন এয় লিঙ্কে ক্লিক করে যেনে নিন বাংলাদেশে রাউটারের মুল্য।
আমি কাজী আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।