ল্যাপটপ ও নোটবুক দুইটি জিনিষ কি এটা নিয়ে আমরা তালগোল পাকিয়ে ফেলি, তাই আজকে আমি আপনাদেরকে ল্যাপটপ ও নোটবুকের পার্থক্য নিয়ে বিশদভাবে আলোচনা করবো। তাহলে টিউনে শুরু করা যাক
প্রথমে আমরা ফাংসনালিটি পার্থক্য নিয়ে বলি, তাহলে ব্যাপারটা বুঝতে আপনাদের সুবিধা হবে।
আজকালকার মার্কেটের বেশি ভাগ ল্যাপটপ ১ টেরাবাইট হার্ডডিস্ক বা এসএসডি সহ পাওয়া যাচ্ছে। র্যাম থাকে ৮-১২ জিবি ক্ষেত্র বিশেষে বেশিও চোখে পড়ে। ব্যাটারি চার্জ থাকে ৬-১০ ঘণ্টা। প্রসেসর থাকে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী।
নোটবুকে ৫১২জিবি বেশি হার্ডডিস্ক দেখা যায় না। র্যাম থাকে ২-৪ জিবি ক্ষেত্র বিশেষে বেশিও চোখে পড়ে। ব্যাটারি চার্জ থাকে ৭-১৪ ঘণ্টা। প্রসেসর থাকে অপেক্ষাকৃত কম শক্তিশালী ল্যাপটপের তুলনায়।
এবার আলোচনা করা যাক পাওয়ার ও পারফর্মেন্স নিয়ে, এইখানে সবাই কেন ল্যাপটপ ও নোটবুকে এক করে ফেলে তা বুঝা যাবে।
সে অনেকদিন আগেকার কথা ল্যাপটপে অপেক্ষাকৃত ভাল মানে প্রসেসর, মাদার বোর্ড, গ্রাফিক্স কার্ড, সাইজ একটু বড়, বেশি র্যাম দিয়ে তৈরি হত ফলে ভাল পারফর্মেন্স পাওয়া যেত, যা এখনো পাবেন।
অন্যদিকে নোটবুকে অপেক্ষাকৃত কম শক্তির প্রসেসর, মাদার বোর্ড, গ্রাফিক্স কার্ড, সাইজে একটু ছোটো, কম র্যাম দিয়ে তৈরি হত ফলে ভাল পারফর্মেন্স পাওয়া যেত না তবে কম্পিউটার কাজ চলে যেতো। তবে আজকাল ভাল মানের ভাল মানে প্রসেসর, মাদার বোর্ড, গ্রাফিক্স কার্ড, বেশি র্যাম দিয়ে তৈরি হচ্ছে নোটবুক তাই এখন ল্যাপটপ নোটবুক একই রকম পারফর্মেন্স দিচ্ছে। তাই অনেকে ব্যাপারটি ধরেই নিয়েছে যে ল্যাপটপ ও নোটবুক সমর্থক শব্দ।
এবার আলোচনা করা যাক সাইজ ও ওজন নিয়ে, এইখানে সবাই কেন ল্যাপটপ ও নোটবুকে এক করে ফেলে তার আর একটি কারন জানতে পারবেন।
ল্যাপটপ অপেক্ষাকৃত বড় স্ক্রীন সাইজ হয়ে থাকে ১০-১৮ ইঞ্চি ও ওজন হয়ে থাকে ৩-১০ পাউন্ড হয়ে থাকে। অন্যদিকে নোটবুক ১৫ ইঞ্চি নিচে হয়ে থাকে স্ক্রীন ও ওজন হয় ৫ পাউন্ডের নিচে। দেখা যাচ্ছে স্ক্রীন ও ওজনে প্র্যায় কাছাকাছি তাই অনেকে আর সন্দেহে পরে যান ল্যাপটপ আর নোটবুক এক কিনা।
দামেরক্ষেত্রে কি হয় জানার আগ্রহ জাগছে নিশ্চয়। ল্যাপটপের দাম অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে নোটবুকের তুলনায়। ল্যাপটপ ও নোটবুকের যেমন অনেক পার্থক্য রয়েছে তেমনি অনেক মিল রয়েছে তাই কার হাতে বা কাছে একটি ল্যাপটপ বা নোটবুক দেখে তার বিপরিত কিছু ডাকলে ব্যাপারটি নিয়ে কিছু বলার থাকেনা এদের সাদৃশ্যতা জন্য। আশা করছি ল্যাপটপ ও নোটবুকের মাঝে পার্থক্য আপনাদের নিকট তুলে ধরতে পেরেছি।
আমি কাজী আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।