কম্পিউটার কী?
Computer এমন এক ধরনের অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র/মেশিন, যা আমাদের তথ্য দেয়। যেমনঃ 2+2 = 4 এটাকে বলে ইনপুট ডাটা। Computer শব্দটি Computer শব্দ থেকে সৃষ্টি। অর্থাৎ “কম্পিউটার একটি বিশেষ যন্ত্র। যার মধ্যে পূর্ব হতেই কিছু তথ্য সন্নিবেশিত থাকে এবং মানুষের দেয়া যুক্তিসংগত তথ্যের ভিত্তিতে উহা অতি দ্রুত ও নির্ভুল আমাদিগকে ফলাফল দেয়।
_ একটি কম্পিউটার বলতে বুঝায়- মনিটর, সিপিউ (সিস্টেম বক্স), কী-বোর্ড মাউস, ফ্লপি ড্রাইভ, সিডি রম ড্রাইভ সিপিউ’র ভিতরে মাদারর্বোড, প্রসেসর, হার্ডডিস্ক, এজিপি কার্ড, সাউন্ড কার্ড, রেম, পাওয়ার সাপ্লাই, কোলিং ফেন, ইত্যাদি।
> Computer কে আকৃতি তথা স্মৃতির পরিধি, প্রযুক্তিগত দিক, কাজের ক্ষমতা, গঠন, ব্যবহারিক এবং কাজের সুবিধার প্রেক্তিতে প্রধানতঃ ২ ভাগে ভাগ করা যায়। (ক) স্মৃতির পরিধি অনুসারে ও (খ) প্রযুক্তিগত দিক থেকে।
A. স্মৃতির পরিধি অনুসারেঃ (৪ প্রকার)
যেমনঃ
(ক) Micro Computer. (P.C)
(খ) Main Frame Computer.
(গ) Mini Computer.
(ঘ) Super Computer.
B. প্রযুক্তিগত দিক থেকেঃ (৩ প্রকার)
যেমনঃ
(ক) Digital Computer (ডিজিটাল কম্পউটার) (এটি শুধু বাইনারী পদ্ধতি 1 ও 0 নিয়ে কাজ করে; (যেমন আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি তা ডিজিটাল কম্পিউটার)
(খ) Analog Computer (অ্যানালগ কম্পিউটার) (এই কম্পিউটার থেকে সাধারণতঃ গ্রাফ/চিত্রে ফলাফল অর্জন করা যায়। )
(গ) Hy- Brid Computer: (হাই-ব্রিড কম্পিউটার)
> একটি কম্পিউটার এর ২টি অংশ পাই- যেমনঃ (ক) Hard Were, (খ) Softwere
_> Hard Were: হাত দিয়ে যা স্পর্শ কার যায় তাই হার্ডওয়্যার। যেমনঃ মনিটর, কী-বোর্ড, মাউস, ইত্যাদি।
_> Softwere: হচ্ছে এমন এক ধরনের Computer অংশ যা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না। যেমনঃ Dos. Windows, MS Word, MS Excel, ইত্যাদি। উল্লেভ্য যে, Softwere কে Computer এর প্রাণ বলা হয়।
> Unit: (একক): লিটার, মিটারের মত কম্পিউটারের একক রয়েছে যেমনঃ Bit & Byte, অর্থাৎ ইহা স্মৃতির একক। কোন কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কত বা হার্ডডিস্কে কত জায়গা আছে ইত্যাদি জানার জন্য একক হিসাবে বিট এবং বাইটকে ধরতে হয়। এই বি বা বাইট একটি অর্ন্তজাতিক হিসাব।
KB= Kilo Byte MB= Mega Byte GB= Giga Byte
8 Bit = 1 Byte
(1024) Byte= 1 KB
(1024) KB= 1 MB
(1024) MB= 1 KB
(1024) GB= 1 GB
Computer পরিচিতিঃ
একটি Computer এ ৪টি অংশ যেমনঃ
(i) Syestem Box
(ii) Monitor
(iii) Keybroad/Mouse
(iV) Printer
System Box: System Box এ দুটি অংশ থাকেঃ
(i) Front Side (সামনের অংশ)
(ii) Back Side (পিছনের অংশ)
Fornt Side এর অংশ গুলি হচ্ছে-
(i) RS- বাটন (Restart)
(ii) PS- বাটন (Power - Swictch)
(iii) FDD (Floppy Disk Drive)
(iv) CD Rom (Compact Disk)
Back Side এর অংশ গুলি হচ্ছে-
(i) Power Hold. (ii) VGA/AGP Port
(iii) Keyboard Port. (iv) Mouse Port
(v) Printer Port (vi) USB Port
(vii) Sound Port (vii) Modem
(ix) LAN Port
Monitor: এর দুটি ক্যাবল থাকে।
(i) Data Cable
(ii) Power Cable
Keyboard পরিচিতিঃ
সাধাণত: কী বোর্ডে ১০১ থেকে ১১২ টি key থাকে। এই কী গুলিকে ৬ ভাগে ভাগ করা যায় যেমন:
1) Alhabrtic Key, A - Z
2) Number Key, 1, 2, 3.9
3) Faction Key, যেমন: F1, F2, F3, .F12 পর্যন্ত।
4) Movement Key,
5) Commend Key, (Alt, Ctrl, Shift)
6) Special Key, (Home, Insert, End)
সুত্রঃ https://bd-tech-help.blogspot.com/2020/06/-.html
নিবেদিত: theshopinfo.com
আমি ইমরান হোসেন হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am Imran Hossen Hridoy. My Professional Skills Web designing, Software Makeing, Internet, OLD Phones Expert, Smart Phones Expert, Computer Expert , Etc. My website: theshopinfo.com