আজ আমরা আলোচনা করব কিভাবে ভাইরাস এ আক্রমণ করা পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করে সারিয়ে তুলা যায়। মেমোরি কার্ড বা পেনড্রাইভ ফরম্যাট করার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Command Prompt ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায়। নিচে কার্য প্রক্রিয়ার ধারাবাহিক বর্ণনা দেয়া হল।
১। প্রথমে আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে Run মেনুতে cmd লিখে এন্টার প্রেস করুন।
২। কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার প্রেস করুন।
৩। এরপর টাইপ করুন list disk তারপর এন্টার প্রেস করুন।
৪। এরপর আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। যেমন Select Disk 1, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 1 হয়।
৫। এরপর clean লিখে এন্টার প্রেস করুন।
৬। create partition primary লিখে এন্টার দিতে হবে।
ব্যাস, কাজ শেষ। এর পর আপনার My computer এ ঢুকে পেনড্রাইভটি ফরম্যাট করলে পেনড্রাইভের পুরো জায়গা দেখাবে। আপনি আবার পেনড্রাইভটি ব্যবহার করতে পারবেন।
পোষ্টটি ভালো লাগলে টিউমেন্ট করবেন।
আরো দেখুনঃ
১। অ্যান্ড্রয়েড মোবাইলের RAM বাড়ানোর গোপন টিপস
২। কম্পিউটার টিপস ও ট্রিক্স
আমি রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।