স্টুডেন্ট দের জন্য কম্পিউটার! সবচেয়ে কম দামে কিভাবে?

বহু বহু বছর পর আবার ফিরে এলাম এই জগতে।

শেষ যখন টিউন দেই তখন আমার বয়স ছিল মাত্র ১৮! এখন আমার বয়স ২৪, অনেক কিছু দেখেছি, শিখেছি জেনেছি। তাই আশা করি ভাল মানের টিউন দিতে পারবো।

আইটি এর চাহিদা বাংলাদেশে হু হু করে বেড়েই চলেছে। আইটি নির্ভর সাবজেক্ট টিও কোমলমতি স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের শিখতে হচ্ছে তাই কম্পিউটারের দরকার ও হু হু করে বাড়ছে। কিন্তু এখনো যদি আমরা খেয়াল করি বাংলাদেশের অনেক মানুষ ই পারবেনা ২০ হাজারের উপরে সম্পূর্ণ কম্পিউটার কিনতে। স্টুডেন্ট রা যারা নতুন আইটি সাবজেক্ট এ তাদের পক্ষেও বেশি ব্যয় করা সম্ভব না! তাই আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন এক কনফিগারেশন, খুবি স্বল্প দামে মাত্র ১৫০০০টাকা এ কিভাবে পেতে পারেন একটি কম্পিউটার যাতে আপনি খুবি বেসিক লেভেলের কাজ করতে পারবেন। যারা একদম নতুন কম্পিউটার শিখতে চান তাদের জন্য খুবি ভাল একটা অপশন হতে পারে।

প্রসেসর

ইন্টেল পেন্টিয়াম ২য় জেনারেশন G630T

মাদারবোর্ড

ইসনিক ব্রান্ডের G61

র‍্যাম

ট্রানসেন্ড ব্রান্ডের ৪ জিবি DDR3

হার্ড ড্রাইভ

Western Digital ব্রান্ডের ৫০০ জিবি ক্যাভিয়ার গ্রিন

চ্যাসিস

ডিলাক্স ব্রান্ডের DLC-DW701 যাতে থাকছে একটা পাওয়ার সাপ্লাই

কিবোর্ড এবং মাউস

আমরা প্রায় সবাই চিনি সবাই জানি অনেকে ব্যবহার ও করি, বাজেটের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত কিবোর্ড এবং মাউস
এ৪টেক ব্রান্ডের KR-85 কিবোর্ড এবং OP-550NU মাউস

সাথে ৫০০০টাকার মধ্যে View Sonic ব্রান্ডের VA1903A মডেলের এক ১৯ ইঞ্চি মনিটর। হয়ে গেল সম্পূর্ণ ১৫০০০ টাকার কম্পিউটার!

ভিডিওতে এই পন্য গুলো সম্পর্কে জানতে পারবেন আরো তথ্য

বাজেট পিসি

মনিটর

Level 3

আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস