হার্ডডিস্কের আয়তন আমরা জানি সীমাবদ্ধ, কিন্তু আমাদের অজান্তেই অনেক ফাইল যা ডুপ্লিকেট হয়ে সেই হার্ডডিস্কের অনেক জায়গা নিচ্ছে। অনেক সময় এক এক করে খুঁজে বের করতেও সময় লেগে যায়, আবার অনেকেই Windows Search অপশন ব্যবহার করে মুছে ফেলেন সেই ফাইলগুলো। But, ধরুন কোন ফাইল একেক নামে একেক ফোল্ডারে/পার্টিশনে রয়েছে। তখন, একটু সময় সাপেক্ষ হয়ে দাড়ায় এই File গুলো মুছে ফেলতে।
Today আপনাদের সাথে শেয়ার করব, একটি ছোট সফটওয়্যার যা আপনাদের এই সমস্যার সমাধান দিবে। এমনকি, ফাইল অন্য নামে থাকলেও তা বাইট-বাই-বাইট তুলনা করে আপনার কাছে তুলে ধরবে। এমনকি, Duplicate ছবি পিক্সেল অনুযায়ী খুঁজে বের করতে Help করবে। তার জন্য লাগবেঃ GDI-PLUS
Anti-Twin নামের এই সফটওয়্যারটির সাইজ মাত্র 0.9 মেগাবাইট এবং প্রাইভেট ব্যবহারকারীদের জন্য ফ্রী অর্থাৎ আমাদের মত বাসায় যারা Computer ব্যবহার করেন।
ডাউনলোড লিঙ্কঃ Anti-Twin
এই Software দিয়ে কাজ করবেন 4টি ভাগেঃ
I hope অনেকেই এই সফটওয়্যার থেকে উপকার পাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান।
আমি TechsamirBD। MD, Blogger, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।