বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন যাই হোক আপনাদের মাঝে আমি আবারো ফিরে এলাম আমি মোহাম্মদ হাফিজ আপনাদের মাঝে আজ এই বিষয়ে শেয়ার করব সেটি হল কিভাবে একটি মেমোরি কার্ড বা পেনড্রাইভ আমরা ঠিক করতে পারি
আমাদের অনেক সুখের মেমোরি কার্ড বা পেনড্রাইভ যা আমরা অনেক শখ করে কিনে থাকি এমন কি ব্যবহার করি সেই শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে একটু খারাপ লাগারই কথা যাই হোক সেটি যেভাবে ঠিক করা যায় সে বিষয়ে আজ দেখাবো
এটি করার জন্য অর্থাৎ একটি মেমোরি কার্ড ঠিক করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে তারপরে ওখান থেকে রান ওপেন করে ওখানে লিখতে হবে রানের ভেতর লিখবেন সি এম ডি লিখে এন্টার প্রেস করবেন
এবার যে পেজটি ওপেন হবে ওখানে লিখবেন disk part যখনই এখানে disk part লিখবেন তারপরে এন্টার প্রেস করুন
তারপর দেখবেন নিচে আরো কিছু অপশন আসবে সেখানে লিখবেন list disk এটি লিখে আবার এন্টার দিন
এবার দেখা যাবে নিচে কয়েকটি পার্টিশন আসবে ওখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার যে পেন ড্রাইভ বা মেমোরি কার্ড সেই পার্টিশনটি আবার ভুল করে আপনার কম্পিউটারের পার্টিশন সিলেক্ট করবেন না তাহলে আপনার ডাটা ডিলিট হয়ে যাবে তাই আপনার যে মেমরি কার্ডটি নষ্ট হয়েছে শুধু সেটি সিলেক্ট করুন
যেভাবে ডিস্ক সিলেক্ট করবেন ওখানে লিখতে হবে select disk 1 বা 2 বা 3
তারপরে এন্টার প্রেস করুন
এখানে লিখুন clean তারপরে এন্টার দিন
কিভাবে বুঝতে সমস্যা হলে সরাসরি ভিডিও দেখুন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর্টিকেল শেয়ার করুন
আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
আমি মোঃ হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।