WINDOWS সকল DRIVER এর সমস্যার সমাধান এখানে সাথে মিসিং ড্রাইভার ডাউনলোড, পুরাতন ড্রাইভার আপগ্রেড একসাথে [ড্রাইভার ইজি]
আশাকরি সবাই ভালোই আছেন। এবার নিয়ে এলাম সকলের ড্রাইভার সমস্যার সমাধান নিয়ে। যারা Windows ব্যবহার করেন এবং Driver সমস্যা নিয়ে অতিষ্ট হয়ে পড়েছেন তাদের জন্য বলি আজকে থেকে আপনার ভোগান্তি শেষ। আপনার জন্য নিয়ে এলাম Windows এর সকল Driver এর জন্য সফটওয়্যার। তাও ফুল ভার্সন।
এর নাম ড্রাইভার ইসি। ক্রাক ফাইল সহো।
এই Driver টা ইন্সটল করা অন্যান্য Software ইন্সটল করার মতই।
ইন্সটল করার পর আপনার পিসি টা Restart দিবেন।
যদি তারপর ও Driver টা কাজ না করে তাহলে নিচে থেকে Driver Download Software টা নামিয়ে নিনঃ
নামানোর পর এটা অন্যান্য Software এর মত ইন্সটল করুন। তারপর এটা ওপেন করুন। আর কিভাবে পুল ভার্সন করবে তা software এর সাথেই দেওয়া আছে। আর Driver Software টা ওপেন করার আগে নেট চালু করে নেবেন। তারপর Driver Scanner কিল্ক করুন তারপর দেখবেন অটোমেটি এই software আপনার পিসির Latest Driver খুঁজে বের করে দিবে। তারপর শুধু Download করে ইন্সটল করবেন। আশা করি এরপর আর Driver নিয়ে কোন সমাস্যা থাকবে না।
ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
আমি আকবর খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune