ব্যবসা মানেই হিসাব।
আর সেই হিসাবকে আরো সহজ করতে " ইনভেন্টরি এন্ড একাউন্টিং " ম্যানেজমেন্ট সিস্টেমের কোন বিকল্পই নাই।
ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সহজেই রাখতে পারবেন,
ম্যানেজ করতে পারবেন ক্রেতা থেকে শুরু করে সেলস্ ম্যান।
বিক্রি শেষের হিসাব সহ ক্রেতাকে দিতে পারবেন বিলের প্রিন্ট কপি। মাস শেষে রাখতে পারেন পণ্য বিক্রয়ের বিবরণী।
খুব সহজেই অফিসের দৈনন্দিন কাজ যথা বেচা-কেনা, লেনদেন, স্টক চেক, লাভ ক্ষতি, দৈনিক কালেকশন, দৈনিক খরচ ইত্যাদি কাজ সম্পন্ন করা যাবে।
তথ্য হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হওয়ার কোন ভয় নেই। কোন তথ্য যদি ডিলিট ও হয়ে যায় তার বিবরণী থেকে যাবে।
যে সময়টুকু আপনি খাতা কলমে ব্যয় করছেন, সফটওয়্যার ব্যবহার করে তা আপনি আপনার প্রতিষ্ঠান সম্প্রসারণে কাজে লাগান। ইনভেন্টরি এন্ড একাউন্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার চালানো এতটাই সহজ যে ৪ থেকে ৬ ঘণ্টা ট্রেনিং-ই যথেষ্ট।
ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর ভিডিও লিঙ্ক: এখানে
ইনভেন্টরি এন্ড একাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য সমূহঃ
-
প্রোডাক্ট এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট।
প্রোডাক্ট এর ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট।
প্রোডাক্ট ম্যানেজমেন্ট।
স্টক ম্যানেজমেন্ট।
স্টক লিমিট ম্যানেজমেন্ট।
কাস্টমার ম্যানেজমেন্ট।
শো-রুম ম্যানেজমেন্ট।
সেলস্ ম্যান ম্যানেজমেন্ট।
বিল ম্যানেজমেন্ট।
ডিসকাউন্ট ম্যানেজমেন্ট।
ডিসকাউন্ট কার্ড ম্যানেজমেন্ট।
কোটেশন ম্যানেজমেন্ট।
আয়ের হিসাব।
ব্যায়ের হিসাব।
বিক্রিত পণ্যের তথ্য।
ক্রেতার তথ্য।
প্রতিদিনের হিসাব।
কর্মচারীদের বেতনের হিসাব।
ডিলিট হওয়া ডাটার বিবরণ।
অটো/ ম্যানুয়্যাল ব্যাকআপ।
আরও অন্যান্য.
যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেনঃ
-
ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান।
প্রোডাক্ট বেস যে কোন দোকান।
যে কোন পাইকারী দোকান।
ফার্মেসী।
ওয়ার্ক শপ।
রেস্টূরেন্ট।
শো-রুম।
স্টকলট।
গার্মেন্টস।
ওয়্যার হাউস।
বাইং হাউস।
বুটিক হাউজ।
সুপার শপ।
ডিপার্টমেন্টাল স্টোর।
কম্পিউটার শপ।
ওয়াচ শপ।
গিফট শপ।
আরও অন্যান্য.
আমি Amran Hossain Ador। Software Developer, iSoft, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 12 টিউনারকে ফলো করি।