কম্পিউটারের মাদারবোর্ড কেনার আগে যে বিষয়গুলো লক্ষ করবেন

আমরা কম্পিউটার বাজারে গিয়ে হুটহাট কম্পিউটার কিনে ফেলি। কয়েকদিন ব্যবহার করার পর কম্পিউটার স্লো কাজ করে। আসলে কম্পিউটার কিনলে হবে না সঠিক ভাবে জানতে হবে একটি কম্পিউটার কেনার জন্য আমাদের কি কি বিষয়ের উপর লক্ষ রাখতে হবে। তাহলে আসুন আমরা নিচের থেকে এই বিষয়গুলো জেনে নেই।

আরো পড়ুন:৫টি লুকানো ফেসবুক সেটিংস আপনার এখনই পরিবর্তন করা উচিত!

  • বাজারে সর্বশেষ যে মাদারবোর্ডটি এসেছে তা সব সময় সংগ্রহ করার চেষ্টা করবেন।
  • আর সব থেকে বড় কথা হচ্ছে সর্বশেষ মাদারবোর্ড সংগ্রহ করলেই হবে না আপনাকে দেখতে হবে আপনার এই মাদারবোর্ডটি কোন কোন স্পিডের প্রসেসরকে সাপোর্ট করে। নতুনদের ক্ষেত্রে চেষ্টা থাকা উচিৎ বাজারের সর্বশেষ মডেলের প্রসেসর কেনা। সেক্ষেত্রে আপনার  মাদারবোর্ড উক্ত প্রসেসরকে সাপোর্ট করে কিনা সেটি জেনে নিন। সেটি না হলে উপযুক্ত মাদারবোর্ড বেছে নিন। যারা ইতিমধ্যে কমপিউটার ব্যবহার করছেন এবং কোন কারনে বর্তমান মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে তারা তাদের প্রসেসরের সাথে মিল রেখে নতুন মাদারবোর্ড সংগ্রহ করবেন।
  • মাদারবোর্ড এবং প্রসেসরের বাস স্পিড কত এবং এগুলোর মধ্যে সামঞ্জস্য আছে কিনা তা দেখে নিবেন।
  • যে মাদারবোর্ডটি কিনবেন তার বাস স্পিড কত তা জেনে নিন। স্পিড বেশি হলে কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।
  • সব সময় খেয়াল রাখতে হবে মাদারবোর্ডের বাস স্পিড সঙ্গে ক্যাশ মেমোরির স্পিডও যেন সামঞ্জস্যপূর্ণ হয়।
  • ভবিষ্যতের কথা বিবেচনা করে উক্ত মাদারবোর্ডটি সর্ব্বোচ্চ কত ক্ষমতা পরযন্ত র‌্যামকে সাপোর্ট করে সেটি দেখে নিন। যত বেশি র‌্যাম ব্যবহার করবেন আপনার পিসি তত বেশি দ্রুত কাজ করবে। এখন ব্যবহার না করলেও যেন পরবর্তিতে আপনি বাড়তি র‌্যাম লাগিয়ে নিতে পারেন সেটি বিবেচনায় রাখুন।
  • হার্ডডিস্ক লাগানোর জন্য কয়টি পোর্ট আছে তা দেখে নিন। বেশি পোর্ট থাকলে সেটি অবশ্যই আপনার জন্য ভাল।
  • মাদারবোর্ডে কতগুলো ইউএসবি পোর্ট আছে তা দেখে নিন। যত বেশি পোর্ট পাবেন তত বেশি ইউএসবি ডিভাইস ব্যবহারের সুযোগ পাবেন।
  • যে মাদারবোর্ডটি কিনবেন তার কি কি স্লট রয়েছে তা জেনে নিবেন। এ ক্ষেত্রে PCI এবং ISA স্লটগুলোর উপর নজর দিবেন।
  • ভালো কোন কম্পানীর মাদারবোর্ড কিনবেন। আর সবসময় ঐ মাদারবোর্ডটি FCC কর্তৃক ছাড়পত্র কিনা তা দেখে নিন।

আরো পড়ুন: সফটওয়্যার কি? সফটওয়্যারের প্রকার? সফটওয়ারগুলো তৈরী করে কে?

প্রিয়  বন্ধুগণ আমার এই পোষ্টটি কেমন লাগল তা অবশ্যই জনাবেন। সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।

এরকম আরো টিউন এর জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। TechZoa.com

Level 0

আমি মো শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস