আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভাল আছি।
অনেক দিন পর (প্রায় দীর্ঘ ৪ বছর পর) আবার ফিরে এলাম প্রাণপ্রিয় সেই Techtunes.com.bd তে। খুব ভাল লাগছে আবার ফিরে এসে এবং আবার নতুন করে টিউন করতে পেরে। অনেক দিন হয় টেকটিউনশ এ টিউন করি না। তাই আজ হঠাৎ সময় পেলাম তাই। চলে এলাম টিউন করতে।
তো আজকে আমি আপনাদের জন্য খুব দারুণ একটি টপিক নিয়ে এসেছি। যেটি আপনার খুব উপকার করবে বলে আমি মনে করি। কারণ আজকাল অনেক পরিবারে দেখা যায় কলহ-বিবাদ লেগে থাকে। অনেকের ভালোবাসার জীবনে নেমে আসে অনেক বড় বিভেদ।
আর তার মূল কারণ বা অন্যতম কারণ হচ্ছে “সন্দেহ”।
নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। যেমন:-
স্বামী: স্বামী যখন তার কর্মে বেরিয়ে পরে এবং অফিসে পৌঁছানোর পর ফোন করে যে কোন কারণে কিছু জানতে বা কথা বলতে চায় তখন হঠাৎ ফোন করে লক্ষ্য করে তার স্ত্রী’র ফোন কল Busy। তার মানে তার স্ত্রী কারো সাথে কথা বরছে। ধীরে ধীরে তারে মনে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে।
আরেক ধরনের লোক হচ্ছে: যেমন:-
বয়ফ্রেন্ড: বয়ফ্রেন্ড যখন রাতে ফোন দেয় মাঝে মাঝে লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড কারো সাথে কথা বলছে বা তারও ফোন কল Busy। তখন তো তার মাথায় আগুন লেগে যায় আমার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলছে। কেন বলবে?
আরেক প্রকৃতির লোক, যেমন:-
স্ত্রী ও গার্লফ্রেন্ড: একইভাবে সে তার স্বামী বা বয়ফ্রেন্ডকে ফোন করছে দেখতে পাচ্ছে তার ফোন কল Busy। তখন তাদের মনেও সন্দেহ বাসা বাধতে শুরু করে। আর শুধু তাই নয় সেই সম্পর্ক ভেঙ্গেও যায় অনেক সন্দেহর কারণে।
কিছু ভুল বুঝাবুঝির কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর এই ধরনের সমস্যা নিরসনে আজকের এই টিউন এবং দারুণ এক সফটওয়্যার।
অনেক বাকী প্যাচাল করলাম এবার মুল টপিক আশা যায়।
আশা করি এই টিউন এর মাধ্যমে আপনার সন্দেহর প্রবণতা অনেক অংশে কমে যাবে।
বি:দ্র:এই প্যাচাল না করলে আমার টিউন এর ওয়ার্ড ফিল-আপ হত না।
আজকে আমি আপনাদের যে সফটওয়্যারটির সন্ধান দিব এবং যে ট্রিকটি শিখিয়ে দিবো। তাতে করে আপনি যখন থাকবেন না বা দূরে কোথাও থাকবেন। তখনও আপনি আপনার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড/স্বামী/স্ত্রী বা যে কোন আত্মীয় সজন যা আপনি যার ফোন কল রেকর্ড করতে চান এবং শুনতে চান, করতে পারবেন এবং যে কোন জায়গায় থেকে আপনি শুনতে পারবেন।
ভিডিওটি দেখুন।
সফটওয়্যার লিংক ভিডিও Description এ দেওয়া আছে। আশা করি ভিওিটি দেখলে সব বুঝতে পারবেন।
যদিও কোন প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের মত বিদায় নিলাম। আবার ফিরে আসবো ইনশাল্লাহ।
আমি সাঈদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।