ঘরে বসে খুব সহজেই কম্পিউটার শিখুন || পর্ব-০১ || কম্পিউটার সম্পর্কে যারা কিচ্ছু জানে না তাদের জন্য এই ভিডিও

সবাইকে স্বাগতম।

আমি মোঃ জাহিদুল ইসলাম।

আশাকরি সবাই ভাল আছেন।কম্পিউটার সম্পর্কে যাদের একদমই ধারণা নেই তাদের জন্য এই ভিডিও টি। আপনি হয়তো ভাবছেন কম্পিউটার সম্পর্কে কে না জানে? যদিও এখন আপনি কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু একটা সময় ছিলো যখন আপনি কম্পিউটারের কিছুই জানতেন না।

আধুনিকতার সমাজে উচ্চশিক্ষা গ্রহন করুন বা নাই করুন তার পাশাপাশি নিজেকে পরিপূর্নভাবে গড়ে তুলতে হলে কম্পিউটার সম্পর্কে জানা বা শেখার বিকল্প নাই।আর আপনি যদি কোন সরকারী বা বেসরকারী চাকুরী করেন তবে তো কোন কথাই নেই। নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করার জন্য টুকটাকা কম্পিউটারতো জানতেই হবে। এখন যেকোন ভর্তি পরীক্ষার ফরম পূরন, চাকুরীর আবেদন, বিভিন্ন পরীক্ষার ফলাফল, দ্রুততম সময়ের মধ্যে কোন তথ্য অদান প্রদানের জন্য ইমেইল ব্যবহার। তাহাছাও সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার ইত্যাদি অর্থাৎ তরকারীতে যেমন স্বাদ হয়না নুন ছাড়া ঠিক তেমনি বর্তমান সময়ে কম্পিউটার বিষয়ে জ্ঞান ছাড়া জীবনের পরিপূর্নতা পায় না। তাছাড়াও জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে, বর্তমানে কম্পিউটার শিখতেই হবে। এই কথাটা আর নতুন করে বলবার কিছু নেই। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হলেই কম্পিউটার ব্যবহার প্রয়োজন, তা নয়। যে কাজ কম্পিউটার-নির্ভর নয়, সেখানেও কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। এক জন কর্মীর যদি কি-বোর্ড কী করে চালাতে হয় জানা না থাকে তা হলে সামান্য ই-মেল চেক করা বা তার জবাব দেওয়াই ঝকমারির পর্যায়ে চলে যায়। কম্পিউটারের ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ। আসলে কম্পিউটার শিক্ষা হল এটা একটা প্ল্যাটফর্ম, জীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই তুমি উঠতে চাও না কেন, এই প্ল্যাটফর্মে তোমায় পৌঁছতেই হবে। কম্পিউটার জানা থাকলে ঘরে বসেই চাকুরী করা যায়। অর্থাৎ আউটসোর্সিং এর মাধ্যমে। যেমন চাকুরী করা যায় ঠিক তেমনি চাকুরী দেওয়াও যায়।

কম্পিউটার শিক্ষা নিয়ে সচেতনতা গত দেড় দশকে বেড়েছে অনেকটাই। তাই নতুন যে ছেলে বা মেয়েটি কম্পিউটার শিখতে আসছে, তার কোর্স বেছে নেওয়ার কাজটা এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। যে ধরনের কোর্সগুলির সব চেয়ে বেশি চাহিদা, তার মধ্যে রয়েছে বেসিক কম্পিউটিং, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট। কম্পিউটার শিক্ষা শুরু করার সময়টাও জানা। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছুটির সময়টা। কিন্তু সব চেয়ে বড় প্রশ্ন কোথায় শিখব ? কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠান এখন পাড়ায় পাড়ায়, আর ‘নামী দামি’ প্রতিষ্ঠানের সংখ্যাও বড় কম নয়। তাদের বিজ্ঞাপনের দাপটও তেমন। ফলে বিভ্রান্ত পড়ুয়া ও তাদের অভিভাবকেরা। এই বিভ্রান্তির সমাধান কোথায় পাবে? হ্যা উত্তর

যারা একেবারেই কম্পিউটার জানেন না বা নূন্যতমও কম্পিউটার বিষয়ে জ্ঞান নেই তাদের বলছি আপনার জন্যই এই ভিডিওটি কারণ আমি চেষ্টা করেছি প্রাথমিক স্তর থেকে অর্থাৎ আমরা যখন শিক্ষা অর্জনের জন্য প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অ আ ই ঈ যেখাবে শিখেছি ঠিক আমি আপনার জন্যই সে রকম করেই তৈরি করেছি। আপনি নিচের ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না যে কত সহজেই ঘরে বসেই পরিপূর্নভাবে কম্পিউটার শেখা যায়। প্রতিটি পর্বে স্পেশাল স্পেশাল নতুন নতুন টিউটোরিয়াল থাকছে প্রতিনিয়ত আপনার  জন্যই।

আমাদের নতুন নতুন টিউটোরিয়াল পেতে ভিজিট করুন-

http://techfaiaz.blogspot.com

http://www.facebook.com/TechFaiaz

http://www.youtube.com/channel/UCmn_5vYD2LSv8pvnvDyXBbw

Level 0

আমি জাহদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস